Ads Area


কেন্দ্রীয় সংস্থায় ১০৭১ এক্সিকিউটিভ ম্যানেজার নিয়োগ

 কেন্দ্রীয় সংস্থায় ১,০৭১ এক্সিকিউটিভ, ম্যানেজার

কেন্দ্রীয় সংস্থায় ১,০৭১ এক্সিকিউটিভ, ম্যানেজার নিয়োগ
 কেন্দ্রীয় সংস্থায় ১,০৭১ এক্সিকিউটিভ, ম্যানেজার নিয়োগ


কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র এক্সিকিউটিভ ’ , ‘ এক্সিকিউটিভ’ও ‘ জুনিয়র এক্সিকিউটিভ পদে ১,০৭১ জন লােক নিচ্ছে । 



কারা কোন পদের জন্য যােগ্য : 


পােস্ট কোড : 31 : জুনিয়র এক্সিকিউটিভ ( ইলেক্ট্রিক্যাল ) : আই-টিআই থেকে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিশািয়ন, ওয়্যারম্যান বা, ইলেক্ট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মােট অন্তত ৬০ % নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন । ডাক্তারি মান হতে হবে A2.

শূন্যপদ : ১৩৫ টি ( জেনাঃ ৫৭, ও.বি.সি. ৩৪, তঃজাঃ ২২, তউঃজাঃ ১১, ই.এস ১১ ) । 



পােস্ট কোড : 22 : জুনিয়র এক্সিকিউটিভ ( সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ) : আইটিআই থেকে ইলেক্ট্রনিক্স, কমিউনিকেশন, ইনফর্মেশন টেকনােলজি, টিভি, অ্যান্ড রেডিও, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্কিং, ডাটা নেটওয়ার্কিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ মােট অন্তত ৬০ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন । ডাক্তারি মান হতে হবে B1

শূন্যপদ : ১৪৭ টি ( জেনাঃ ৬২, ও.বি.সি, ৩৭, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১২, ই.এস. ১৩ ) ।



পােস্ট কোড : 33 : জুনিয়র এক্সিকিউটিভ ( অপারেশন অ্যান্ড বি.ডি. ) : যে কোনাে শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন । আই.টি.আই, থেকে যে কোনাে ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মােট অন্তত ৬০ % নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন । ডাক্তারি মান হতে হবে A2. 

শূন্যপদ : ২২৫ টি ( জেনাঃ ৯০, ও.বি.সি. ৬১, তঃজাঃ ৩৪, তঃউঃজাঃ ১৭, ই.ড.এস, ২৩ ) । 



পােস্ট কোড : 34 : জুনিয়র এক্সিকিউটিভ ( মেকানিক্যাল ) : মােট অন্তত ৬০ % নম্বর পেয়ে মাধ্যমিক পাশ আই.টি.আই. থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মােটর মেকানিক, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পারা মােটঅন্তত ৬০ % নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন । ডাক্তারি মান হতে হবে B1. 

শূন্যপদ : ১৪ টি ( জেনাঃ ৮, ও.বি.সি. ৩, তঃজাঃ ১, তউঃজাঃ ১, ই.ড.এস .১ ) ।


 ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-১-২০২১'এর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।


মূল মাইনে ; ২৫,০০০-৬৮,০০০ টাকা । প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে । এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা ।



পােস্ট কোড : 21 : এক্সিকিউটিভ ( সিভিল ) : সিভিল, সিভিল ( ট্রান্সপাের্টেশন ), সিভিল ( কনস্ট্রাকশন ), সিভিল ( পাব্লিক হেলথ ), সিভিল ( ওয়াটার রিসাের্স ) ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মােট অন্তত ৬০৭ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন । ডাক্তারি মান হতে হবে A3. 

শূন্যপদ : ৭ টি ( জেনাঃ ৩২, ও.বি.সি. ১৬, তঃজাঃ ১১, তউঃজাঃ ৮, ই-ডএস, ৬ ) । 



পােস্ট কোড : 22 : এক্সিকিউটিভ ( ইলেক্ট্রিক্যাল ) : ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, পাওয়ার সাপ্লাই ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মােট অন্তত ৬০ % নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন । ডাক্তারি মান হতে হবে A3. 

শূন্যপদ : ৪২ টি ( জেনাঃ ১৬, ও.বি.সি, ১২, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৪, ই.ড.এস. ৪ ) ।

 


পােস্ট কোড : 23 : এক্সিকিউটিভ ( সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ) ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মাইক্রো প্রসেসর, টি.ভি. ইঞ্জিনিয়ারিং, ফাইবার অপটিক কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, সাউন্ড অ্যান্ড টি.ভি. , ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, ই ন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড টেকনােলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনােলজি, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মােট অন্তত ৬০ % নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A3. 

