Ads Area


সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ভারত | GK প্রশ্ন উত্তর

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ভারত

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ভারত | GK প্রশ্ন উত্তর - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

GK প্রশ্ন উত্তর

1. হায়দ্রাবাদের প্রাচীন নাম কী ছিল কী ?

উত্তর - ভাগ্যনগর । 

2. কোন ব্রিটিশ স্থপতি ভারতের সংসদ ভবনের নকসা করেছিলেন ?

উত্তর - হারভার্ট বেকার ।

3. মানুষের দেহে সবচেয়ে শক্ত জয়েন্ট কোনটি ?

উত্তর - নিতম্বের জয়েন্ট ।

4. প্রথম জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ কী, লেখক কে ?

উত্তর - ওডাকুঝল ( মালয়ালম ), লেখক – জি. শঙ্কর কুরুপ ।

5. ‘ ক্রাইম অ্যাণ্ড পানিসমেন্ট ' কার লেখা -

উত্তর - ফিয়ােডাের মিখাইলােভিচ দস্তয়েভস্কি ( রাশিয়া ) ।

6. প্রথম কোন বাংলা বই ‘ জ্ঞানপীঠ ’ সাহিত্য পুরস্কার পায়, লেখক কে ?

উত্তর - গণদেবতা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ।

7. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?

উত্তর - লিথিয়াম ।

8. ভারি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ?

উত্তর - দুই ।

9. টাংস্টেনের প্রতীক কী ?

উত্তর - W.

10. অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কী ?

উত্তর - Al2O3

11. সীসার আকরিক কোনটি ?

উত্তর - গ্যালেনা ।

12. আলাের প্রতিফলন করতে পারে এমন অধাতু হল –

উত্তর - সিলিকন ।

13. NTP- তে 32 gm, অক্সিজেনের আয়তন কত ?

উত্তর - 22.4 লিটার ।

আরও পড়ুন-

বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area