Ads Area


Interesting Fact About Discovery in Bengali

Interesting Fact About Discovery in Bengali

রহস্যময় জানা অজানা তথ্য জীবিকা দিশারি -তে সকলকে স্বাগত। বিশ্বের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে নানান ধরণের অজানা ঘটনা, যেগুলি হয়ত আমাদের মধ্যে অনেকেই জানিনা বা জানার ইচ্ছে থাকলেও উপায় হয়না অর্থাৎ সঠিক ভাবে আপনার সামনে উপস্থাপিত হয়না। তাই জীবিকা দিশারি চেষ্টা করেছে বেশ কিছু রহস্যময় জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার। পড়ুন মজা নিন এবং অবশেষে সকল বন্ধুদের সাথে শেয়ার করেনিন।

Interesting Fact About Discovery in Bengali

1. বেলুন আবিষ্কার করেন কে?

বেলুন আবিষ্কার করেন ফ্রান্সের মােগলফিয়ে ১৭৮৩ সালে।


2. ডিজেল এঞ্জিন আবিষ্কার করেন কে?

ডিজেল এঞ্জিন আবিষ্কার করেন জার্মানীর রুডলফ ডিজেল ১৮৯৫ সালে।


3. দেশলাই আবিষ্কারক কে?

দেশলাই আবিষ্কার করেন ইংল্যান্ডের জন ওয়াকার ১৮২৭ সালে।


4. লিফট আবিষ্কারক কে?

লিফট আবিষ্কার করেন আমেরিকার ই. জি. ওটিস ১৮৫৭ সালে।


5. সিমেন্ট আবিষ্কার করেন কে?

সিমেন্ট আবিষ্কার করেন ফ্রান্সের হেনরী ক্রেটিয়েন ১৯৩১ সালে।


6. জেট এঞ্জিন আবিষ্কার করেন কে?

জেট এঞ্জিন আবিষ্কারক ইংল্যান্ডের স্যার ফ্র্যাঙ্ক হুইটল ১৯৩০ সালে।


7. নাইলন আবিষ্কার করেন কে?

নাইলন আবিষ্কার করেন আমেরিকার ডব্লিউ. এইচ. ক্যারােদার্স ১৯৩৬ সালে।


8. রাডার আবিষ্কার করেন কে?

রাডার আবিষ্কর্তা আমেরিকার টেলর ও ইয়ং ১৯২২ সালে।


9. সেফটি রেজর বা ক্ষুর আবিষ্কারক কে?

সেফটি রেজর বা ক্ষুর আবিষ্কার করেন আমেরিকার জিলেট ১৮৯৫ সালে।


10. লাইনােটাইপ যন্ত্র আবিষ্কার করেন কে?

আমেরিকার ও. মার্গেনথেলার ১৮৮৫ - তে লাইনােটাইপ যন্ত্র আবিষ্কার করেন।


11. উড়াে জাহাজ আবিষ্কার করেন কে?

উড়াে জাহাজ বা এরােপ্লেন আবিষ্কার করেন আমেরিকার উইলবার ও অলিভার রাইট নামে দুই ভাই ১৯০২ সালে।


12. কম্পিউটার আবিষ্কার করেন কে?

কম্পিউটার (অ্যানালগ) আবিষ্কারক আমেরিকার ভেনেভার বুশ ১৯৩০ সালে। কম্পিউটার (ডিজিটাল) আবিষ্কারক আমেরিকার হাওয়ার্ড আইকেন ১৯৪৪ সালে।


13. রঙিন ফটো তােলার পদ্ধতি আবিষ্কার করেন কে?

রঙিন ছবি তােলার পদ্ধতির আবিষ্কারক ফ্রান্সের লিপম্যান ১৮৯১ সালে।


14. ডিনামাইট আবিষ্কার করেন কে?

ডিনামাইট আবিষ্কারক সুইডেনের অ্যালফ্রেড বার্নার্ড নােবেল ১৮৬৬ সালে।


15. ব্যারােমিটার আবিষ্কারক কে?

ইতালির টরিসেলী ১৬৪৩ সালে ব্যারােমিটার আবিষ্কার করেন।


16. হেলিকপ্টার আবিষ্কার করেন কে?

হেলিকপ্টার আবিষ্কার করেন আমেরিকার সিকস্কি ১৯৩৯ সালে।


17. সিনেমা প্রােজেক্টর আবিষ্কার করেন কে?

প্রােজেক্টর আবিষ্কার করেন টমাস আলভা এডিসন ১৮৯৩ সালে আমেরিকায়।


18. মােটর সাইকেল আবিষ্কারক কে?

মােটর সাইকেল আবিষ্কার করেন জার্মানীর জি. ডেমলার ১৮৮৫ সালে।


19. প্লাস্টিক আবিষ্কার করেন কে?

