ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য - Length Of Coastline States Of India
ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য - Length Of Coastline States Of India: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
| ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য |
|---|
| উপকূল রেখা | দৈর্ঘ্য |
|---|---|
| গুজরাট (রাজ্য গুলির মধ্যে দীর্ঘতম) |
1214.7 কিমি |
| অন্ধ্রপ্রদেশ | 973.7 কিমি |
| তামিলনাড়ু বা করমন্ডল উপকূল | 906.9 কিমি |
| মহারাষ্ট্র বা কোঙ্কন উপকূল | 652.6 কিমি |
| কেরালা বা মালাবার উপকূল | 569.7 কিমি |
| ওড়িশা | 476.4 কিমি |
| কর্ণাটক | 280 কিমি |
| পশ্চিমবঙ্গ | 157.5 কিমি |
| গোয়া | 101 কিমি |
| আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (ভারতের দীর্ঘতম) |
1962 কিমি |
| লাক্ষাদ্বীপ | 132 কিমি |
| পুদুচেরি | 47.6 কিমি |
| দমন ও দিউ | 42.5 কিমি |