শূন্যপদ : ৮৭ টি ( জেনাঃ ৩৫, ও.বি.সি. ২৪, ৩ঃজাঃ ১২, তঃউঃআঃ ৮, ই.ড.এস. ৮ ) । 



আরও চাকরির খবর - কেন্দ্রীয় সংস্থায় ১৪৬ অ্যাপ্রেন্টি




পােস্ট কোড : 24 : এক্সিকিউটিভ ( অপারেশন্স অ্যান্ড বি.ডি. ) : মােট অন্তত ৬০ % নম্বর পেয়ে যে কোনাে শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন । ডাক্তারি মান হতে হবে A2. 

শূন্যপদ : ২৩৭ টি ( জেনাঃ ৯৬, ও.বি.সি. ৬৫, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১৭, ই.ডর.এস. ২৩ ) । 



পােস্ট কোড 25 এক্সিকিউটিভ ( মেকানিক্যাল ): মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, প্রােডাকশন, অটোমােবাইল, ইন্সট্রুমেন্টেসন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মােট অন্তত ৬০ % নম্বর পেয়ে থাকলে আবেদনকরতে পারেন। ডাক্তারি - মান হতে হবে A3. 

শূন্যপদ : ৩ টি ( জেনাঃ ) । 


ওপরের ক্ষেত্রেবয়স হতে হবে ১-২০২১'এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে । 


মূল মাইনে : ৩০,০০০-১,২০,০০০ টাকা । প্রার্থী ।

বাছাই কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে । এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি টেস্ট হবে ।



পােস্ট কোড : 11 : জুনিয়রম্যানেজার ( সিভিল ) : মােট অন্তত ৬০ % নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন । ভাজারি মান হতে হবে A2 

শূন্যপদ : ৩১ টি ( জেনাঃ ১৪, ওবিসি, ৮, তজোঃ ৪, তঃউঃজাঃ ২, ইড.এস. ৩ ) ।



পােস্ট কোড : 12 : জুনিয়র ম্যানেজার ( অপারেশন্স অ্যান্ড বি.ডি. ) । মার্কেটিং, বিজনেস অপারেশন, কাস্টমার রিলেশন বা, ফিনান্স বিষয় নিয়ে এমবিএ, পি.জি.ডি.বি.এ, পিজি.ডি.বি.এম, পি.জি.ডি.এম.মােট । অন্তত ৬০ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন । ডাক্তারি মান হতে হবে A2 

শূন্যপদ : ৭৭ টি ( জেনাঃ ৩৪, ও.বি.সি, ২০, তঃজাঃ ১১, তউঃজাঃ ৫, ইডব্লু.এস . ৭ ) ।



পােস্ট কোড : 13 : জুনিয়র ম্যানেজার ( মেকানিক্যাল ) : মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, প্রােডাকশন, অটোমােবাইল, ম্যানুফ্যাকচারিং, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মােট অন্তত ৬০ % নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন । ডাক্তারি মান হতে হবে A3. 

শূন্যপদ : ৩ টি ( জেনাঃ ) । 

বয়স হতে হবে ১-১-২০২১'র হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । তপশিলীরা ৫ বছর, ওবিসি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পানে । 


মূল মাইনে : ৫০,০০০-১ ৬০,০০০ টাকা ।

ওপৰ্ব্বেস্ব ক্ষেত্রে প্রার্থীবাস্থইহবেকম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে । এরপহবেসার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা।কম্পিউটার বেসড টেস্ট হবে জুনে ।


এই পদের বিজ্ঞপ্তি নং : 04/2021, দরখাস্ত করলে অনলাইনে, ২৩ মে’র মধ্যে । 


এই ওয়েবসাইটে; www.dccil.com এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে । প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে ই-মেল আই.ডি. দিয়ে নাম রেজিস্ট্রেশন করলে ওই ই-মেল আই.ডি.তি রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড পাঠানাে হবে । এবার আবার ওই ওয়েবসাইটে গিয়ে ওই রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড দিয়ে স্টেপ-রেজিস্ট্রেশন করতে হবে । যাবতীয় তথ্য সঠিকভাবে দেওয়ার গর সাবমিট করলেই ওই ই-মেল আই.ডি.'তে রেজিস্ট্রেশন নম্বর, পাশওয়ার্ড পাবেন । এবার পরীক্ষা ফী বাবদ জুনিয়র ম্যানেজার পদের বেলায় ১,০০০ টাকা, এক্সিকিউটিভ পদের বেলায় ১০০ টাকা আর জুনিয়র এক্সিকিউটিভ পদের বেলায় ৭০০ টাকা অনলাইনেজমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী । ও সমরকর্মী দের ফী লাগবে না । টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন ।


আরও চাকরির খবর - নৌবাহিনীতে ২,৫০০ নাবিক 2021


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area