Ads Area


Railway Group-D Exam Math Practice in Bengali pdf

 Railway Group-D Exam Math Practice in Bengali pdf

Railway Group-D Exam Math Practice in Bengali pdfRailway Group-D Exam Math Practice

বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক | Mathematics বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে |

সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত অঙ্ক প্র্যাকটিস সেট | Math Practice set পর্বটি নিয়ে এসেছে আপনাদের কাছে |

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge অঙ্ক প্র্যাকটিস সেট | Math Practice set পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন |  তা হলে নিচে দেওয়া Railway Group-D Exam Math Practice in Bengali pdf / Math practice set 



Railway Group-D Exam Math Practice in Bengali pdf


1. একটি শহরের জনসংখ্যা 60,000 থেকে বেড়ে 65,000 হল । তাহলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত ?

(a) 6 4/3 % 

(b) 10 % 

(c) 8 1/3 % 

(d) 12 %


2. কত টাকা 10 % হারে 3 1/2 বছরে 2,700 টাকায় পরিণত হয় ?

(a) 1,000 টাকা 

(b) 2,000 টাকা 

(c) 3,000 টাকা 

(d) 4,000 টাকা


3. এক ফল বিক্রেতা একটি নিদিষ্ট দামে আম বিক্রি করে 25 % লাভ করেছিল । যদি সে আমের দাম প্রতিটিতে আরো 1 টাকা করে বাড়াতো, তবে তার 50 % লাভ হত । সে প্রতিটি আম কি দামে ক্রয় করেছিল ?

(a) 8 টাকা 

(b) 6 টাকা 

(c) 5 টাকা 

(d) 4 টাকা 


4. একটি 140 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট ট্রেনের গতিবেগ ঘটায় 45 কিলােমিটার । ট্রেনটি 960 মিটার দীর্ঘ একটি সেতু কত সময়ে অতিক্রম করতে পারবে ?

(a) 30 সেকেন্ড

(b) 40 সেকেন্ড 

(c) 40 সেকেন্ড 

(d) 57 সেকেন্ড


5. রবি ও কবীর যথাক্রমে ঘন্টায় 4 কিলোমিটার ও 6 কিলােমিটার বেগে বিপরীত দিকে হাঁটা শুরু করল । 2 1/2 ঘণ্টা পরে তারা পরস্পরের থেকে কত দূরে অবস্থান করবে ?

(a) 10 কিলােমিটার 

(b) 20 কিলােমিটার 

(c) 25 কিলােমিটার 

(d) 30 কিলোমিটার


6. A একটি কাজ 12 দিনে সম্পন্ন করে । A ও B একসঙ্গে একটি কাজ সম্পন্ন করতে পারে 8 দিনে । B একা কাজটি সম্পন্ন করতে কতদিন সময় নেবে ?

(a) 12 দিন 

(b) 15 দিন 

(c) 24 দিন 

(d) 30 দিন


7. এটি শ্রেণির 22 জন ছাত্রের মধ্যে 21 জন ছাত্রের গড় নম্বর 44 ও বাকি 1 জনের প্রাপ্ত নম্বর 66 | তাহলে ওই শ্রেণির মােট ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত ?

(a) 46 

(b) 52 

(c) 45 

(d) 48


8. 12 + 22 + 32 + 42 + 52 + 62 + 7- এর গড় কত ?

(a) 40 

(b) 20 

(c) 30 

(d) 10


9. 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 15, 24 ও 40 দিয়ে ভাগ করলে যথাশ্রমে 9, 12, 21 ও 37 শেষ থাকবে ?

(a) 955 

(b) 957 

(c) 960 

(d) 963


10. কোন ক্ষুদ্রতম সংখ্যা 1463 থেকে বিয়ােগ করলে বিয়ােগফলকে, 9, 15 ও 18 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে ?

(a) 15 

(b) 16 

(c) 19 

(d) 20 


11. একটি সৈন্যদলে 500 জনের জন্য 27 দিনের খাদ্য মজুত ছিল । 3 দিন পর আরাে 300 জন সৈন্য এসে যােগ দিলে অবশিষ্ট খাদ্য দিয়ে কত দিন কাজ চালানাে যাবে ?

(a) 15 

(b) 16 

(c) 11 

(d) 18


12. 10 জন পুরুষ একটি কাজ সম্পূর্ণ করতে 10 দিন সময় নেয় সেখানে ওই কাজটি 10 দিনে সম্পূর্ণ করতে 12 জন মহিলার প্রয়ােজন হয় । যদি একটি কাজের জন্য 15 জন পুরুষ ও 6 জন মহিলা নিযুক্ত করা হয়, কাজটি শেষ হতে কত দিন সময় লাগবে ?

