Ads Area


ভারতের বিখ্যাত স্থান ও তাদের উপনাম || Nicknames of Indian Famous Places Cities in Bengali gk

ভারতের কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম / Some of Famous Places of Indian and Ther Alias

ভারতের কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম / Nicknames of Indian Famous Places / Cities in Bengali gk
ভারতের বিভিন্ন শহরের উপনাম থেকে বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।

সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com  ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত  জেনারেল নলেজ | General Knowledge পর্বটি নিয়ে এসেছে আপনাদের কাছে।

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায়  জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া ভারতের বিখ্যাত স্থান ও তাদের উপনাম  গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন। All competitive exam General Knowledge in Bengali


ভারতের বিভিন্ন শহরের উপনাম

Nicknames of Indian Cities PDF

  •  ষাঁড় ও মন্দিরের নগর (City of Ox and Temple)-  বারাণসী (উত্তরপ্রদেশ)

  • বাংলার অক্সফোর্ড (Oxford of Bengal)-  নবদ্বীপ (পশ্চিমবঙ্গ)

  • দক্ষিণ ভারতের কাশী বা বারাণসী (Benaras of the south)- মাদুরাই (তামিলনাড়ু)

  • বাংলার দুঃখ (Bengal's Sorrow)- দামােদর নদী (পশ্চিমবঙ্গ)

  • বিহারের দুঃখ (Sorrow of Bihar)- কোশী নদী (বিহার)

  • নীল পর্বত (Blue Mountain)- নীলগিরি পর্বত (তামিলনাড়ু)

  • প্রাসাদ নগরী (City of Palace)- কলকাতা (পশ্চিমবঙ্গ)

  • ভারতের উদ্যান নগরী (Garden city of India)- বেঙ্গালুরু (কর্ণাটক)

  • ভারতের প্রবেশ দ্বার (Gate way of India)- মুম্বাই (মহারাষ্ট্র)

  • ভারতের হলিউড (Hollywood of India)- মুম্বাই (মহারাষ্ট) 

  • গােলাপী শহর (Pink City)- জয়পুর (রাজস্থান)

  • আরবসাগরের রাণী (Queen of Arabian Sea)- কোচি (কেরালা)

  • এশিয়ার রােম (Rome of Asia)-  দিল্লী 

  • পৃথিবীর ভূস্বর্গ (Havens of the Earth) বা প্রাচ্যের নন্দনকানন- কাশ্মীর

  • প্রাচ্যের ভেনিস/পূর্বের ভেনিস (Venice of the East)- কোচি বা কোচিন (কেরালা)

  • উৎসব নগরী (Festival City)- মাদুরাই (তামিলনাড়ু)

  • ভারতের বস্টন (Boston of India)- আহমেদাবাদ (গুজরাট) 

  • হ্রদের নগরী (Lake City of India)-  হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ) 

  • দাক্ষিণাত্যের রাণী (Queen of the South)- পুনে (মহারাষ্ট্র)

  • ভারতের কমলালেবুর শহর (Orange City of India)-  নাগপুর (মহারাষ্ট্র)

  •  চন্দন বৃক্ষের মন্দির (Temple of Sandle Tree)- মাদুরাই (তামিলনাড়ু)

  • ভারতের ভেনিস (Venice of India)- মুম্বাই (মহারাষ্ট্র)

  • ভারতের গ্লাসগাে (Glosgow of India)-  হাওড়া (পশ্চিমবঙ্গ)

  • ভারতের দুধের বালতি (Milk Bucket of India)- হরিয়ানা

  • ভারতের খনি শহর (City of Mine)-  ধানবাদ (ঝাড়খন্ড)

  • পঞ্চ পাহড়ের দেশ (Land of Five Hills)- ত্রিপুরা

  • গুহার দেশ (Land of Cave)- সিকিম

  • কুইন অফ গাড়ােয়াল (Queen of Garwal)- নীলকণ্ঠ পাহাড় (উত্তরাখন্ড)

