ঋকবেদে উল্লেখিত নদ নদীর বর্তমান নাম || Drishadvati River Modern Name
ঋকবেদে উল্লেখিত নদ নদীর বর্তমান নাম - Drishadvati River Modern Name: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
| ঋকবেদে উল্লেখিত নদ নদীর বর্তমান নাম |
| নদ-নদী | বর্তমান নাম |
| গোমাল | গোমতী |
| বিতস্তা | ঝিলাম |
| রেবা | নর্মদা |
| ক্রমু | কুররাম |
| কুভা | কাবুল |
| অক্ষিণী | চিনাব |
| সুবাস্তু | সোয়াত |
| সিন্ধু | ইন্ডাস |
| পুরুষণী | রবি |
| সরস্বতী | ঘাঘর/চিতাং |
| শতদ্রু | সুতলেজ |
| বিপাশা | বিয়াস |
| পম্পা | তুঙ্গভদ্রা |