Ads Area


সাধারণ জ্ঞান পর্ব- 2 || সাধারণ জ্ঞান pdf download || বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর pdf

সাধারণ জ্ঞান পর্ব- 2 | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf

সাধারণ জ্ঞান পর্ব - 2
সুপ্রিয় ছাত্রছাত্রীরা
আজকের এই পর্বটিতে শেয়ার করলাম বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর গুলি।

বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর pdf

1. একটি মিথােজীবী ব্যাকটিরিয়ার উদাহরণ ?

উত্তর - রাইজোবিয়াম ।

2. মানবদেহে ভিটামিন সংশ্লেষকারী ব্যাকটিরিয়া নাম কি ?

উত্তর – এসেকিরিয়া কোলাই ।

3. অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় উভয় প্রকার পরিপাক দেখা যায় ?

উত্তর - হাইড্রাতে ।

4. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো ?

উত্তর – RNA যুক্ত ।

5. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হল ?

উত্তর – নােনা মাটি ।

6. কোনটির উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয় ?

উত্তর - বিলিরুবিন ।

7. রেসারপিন থাকে কোন উদ্ভিদে ?

উত্তর - সর্পগন্ধা গাছের মূলে ।

8. মেরুদণ্ডী প্রাণীর সহায়ক রেচন অঙ্গর নাম কি ?

উত্তর - ফুসফুস ।

9. জিহ্বার অগ্রভাগে অবস্থিত স্বাদ গ্রাহক হল ?

উত্তর - মিষ্টি |

10. অন্ধকারে দেখতে সাহায্য করে ?

উত্তর - রঙ কোষ ।

11. একনেত্র দৃষ্টি দেখা যায় কোন প্রাণীতে ?

উত্তর - গরু / ব্যাঙ ।

12. মস্তিষ্কের আবরণীর নাম কি ?

উত্তর - মেনিনজেস ।

13. প্রাণীদের কোন্ কোষ বিভাজিত হয় না ?

উত্তর - স্নায়ুকোষ ।

14. কত সালে মুসলিম লিগ গড়ে ওঠে ?

উত্তর - 1906 সালে ।

15. শ্রীচৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ?

উত্তর - 1485 খ্রি:

16. দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিলেন ?

উত্তর – লর্ড ক্লাইভ ।

17. ‘মীরাট ষড়যন্ত্র মামলা’কত সালে শুরু হয়েছিল ?

উত্তর - 1929 সালে ।

18. ' Origin of Species ' পুস্তকটি রচনা করেন কে ?

উত্তর – ডারউইন ।

19. একটি বংশগত রােগের নাম হল ?

উত্তর - হিমােফিলিয়া । এই রােগে রক্ত তঞ্চিত হয় না ।

20. হেনলির লুপের আকৃতি কীরূপ হয় ?

উত্তর - U আকৃতি ।

21. তড়িৎ পরিমাপের একের নাম কি ?

উত্তর - কুলম্ব ।

22. অক্সিজেন গ্যাস বাতাসের চেয়ে ________ ?

উত্তর - সামান্য ভারি ।

23. ওজোন গ্যাসের রং কি রূপ ?

উত্তর - বেগুনী 

24. সর্বপ্রথম হাইড্রোজেন গ্যাস আবিষ্কৃত হয় কত সালে ?

উত্তর - 1660 সালে ।

25. সবচেয়ে হালকা মৌলের নাম কি ?

উত্তর - হাইড্রোজেন ।

26. ক্ষারীয় পটাশিয়াম পাইরােগ্যালেট দ্রবণে অক্সিজেন শােষিত হয় এবং দ্রবণের বর্ণ কি রূপ হয় ?

উত্তর - বাদামী ।

27. প্রাণীদেহে রাসায়নিক সমন্বায়ক কে ?

উত্তর - হরমােন ।

28. ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কারণ কী ?

উত্তর - বাষ্পমােচন রােধ করার জন্য ।

29. প্রধান মূল থাকে না কোন উদ্ভিদের ?

উত্তর - পদ্মার ।

30. পায়রার মূত্রে কোনটি বেশি থাকে ?