প্লাস্টিক আবিষ্কার করেন আমেরিকার জন ডব্লিউ. হায়াট ১৮৬৯ সালে।


20. ইলেকট্রিক বা আবিষ্কারক কে?

ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন আমেরিকার টমাস আলভা এডিসন ১৮৭৯ সালে। 


21. টেলিভিসন আবিষ্কার করেন কে?

টেলিভিসন আবিষ্কার করেন ইংল্যান্ডের জন এল. বেয়ার্ড ১৯২৬ সালে।


22. টেলিস্কোপ আবিষ্কারক কে?

টেলিস্কোপ আবিষ্কার করেন হল্যান্ডের এইচ. লিপার্সি ১৬০৮ খ্রীষ্টাব্দে।


23. টাইপরাইটার আবিষ্কার করেন কে?

টাইপরাইটার আবিষ্কারক আমেরিকার সি. সােলস ১৮৬৮ সালে।


24. স্টেনলেস স্টীল আবিষ্কার করেন কে?

স্টেনলেস স্টীল আবিষ্কার করেন ইংল্যান্ডের হ্যারী ব্রিয়ারলি ১৯১৩ সালে।


25. রাবার ভালকানাইজেশান আবিষ্কারক কে?

রাবার ভালকানাইজ করা আবিষ্কারক আমেরিকার জি. গুডইয়ার ১৮৩৯ সালে।


26. আলাের গতি নির্ণয় করেন কে?

আলাের গতি নির্ণয় করেন ওলাউস রােমার ১৬৭৫ সালে।


27. ইউরেনিয়াম ফিসন আবিষ্কার করেন কে?

ইউরেনিয়াম ফিসন আবিষ্কারক জার্মানীর অটো হান।


28. যুদ্ধ ট্যাঙ্ক আবিষ্কারক কে?

যুদ্ধ ট্যাঙ্ক আবিষ্কার করেন ইংল্যান্ডের ই. সুইনটন ১৯১৪ সালে।


29. ট্রানজিস্টর আবিষ্কারক কে?

ট্রানিজিস্টর আবিষ্কারক আমেরিকার বার্ডিন. শকলি ও ব্রাটেন ১৯৪৭ সালে।


30. প্রথম মহাকাশচারী কে?

প্রথম মহাকাশচারী সােভিয়েত রাশিয়ার ইউরি গ্যাগারিন। ১৯৬১ সালের ১২ ই এপ্রিল তিনি মহাকাশ ভ্রমণ করেন।


31. প্রথম মহিলা মহাকাশচারী কে?

প্রথম মহিলা মহাকাশচারী সােভিয়েত রাশিয়ার ভ্যালেন্টিনা তেরেসকোভা (১৯৬৩)।


32. আমেরিকা আবিষ্কার করেন কে?

আমেরিকা আবিষ্কার করেন, আমেরিগাে ভেম্পুচি।


33. ভারতবর্ষ আবিষ্কার করেন কে?

ভারতবর্ষ আবিষ্কারক পর্তুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা। ১৪৯৮ সালের ১৪ ই মে তিনি ভারতবর্ষের কালিকট বন্দরে পৌঁছেছিলেন।


34. প্রথম চাঁদে অবতরণ করেন কে?

১৯৬৯ সালের ২১ শে জুলাই আমেরিকার নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদের বুকে পা রাখেন।


35. ঝরনা কলম আবিষ্কার করেন কে?

ঝরনা কলম বা ফাউন্টেন পেন আবিষ্কার করেন আমেরিকার ওয়াটারম্যান ১৮৮৪ সালে।


36. ভারতে প্রথম ইংরাজ দূত কে?

ভারতে প্রথম ইংরাজ দূত স্যার টমাস রাে। তিনি জাহাঙ্গীরের রাজসভায় ১৬১৫ খ্রীষ্টাব্দে আসেন।


37. পারদ তাপমান যন্ত্র আবিষ্কারক কে?

জি. ডি. ফারেনহাইট প্রথম জার্মানীতে পারদ থার্মোমিটার আবিষ্কার করেন ১৭১৪ সালে।


38. কোয়ান্টাম মতবাদ আবিষ্কার করেন কে?

১৯০১ সালে জার্মানীর ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম মতবাদ প্রকাশ বা আবিষ্কার করেন।


39. ‘ জুরাসিক পার্ক ’ চলচ্চিত্রটির পরিচালক কে?

জুরাসিক পার্ক ছবিটির পরিচালক স্টিফেন স্পিলবার্গ। কল্পবিজ্ঞানের সিনেমা পরিচালনায় স্পিলবার্গের জুড়ি নেই বললেই চলে। স্পিলবার্গ মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডের চিত্র পরিচালক।


40. লেসার রশ্মির আবিষ্কারক কে?

লেসার রশ্মির আবিষ্কারক আমেরিকার গর্ডন গােল্ড, ১৯৫৭ সালে।


41. মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন কে?

মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন জার্মানীর গুটেনবার্গ ১৪৫০ সালে।


42. সেফটি ল্যাম্প আবিষ্কার করেন কে ?

সেফটি ল্যাম্প আবিষ্কার করেন ইংল্যান্ডের স্যার হামফ্রে ডেভী ১৮১৬ সালে।


43. ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক কে?

ইংল্যান্ডের স্যার রােনাল্ড রস ১৮৮৫ সালে ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক।


44. সাইকেল আবিষ্কার করেন কে?

সাইকেল আবিষ্কার করেন ১৮৩৯ সালে স্কটল্যান্ডের ম্যাকমিলান।


45. প্যারীর আইফেল টাওয়ারের নকশা তৈরি করেন কে?

আলেকজান্ডার গুস্তাফ আইফেল নামে একজন ফরাসী এঞ্জিনিয়ার প্যারীর আইফেল টাওয়ারের নকশা তৈরি করেন।


46. গ্রহদের গতিবেগ আবিষ্কার করেন কে?

গ্রহসমূহের গতিবেগ আবিষ্কার করেন জার্মান জ্যোতির্বিদ যােহান কেপলার ১৬০০ সালে।


47. এক্স-রে আবিষ্কারক কে?

এক্স-রে আবিষ্কার করেন জার্মানীর উইলহেলম রন্টজেন ১৮৯৫ সালে।


48. আধুনিক অলিম্পিক খেলাধুলার প্রতিষ্ঠাতা কে?

আধুনিক অলিম্পিকের প্রতিষ্ঠাতা ফ্রান্সের ব্যারন ভন কুবার্তিন। শুরু করা হয় ১৮৯৬ সালে এথেন্সে।


49. আধুনিক কবিতার উদগাতা কে?

আধুনিক কবিতার উদগাতা ইংরাজ কবি টি. এস. এলিয়ট।


50. অলিম্পিক সাঁতারে শ্রেষ্ঠ প্রতিভা কে?

অলিম্পিকে সাঁতারে শ্রেষ্ঠ প্রতিভা আমেরিকার মার্ক স্পিজ। স্পিজ ১৯৭২ সালের অলিম্পিকে সাতটি সােনা জয়ের রেকর্ড করেন।


51. বিশ্ব হেভীওয়েট মুষ্টিযুদ্ধে জয়ী প্রথম কালাে মানুষ কে?

বিশ্ব হেভীওয়েট মুষ্টিযুদ্ধে জয়ী প্রথম নিগ্রো বা কালাে মানুষ জো লুই। জয় ১৯৩৬ সালে।


52. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বােলিং রেকর্ডের অধিকারী কে?

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বােলিং রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিসের ৫১ রানে ৭ উইকেট।


53. উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিভাগ করেন কে?

উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিভাগ করেন সুইডেনের বিজ্ঞানী ক্যারােলাস লিনিয়াস ১৭৫১ সালে।


54. ইস্পাত আবিষ্কার করেন কে?

ইস্পাত আবিষ্কার করেন ইংল্যান্ডের হেনরী বেসামার ১৮৫৬ সালে।


55. কালাজ্বরের ওষুধ আবিষ্কারক কে?

কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন ভারতের ডঃ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ১৯২৬ সালে।


56. জনসংখ্যা সম্পর্কে প্রথম গবেষণা করেন কে?

আঠারাে শতকে জনসংখ্যা সম্পর্কে প্রথম গবেষণা করেন ইংরাজ অর্থনীতিবিদ রবার্ট ম্যালথাস।


57. সুয়েজ খাল তৈরি করেন কে?

সুয়েজ খালের নকশা ও এটি তৈরি করেন ফরাসী এঞ্জিনিয়ার ফার্দিনান্দ দ্য লেসে ১৮৬৯ সালে।


58. বিমানে প্রথম আটলান্টিক পার হন কে?

বিমানে প্রথম আটলান্টিক পার হন আমেরিকার চার্লস লিন্ডবার্গ।


59. স্টেথােস্কোপ যন্ত্র আবিষ্কার করেন কে?

স্টেথােস্কোপ আবিষ্কার করেন ফ্রান্সের রেনে লেনেক ১৮১৯ সালে।


60. জলপথে প্রথম পৃথিবী পরিক্রমা করেন কে?

ইংল্যান্ডের ফ্রান্সিস ড্রেক ১৫৭৭-৮০ সালে সর্বপ্রথম জলপথে পৃথিবী পরিক্রমা করেন।


61. প্রথম সুমেরুতে উপস্থিত হন কে?

