কোর্টে ৪১৭ পিওন, চৌকিদার, সুইপার ও প্রসেস সার্ভার চাকরি
দিল্লি ডিস্ট্রিক্টও সেশন জাজ ( হেড কোয়াটার্স ) কোট ' পিওন অর্ডারলি / ডাক পিওন ', ' চৌকিদার, ‘ সুইপার সাফাই কর্মচারী ’ ও ‘ প্রসেস সার্ভার ’ পদে ৪১৭ জন লােক নিচ্ছে । কারা কোন পদের জন্য যােগ্য; মাধ্যমিক পাশরা ‘ পিওন হার্ভারলি / ডাক পিওন, ‘ চৌকিদার ’, ‘ সুইপার সাফাই কর্মচারী ’ পদের জন্য আবেদন করতে পারেন ।
মাধ্যমিক পাশরা হাল্কা গাড়ি চালানাের বৈধ লাইসেন্স থাকলে ও গাড়ি চালানাের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে ' প্রসেস সার্ভার ' পদে জন্য আবেদন করতে পারেন ।
সব পদের বেলায় বয়স হতে হবে ১-১-২০২৪'এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম-তারিখ হতে হবে ২-১-১৯৯৪ থেকে ১ ১-২০০৩’এর মধ্যে । তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন ।
মূল মাইনে সপ্তম পে স্কেল অনুযায়ী ।
শূন্যপদ : ( ক ) ‘ পিওন / অর্ডারলি / ডাক পিওন ’ পদে ২৮০ টি । এর মধ্যে দিল্লি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ( হেড কোয়াটার্সে ) কোর্টে ২৭৬ টি ( জেনাঃ ১১১, ইউ.এস. ২৮, ৩ঃজাঃ ৪১, তঃউঃজাঃ ২১, ও.বি.সি. ৭৫ ) । এর মধ্যে প্রতিবন্ধী ১১, প্রাঃসংকঃ ২৮ । দিল্লি ফ্যামিলি কোর্ট, প্রিন্সিপ্যাল জাজ ( হেড কোয়াটার্সে ) কোর্টে ৪ টি ( তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ও.বি.সি. ১ ) । এর মধ্যে প্রতিবন্ধী ১। পােস্ট কোড : A-5 ( a ).
( খ ) চৌকিদার পদে ৩৩ টি ( জেনাঃ ১৪, ই.ডব্লু.এস. ৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ও.বি.সি. ৯ ) । এর মধ্যে প্রাঃসঃকঃ ৩। চাকরি হবে দিল্লি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ( হেড কোয়াটার্স ) কোর্টে । পােস্ট কোড : A-5 ( b ).
( গ ) সুইপার / সাফাই কর্মচারী পদে ২৩ টি ( জেনাঃ ১০, ই.ডব্লু.এস. ২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ও.বি.সি. ৬ ) । এর মধ্যে প্রতিবন্ধী ১, প্রাঃসঃকঃ ২। চাকরি হবে দিল্লি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ( হেড কোয়াটার্স ) কোর্টে । পােস্ট কোড : A-5 ( c ).
( ঘ ) প্রসেস সার্ভার পদে ৮১ টি । এর মধ্যে দিল্লি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ( হেড কোয়াটার্স ) কোর্টে ৭৪ টি ( জেনাঃ ৩০, ই.ডব্লু.এস. ৭, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৬, ও.বি.সি. ২০ ) । এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ৭ | আর দিল্লি ফ্যামিলি কোট, প্রিন্সিপ্যাল জাজ ( হেড় কোয়াটার্স ) কোর্টে ৭ টি ( জেনাঃ ৫, তঃজাঃ ১, ও.বি.সি. ১ ) । পােস্ট কোড : A-6.
প্রার্থী বাছাই হবে 'কমন এন্ট্রাস' পরীক্ষার মাধ্যমে । প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের । সফল হলে ড্রাইভিং টেস্ট ( প্রসেস সার্ভার পদের বেলায় ) ও ইন্টারভিউ ।
দরখাস্ত করবেন অনলাইনে, ৭ ফেব্রুয়ারি থেকে ৩০ ফেব্রুয়ারির মধ্যে । এই ওয়েবসাইটে www.delhidistrictcourts.nic.in এজন্য বৈধ একটি ই-মেল আইডি, ও মােবাইল নম্বর থাকতে হবে । এছাড়াও পাশপাের্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন । তারপর পরীক্ষা ফী বাবদ ৫০০ ( তপশিলী, প্রতিবন্ধী, ইডব্লু.এস., প্রাক্তন সমরকর্মী হলে ২৫০ ) টাকা অনলাইনে জমা দেবেন । টাকা জমা দেওয়র পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টকরে নেবেন । আরাে বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে ।