বিভিন্ন রাজার সেনাপতি | Commanders Of Different Kings
বিভিন্ন রাজার সেনাপতি | Commanders Of Different Kings: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
| বিভিন্ন ঐতিহাসিক রাজা ও তার সেনাপতি |
|---|
| রাজা | সেনাপতি |
| শেরশাহ | ব্রহ্মজিৎ গৌড় |
| হুসেন শাহ | পরাগল খান |
| বৃহদ্রথ | পুষ্যমিত্র শুঙ্গ |
| ঔরঙ্গজেব | মীরজুমলা |
| আকবর | মানসিংহ |
| জাহাঙ্গীর | মহবৎ খান |
| সিরাজউদ্দৌলা | মীরজাফর |
| মহম্মদ ঘোরী | বখতিয়ার খিলজি |
| আলাউদ্দিন খলজী | মালিক কাফুর |
| আলেকজান্ডার | সেলিউকাস |
| ধর্মপাল | গর্গ |
আরও পড়ুন-