সর্বপ্রথম সুমেরুতে উপস্থিত হন আমেরিকার এডুইন পিয়ারী ১৯০৯ সালে।


62. পরমাণু বােমার আবিষ্কর্তা কে?

আমেরিকার অটো হান ও মিটনার ১৯৪৫ সালে প্রথম পরমাণু বােমা তৈরি করেন।


63. তাজমহলের প্রধান শিল্পী কে?

তাজমহলের সর্বপ্রধান শিল্পী ইশাক নামে একজন দক্ষ শিল্পী।


64. মহিলা ক্রিকেটে ব্যাটিংয়ে বিশ্বরেকর্ডের অধিকারী কে?

মহিলা ক্রিকেটে বিশ্বরেকর্ডের অধিকারী ভারতের সন্ধ্যা আগরওয়াল। তিনি ইংলন্ডের বিরুদ্ধে ১৯০ রান করে রেকর্ড করেন তৃতীয় টেস্টে ১৯৮৬ সালে।


65. অলিম্পিকে সাঁতার ও চলচ্চিত্রে অভিনয়ে বিখ্যাত কে?

অলিম্পিকে সাঁতারে স্বর্ণপদক লাভ ও চলচ্চিত্রে টার্জানের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হন আমেরিকার জনি উইসমূলার।


66. প্রতিবন্ধী হয়েও বিখ্যাত শিল্পী হন কে?

প্রতিবন্ধী হয়েও প্রখ্যাত শিল্পী হন ফ্রান্সের হেনরি তুলুস লােত্রেক। তাঁর বিখ্যাত ছবি ‘মূলা রুজ’।


67. সবচেয়ে কম সময়ে টেস্ট ক্রিকেটে ‘ডাবল’ করেন কে?

সবচেয়ে কম সময়ে টেস্টে ডাবল করেন ভারতের কপিল দেব।


68. রােম শহরের প্রতিষ্ঠাতা কে?

রােম শহরের প্রতিষ্ঠাতা দুই ভাই রেমাস ও রােমুলাস খ্রীষ্টপূর্ব ৭৫৩ অব্দে।


69. প্রথম এভারেস্ট শৃঙ্গে ওঠেন কে?

প্রথম এভারেস্ট শৃঙ্গে ওঠেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারী ও ভারতের তেনজিং নােরগে ১৯৫৩ সালে।


70. টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির অধিকারী কে?

টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অধিকারী ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস। তিনি ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮১ মিনিটে ৫৬ বলে ৬ টি ছয় ও ৭ টি চার মেরে পঞ্চম টেস্টে এই রান করেন।


71. টেস্ট ক্রিকেটে ব্যাটিং ও বােলিং - এ বিশ্ব রেকর্ড অধিকারী কে?

বিশ্ব ক্রিকেটের টেস্টে ব্যাটিং রেকর্ডের অধিকারী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের গারফিল্ড সােবার্স। তিনি ১৯৫৮ সালে তৃতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩৬৫ রান (নট আউট) করেন। বােলিং - এ রেকর্ড ইংল্যান্ডের জিম লেকারের। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে দু ইনিংস - এ ১৯ টি উইকেট পান। বর্তমানে টেস্টে ব্যাটিং রেকর্ডের অধিকারী ওয়েস্ট ইন্ডিজেরই ব্রায়ান লারা ৩৭৫ নট আউট।


72. ভারতের প্রথম মহাকাশচারী কে?

ভারতের প্রথম মহাকাশচারী স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা।


73. ভারতের খ্যাতনামা ভাষাবিদ কে?

ভারতের খ্যাতনামা ভাষাবিদ ছিলেন হরিনাথ দে (১৮৭৭-১৯১১)। তিনি ৩৪ টি ভাষা জানতেন।


74. জীবনের প্রথম ও শেষ টেস্টে শতরান করেন কে?

আবির্ভাবে ও শেষ টেস্ট ক্রিকেটে শতরান করেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল।


75. টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হন কে?

সবচেয়ে কম বয়সে অধিনায়ক হন ১৯৬১-১৯৬৩ - তে ভারতের মনসুর আলি খান পাতৌদি। ২১ বছরে।


76. টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কে?

ভারতের কপিল দেব, ৪৩২ টি।


77. বিশ্বকাপ ফুটবলে ফাইনাল পর্যায়ে সর্বোচ্চ গােলদাতা কে?

বিশ্বকাপ ফুটবলে ফাইনাল পর্যায়ে সর্বোচ্চ গােলদাতা পশ্চিম জার্মানীর জার্ড মুলার। তিনি ১৯৭০ ও ১৯৭৪ - এর বিশ্বকাপে ১৪ টি গােলের রেকর্ড করেন।

আরও পড়ুন-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area