(a) 2 

(b) 4

(c) 5 

(d) 11 


13. রীতা ও সীতার টাকার অনুপাত 7:15 আর সীতার ও কবিতার টাকার অনুপাত 7:16। যদি রীতার কাছে 420 টাকা থাকে তাহলে কবিতার কাছে কত টাকা আছে ?

(a) 2,410 

(b) 2,400 

(c) 2,100 

(d) 1,400


14. তিনটি সংখার অনুপাত 5:7:12 আর প্রথম ও তৃতীয় সংখ্যার যােগফল দ্বিতীয় সংখ্যায় থেকে 50 বেশি । সংখ্যা তিনটির যােগফল কত ?

(a) 120 

(b) 60 

(c) 130 

(d) 160


15. একটি রম্বসের বাহু 10 সেন্টিমিটার ও একটি কোণ 60 ডিগ্রি হলে, রম্বসটির ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য় কত ?

(a) 10 সেন্টিমিটার 

(b) 11 সেন্টিমিটর 

(c) 13 সেন্টিমিটার 

(d) 9 সেন্টিমিটার 


16. দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 ও 15:7 । এই দুই প্রকায় পিতল । 9:3 অনুপাতে মেশালে যে নতুন শিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কত ?

(a) 28:20 

(b) 33:11 

(c) 77:36 

(d) 63:25


17. A- এর বেতন B- এর বেতনের থেকে 20 % কম হলে, B- এর বেতন A- এর বেতনের থেকে শতকরা কত বেশি ?

(a) 25 % 

(b) 20 % 

(c) 80 % 

(d) 40 % 


18. যদি কিছু টাকার সরল সুদ ওই টাকার 1/9 অংশ হয়, তবে শতকরা বাৎসরিক সুদের হার কত ? ধর, সুদের হার ও সময় একই ।

(a) 3 1/3

(b) 5 

(c) 6 2/3

(d) 10 


19. একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয়মূল্যে বিক্রয় করে । কিন্তু প্রতি কিস্তিতে 900 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে | তার লাভ বা লােকসানের হার কত ?

(a) 9 % লােকসান

(b) 10 % লাভ 

(c) 11 % লােকসন 

(d) 11 1/9 %লাভ


20. দৈনিক 6 ঘন্টা কাজ করে 18 জন পুরুষ বা 36 জন বালক একটি জমি 24 দিনে চাষ করতে পারে | 24 জন বালক দৈনিক 9 ঘণ্টা কাজ করে কতদিনে কাজটি শেষ করতে পারবে ?

(a) 5 দিনে 

(b) 7 দিনে 

(c) 24 দিনে 

(d) 12 দিনে 


21. 100 টাকাকে 15:5 অনুপাতে ভাগ করলে তাদের অন্তর কত হবে ?
(a) 22 
(b) 24 
(c) 23 
(d) 50

22. রাম, সালেম, ফটিকের মধ্যে 70000 টাকা 6:12:15 অনুপাতে ভাগ করলে রাম কত টাকা পাবে ?
(a) 16000 
(b) 14000
(c) 15000
(d) 32000

23. যদি 54, 18 এবং x ক্রমিক সমানুপাতি হয়, তবে x- এর মান কত ?
(a) 8 
(b) 7 
(c) 6 
(d) 10

24. একটি সংস্থা 292 দিনে 14600 টি রেডিও তৈরী করে, 140 দিনে কতগুলি রেডিও তৈরী হবে ?
(a) 7000
(b) 3000
(c) 5000
(d) 4000

25. 15 % লবণাক্ত জল লবণের দ্রবণ থেকে 30Kg জল বাষ্পকারে উড়িয়ে দেবার পর অবশিষ্ট দ্রবণে লবণের পরিমাণ 20 %, পূর্বে কত কেজি দ্রবণ ছিল ?
(a) 120kg
(b) 100kg
(c) 90kg
(d) 130kg



উত্তর-


1.(c) 2. (b) 3. (d) 4. (b) 5. (c) 6. (c) 7. (c) 8. (b) 9. (b) 10. (b) 11. (a) 12. (c) 13. (b) 14. (a) 15. (a) 16. (a) 17. (d) 18. (a) 19. (d) 20. (c) 21. (d) 22. (a) 23. (c) 24. (a) 25. (a)





File Details :
File Name- অঙ্ক প্র্যাকটিস সেট [www.jibikadisari.com]
File Format- pdf
File Size- 400 kb
File page- 8
File Location- Google Drive


Download Link: CLICK HERE TO DOWNLOAD




:::আরও ডাউনলোড করুন:::

 Railway Group-D Exam special General Knowledge - Click Here








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area