ঐতিহাসিক লিপি ও প্রশস্তি যে রাজার কথা জানা যায় | Historical Inscriptions And Testimonials
ঐতিহাসিক লিপি ও প্রশস্তি যে রাজার কথা জানা যায় | Historical Inscriptions
And Testimonials:
এই টপিকটি থেকে প্রায়
সমস্ত রকম
প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP |
SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া
হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে
প্রতিযোগিতা মূলক পরীক্ষায়
আপনাদের অনেক সুবিধা হবে।
| ঐতিহাসিক লিপি ও প্রশস্তি |
|---|
| লিপি ও প্রশস্তি | যাদের কথা জানা যায় |
|---|---|
| তাঞ্জোর লিপি | প্রথম রাজেন্দ্র চোল |
| নাসিক লিপি | গৌতমীপুত্র সাতকর্নী |
| গঞ্জাম লিপি | শশাঙ্ক |
| সম্পত লিপি | কনিষ্ক |
| কলিঙ্গ লিপি | অশোক |
| আইহোল প্রশস্তি | দ্বিতীয় পুলকেশী |
| গোয়ালিয়র প্রশস্তি | রাজা ভোজ |
| এলাহাবাদ প্রশস্তি | সমুদ্রগুপ্ত |
| গুর্জর লিপি | অশোক |
| হাতিগুম্ফা লিপি | কলিঙ্গরাজ খারবেল |
| দেওপাড়া প্রশস্তি | বিজয় সেন |
| ভিতরী স্তম্ভলিপি | স্কন্দগুপ্ত |
| মান্দাশোর লিপি | যশোবর্মন |
| কৌশম্বী লিপি | অশোক |
| নানাঘাট শিলালিপি | প্রথম সাতকর্নী |
| মহরৌলি লৌহস্তম্ভ লিপি | চন্দ্রগুপ্ত |
| জুনাগড় শিলালিপি | রুদ্রদমন |
| তিরুমালাই লিপি | প্রথম রাজেন্দ্র চোল |
| এরান লিপি | চন্দ্রগুপ্ত, ভানুগুপ্ত |
| হরহ লিপি | ঈশান বর্মা |
| ঘুনাই লিপি | অশোক |
| গরুড়ধ্বজ লিপি | হেলিওডোরাস |
| কাসাকুদ্দি প্রশস্তি | মহেন্দ্র বর্মন |
| বোঘাজকোই লিপি | আর্য রাজাদের সম্বন্ধে |
| খালিমপুর লিপি | দেবপাল |
আরও পড়ুন-