উত্তর - ইউরিক অ্যাসিড ।

31. একটি স্তন্যপায়ী খেচর প্রাণীর উদাহরণ হলো ?

উত্তর – বাদুড় ।

32. জিহ্বার কোন অংশে কষাটে স্বাদ অনুভূত হয় ?

উত্তর - মধ্য অংশ ।

33. বাস্তুতন্ত্রের উদ্ভিদকূলকে কী বলে ?

উত্তর - ফ্লোরা ।

34. একটি যৌগিক পত্রের উদাহরণ হল ?

উত্তর - গােলাপ ।

35. একটি পেল্যাজিকের নাম হল ?

উত্তর - মশার লার্ভা ।

36. একটি অ-শস্যল বীজের নাম কী ?

উত্তর - ছােলা ।

37. সর্বাপেক্ষা বড় পৌষ্টিক গ্রন্থির নাম কী ?

উত্তর - যকৃৎ 

38. ক্ষুদ্রান্ত্রের অন্তর্গাত্রের অসংখ্য ছােট ছােট প্রবর্ধকগুলিকে কি বলা হয় ?

উত্তর - ভিলাই ।

39. কাণ্ডের ত্বককে কী বলে ?

উত্তর - এপিডারমিস ।

40. বংশগতির জনক কে ?

উত্তর - মেন্ডেল ।

41. একটি পটকা বিহীন মাছের নাম হল ?

উত্তর - হাঙ্গর ।

42. কোন পেশি মাছের গমনে সাহায্য করে ?

উত্তর - মায়ােটোম ।

43. একটি শিশুর দেহে কয়টি অস্থি থাকে ?

উত্তর - 350 টি ।

44. কোন বিভাগের রক্তের কোনাে অ্যান্টিজেন থাকে না ?

উত্তর - O বিভাগ |

45. রক্তে কোন ধাতু থাকে ?

উত্তর - আয়রন ।

46. ক্ষত দ্রুত নিরাময়ে কোন ভিটামিন সাহায্য করে কোন ভিটামিন ?

উত্তর - ভিটামিন সি ।

47. রক্তচাপ মাপবার যন্ত্রের নাম কী ?

উত্তর - স্ফিগমােম্যানােমিটার ।

48. কোন প্রাণী জল পান করে না ?

উত্তর - আফ্রিকার কৃষ্ণমৃগ ।

49. কাদের চোখের তিনটি পাতা থাকে ?

উত্তর - সরীসৃপ ও উভচরের ।

50. ওষুধ নিয়ে গবেষণার বৈজ্ঞানিক নাম কী ?

উত্তর – ফারমাকোলজি ।

51. মধুমেহ রােগ হয় কিসের অভাবে ?

উত্তর - ইনসুলিনের অভাবে ।

52. গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত থাকে ?

উত্তর – থাইরয়েড ।

53. কর্ণের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটির নাম কী ?

উত্তর – অটোলিথ ।

54. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?

উত্তর - থ্যালামাস অংশ ।

56. একটি অসম্পূর্ণ ফুলের নাম হলো ?

উত্তর - কুমড়াে |

57. যৌন জননের এককে কি বলে ?

উত্তর – গ্যামেট ।

58. মানুষের প্রতিটি ক্রোমােজোমে ক্রোমােটিডের সংখ্যা কয়টি ?

উত্তর - 2 টি ।

59. কোন প্রকার কোষ বিভাজনকে ‘সদৃশ্য বিভাজন’ বলে ?

উত্তর - মাইটোসিস ।

60. কোন কোষ বিভাজনে একটি মাতৃকোষ চারটি অপত্য কোষের সৃষ্টি করে ?

উত্তর - মায়ােসিস ।

61. জিন কোথায় অবস্থিত থাকে ?

উত্তর - ক্রোমােজোমে । 

সাধারণ জ্ঞান পিডিএফ ডাউনলোড

আরও পড়ুন-

File Details:

File Name- সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর [জীবিকা দিশারি]

File Format- pdf

Quality- High

File Size- 823 KB

File page- 8

File Location- Google Drive

Download Link: CLICK HERE TO DOWNLOAD

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area