Ads Area


বাগধারা নির্ণয় উদাহরণ || Examples Of Proverbs

বাগধারা নির্ণয় উদাহরণ || Examples Of Proverbs

বাগধারা নির্ণয়


অষ্টরম্ভা: (শূন্য) - হাতি মেরেছি, ঘোড়া মেরেছি - যতই বলুক, জেনো, কার্যক্ষেত্রে সব অষ্টরম্ভা।


অমাবস্যার চাঁদ: (দুলর্ভ বস্তু) - আজকাল যে তোমার দেখা পাওয়াই ভার, বলি অমাবস্যার চাঁদ হলে নাকি ?


অরণ্যে রোদন: (নিষ্ফল আবেদন) - বিলাসবাবুর মতো কৃপণ ব্যক্তির কাছে একশো টাকা চাঁদা চাওয়া অরণ্যে রোদন।


আকাশ কুসুম: (অসম্ভব কল্পনা) - আমার মতো গরিবের পক্ষে কলকাতায় নিজের জন্যে একটি বাড়ি করার চিন্তা আকাশ কুসুম ছাড়া আর কিছু নয়।


কড়ায়গণ্ডায়: (একটি পয়সা পর্যন্ত না ছেড়ে) - দেশে অজন্মা, তবু জমিদার, প্রজাদের কাছে খাজনা আদায় করলেন কড়ায়গণ্ডায়।


কানপাতলা: (অন্যের কথায় সহজে বিশ্বাসী) - আপনার মতো শিক্ষিত লোকের এত কানপাতলা হওয়া সাজে না।


কৈ মাছের প্রাণ: (অত্যন্ত কষ্টসহিষ্ণু) - এসব কষ্ট আর গায়ে লাগেনা ওদের, ওদের কৈ মাছের প্রাণ।


কেউকেটা: (সম্মানিত ব্যক্তি) - তুমি এমন কে কেউকেটা হে, যে তোমাকে আমাদের বুঝেসুঝে চলতে হবে ?


খয়ের খাঁ: (ধামা ধরা) - এককড়ি নন্দী জমিদারের একেবারে খয়ের খাঁ - ভালো হোক মন্দ হোক জমিদার যা বলে সে তাই করে।


গোবর গণেশ: (অকর্মণ্য) - তোমার মতো গোবর গণেশ দ্বিতীয় দেখিনি, ঘটে যদি এতটুকু বুদ্ধি থাকে!


গোবরে পদ্মফুল: (অস্থানে অপূর্ব জিনিস) - এমন দরিদ্র পরিবারে এমন রূপবতী ও গুণবতী মেয়ে জন্মালো কী করে, এ যে দেখি গোবরে পদ্মফুল।


ডুমুরের ফুল: (দুর্লভ দর্শন) - অনেকদিন হলো তোমার দেখা নেই তুমি যে একেবারে ডুমুরের ফুল হয়ে উঠলে।


তিলকে তাল করা: (সামান্যকে বড়ো করে তোলা) - মোক্ষদা বামনির কথায় কান দিওনা, ওর স্বভাবই হচ্ছে তিলকে তাল করা।


দু কান কাটা: (নির্লজ্জ) - লোকটার একেবারে দু’কান কাটা - তা না হলে এত লোকের সামনে ওরকম হাংলামো করতে পারে ?


মিছরির ছুরি: (মুখে মধু অন্তরে বিষ) - বীরেনবাবুর কথাগুলি মিছরির ছুরি, শুনতে বেশ মিষ্টি, কিন্তু বুকে গিয়ে বেঁধে।


শাঁখের করাত: (উভয় সংকট) - আমার হয়েছে শাঁখের করাতের অবস্থা, একদিকে স্বামী, অন্যদিকে সন্তান - দুজনের সংঘাতে কাউকে কিছু বলতে পারিনা।


জিলিপির প্যাচ: (কুটিল বুদ্ধি) - নিমাইবাবুকে ভালো বলেই জানতাম, ওর পেটের ভেতর যে এমন জিলিপির প্যাচ আছে তা কে জানতো ?


আরও পড়ুন-


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area