Ads Area


All The Information About The Earth In Bengali || পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য PDF

All The Information About The Earth In Bengali || পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য PDF

Here, is the best place for you to download All The Information About The Earth Pdf. Jibikadisari give you All competitive exam Special free All The Information About The Earth Pdf like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. All The Information About The Earth Pdf is very important for Preparation all examinations. You can also download GK, GI, Math, Question Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this www.jibikadisari.com to Download All The Information About The Earth. The direct link Of this All The Information About The Earth has been given below.

All The Information About The Earth In Bengali || পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য PDF
পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য PDF

পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য Pdf. নিচে পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্যর তালিকা টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন। এই পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য


পৃথিবীর ওজন: প্রায় ৬,৬৯৭ x ১০১৮  টন ।

পৃথিবীর ক্ষেত্রফল: ৫১,০১,০০,৫০০ বর্গ কিমি.।

পৃথিবীর স্থলভাগ: ১৪,৮৯,৫০,৮০০ বর্গ কিমি. |

পৃথিবীর জলভাগ: ৩৬,১১,৪৯,৭০০ বর্গ কিমি.।

পৃথিবীর মেরু বরাবর পরিধি: ৪০,০০০ কিমি. |

পৃথিবীর বিষুবরেখা বরাবর পরিধি: ৪০,০৬৭ কিমি.।

পৃথিবীর মেরু ব্যাস: প্রায় ১২,৭১৪ কিমি.।

পৃথিবীর বিষুব বরাবর ব্যাস: প্রায় ১২,৭৫৭ কিমি.।

পৃথিবীপৃষ্ঠের অভিকর্ষ: ৩২.০৪১ ফিট/সেকেন্ড2 ।

মিন রেডিয়াস: ৬,৩৭১.০ কিমি ।

পােলার রেডিয়াস: ৬,৩৫৬.৮ কিমি ।

উপরিতলের উষ্ণতা : -৮৮/৫ (সর্বনিম্ন/সর্বোচ্চ)° সেন্টিগ্রেড ।

ঘূর্ণনের সময়: ২৩,৯৩৪ ঘন্টা

ঘূর্ণনের গতি: ১৬৭০ কিমি/ঘন্টা

নিকটতম গ্রহ থেকে দূরত্ব: ৩৮ মিলিয়ন কিমি (শুক্র থেকে দূরত্ব)

আয়তন: পৃথিবীর ৭০.৮% ভাগ জল এবং মাত্র ২৯.২% ভূখন্ড

ঘনত্ব: ১০৮০০,০০,০০০,০০০ ঘন কিমি (২৬০০০,০০,০০,০০০ ঘন মাইল) ।

জলবায়ু: পৃথিবীর দুই গােলার্ধের সুবৃহৎ দুই শীত অঞ্চলকে মধ্যবর্তী দুই নাতিশীতােষ্ণু অঞল, মধ্যস্থতায় উঃ অঞ্জলকে পৃথক করে, পৃথিবীর বিভিন্ন জলবায়ুর মন্ডল তৈরী করেছে ।

ভূ-ত্বক: সর্বোচ্চ শিখর এভারেস্ট পর্বত যা ৮,৮৫০ মি. উচ্চ (২৯,০৩৫ ফিট) সর্বনিম্নস্থান ডেডসীতে ৪১১ মি (১,৩৪৯ ফিট) সাগর পৃষ্ঠ থেকে নিম্নস্থান । সবচেয়ে বৃহৎ খাত্ হ’ল মারিয়ানা ট্রেঞ্জ -১০, ৯২৪ মি (-৩৫,৮৪০ ফিট) নিম্নে স্থিত-প্রশান্ত মহাসাগরে ।

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অপসূর): ১৫ কোটি ২০ লক্ষ কিমি.।

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অনুসূর): ১৪ কোটি ৭০ লক্ষ কিমি.।

পৃথিবীতে সূর্যের আলাে আসতে সময় লাগে: ৮ মিনিট ১৯ সেকেণ্ড ।

পৃথিবীর আহ্নিক গতির সময়: ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪.০৯ সেকেণ্ড ।

পৃথিবীর পরিক্রমণ গতির সময়: ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেণ্ড ।

পৃথিবীর বার্ষিক গতির বেগ/পৃথিবীর সূর্য প্রদক্ষিণ বেগ: ৩০ কিমি./সেকেণ্ড ।

পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য: প্রায় ৯৬ কোটি কিমি.।

পৃথিবীতে মহাদেশের সংখ্যা: সাতটি ।

পৃথিবীতে মহাসাগরের সংখ্যা: পাঁচটি ।

মােট সমুদ্র: ১৩৭ টি |

পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে: ২০ কিমি./সেকেণ্ড ।

পৃথিবীর অক্ষ কক্ষ তলের সাথে হেলার পরিমাণ: ৬৬১/২° কোণে ।

পৃথিবীর ঋতু বৈচিত্র্য দেখা যায় না: নিরক্ষীয় অঞ্চলে ও মেরু অঞ্চলে ।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব: ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি.।

পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস: ৩,৪৭৫ কিমি. |

পৃথিবীকে চাঁদের পরিক্রমণ সময়: ২৭ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট ১১.৪৭ সেকেণ্ড ।

চাঁদের দৈনিক তাপমাত্রা: দিনে ১০০° সেন্টিগ্রেড, রাত্রে ১৮০° সেন্টিগ্রেড ।

চাঁদের সর্বোচ্চ পর্বত: লিবনিজ (১০,৬৬০ মিটার) ।

পৃথিবীতে চাঁদের আলাে আসতে সময় লাগে: ১.৩ সেকেণ্ড ।

বৃহত্তম মহাদেশ: এশিয়া (৪,৩৯,৯৮,০০০ বর্গকিমি)

ক্ষুদ্রতম মহাদেশ: অস্ট্রেলিয়া (৯০,০৮,৫০০ বর্গকিমি)

বৃহত্তম দেশ: রাশিয়া (১,৭০,৯৮,২৪২ বর্গকিমি) 

ক্ষুদ্রতম দেশ: ভাটিকান সিটি (০.৪৪ বর্গকিমি)

বৃহত্তম মহাসাগর: প্রশান্ত মহাসাগর (১৬,৬২,৪১,০০০ বর্গকিমি)

ক্ষুদ্রতম মহাসাগর: সুমেরু মহাসাগর (১,৪০,৫৬,০০০ বর্গকিমি)

উচ্চতম পর্বত: মাউন্ট এভারেস্ট (২৯,০২৯ ফুট, নেপাল) 

দীর্ঘতম নদী: নীল (৬,৬৫০ কিমি) 

বৃহত্তম হ্রদ: কাস্পিয়ান সাগর (৩,৭১,০০০ বর্গকিমি)

মানুষের গড় আয়ুষ্কাল: ৬৭.২ বছর ।


সুতরাং, দেরি না করে এখনই পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন

 

File Details :

File Name- পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য [জীবিকা দিশারি]

File Format- pdf

Quality- High

File Size- 851 KB

File page- 3

File Location- Google Drive

Download Link: Click Here To Download


MORE PDF

DOWNLOAD LINK

সৌরজগতের গ্রহদের পরিচয়

Click Here

ভারতীয় সংবিধান জি কে

Click Here

ইতিহাসের প্রশ্ন ও উত্তর

Click Here

ভূগোলের প্রশ্ন ও উত্তর

Click Here


কপিরাইট: jibikadisari.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area