  • ভারতের তালা-চাবির শহর (Keylock City of India)- আলিগড় (উত্তরপ্রদেশ) 

  • ভারতের মূলধনের রাজধানী (Capital City of India)- মুম্বাই (মহারাষ্ট্র)

  • ভারতের মক্কার দ্বার (Gateway of Mokka)- সুরাট (গুজরাট)

  • পশ্চিমবঙ্গের ধানের গােলা (Risebowl of W.B.)-  বর্ধমান (পশ্চিমবঙ্গ)

  • পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of Eastern India)-  কলকাতা (পশ্চিমবঙ্গ)

  • সবুজ নগরী (Green City)- চেন্নাই (তামিলনাড়ু)

  • পূর্ব ভারতের কাশ্মীর (Kashmir of Eastern India)- মণিপুর

  • ভারতের সামরিক শহর (Difence City of India)-  মিরাট (ভারত)

  • অর্কিডের শহর (City of Orquid)- কার্সিয়াং (পশ্চিমবঙ্গ)

  • উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of North-Eastern India)-  শিলিগুড়ি (পশ্চিমবঙ্গ) 

  • মেঘদূতের দেশ (Land of Meghdoot)- রামটেক (মহারাষ্ট্র)

  • ত্রাসের নদী (River of Fear)-  তিস্তা (পশ্চিমবঙ্গ)

  • ভারতের পােষ্টকার্ড শহর (Postcard City of India)- মানালি (হিমাচল প্রদেশ)

  • গঙ্গার প্রবেশদ্বার (Gateway of Ganga)- হরিদ্বার (উত্তরাখন্ড)

  • পঞ্চনদের দেশ (Land of Five Rivers)- পাঞ্জাব

  • ইলেকট্রনিক শহর (Hitech City)-  ব্যাঙ্গালাের (কর্ণাটক)

  • ভারতের ম্যাঞ্চেস্টার (Manchester of India)-  আহমেদাবাদ (গুজরাট)

  • ভারতের পর্বতের রাণী (Queen of Hill)-  নেতারহাট (ঝাড়খন্ড)

  • হিমালয়ের রাণী (Queen of Himalaya)- মুসৌরী (উত্তরাখন্ড)

  • ভারতের পিটসবার্গ (Pitsberg of India)- জামসেদপুর (ঝাড়খন্ড)

  • এশিয়ার ডিমের ঝুড়ি (Egg Busket of Asia)- অন্ধ্রপ্রদেশ

  • ভগবানের নিজের দেশ (God's Own Land)- কেরালা 

  • ভারতের মশলার বাগান (Spice Garden of India)- কেরালা

  • ভারতের পূর্বের রত্ন (Jwell of Eastern India)- মণিপুর

  • আনন্দের শহর (City of Joy)- কলকাতা (পশ্চিমবঙ্গ)

  • ভারতের সুইজারল্যান্ড (Switzerland of India)- কাশ্মীর (জম্মু ও কাশ্মীর)

  • স্বর্ণ মন্দিরের শহর (City of Golden Temple)- অমৃতসর (পাঞ্জাব)

  • ভারতের প্যারিস (Paris of India)- জয়পুর (রাজস্থান)

  • ভারতের রূঢ় (Rurh of India)- দুর্গাপুর (পশ্চিমবঙ্গ)

  • উদ্যান নগর (Garden city)- লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)

  • দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার (Manchester of South India)- কোয়েম্বাটুর

  • সায়েন্স সিটি (Science City)- কলকাতা (পশ্চিমবঙ্গ)

  • নিজাম শহর (City of Nizams)- হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)

  • বিরিয়ানির বিশ্ব রাজধানী (World Capital of Biryani)- হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)

  • হাইটেক সিটি (Hitech city)- হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)

  • সিটি অফ প্যালেসেস (City of Palaces)- জয়পুর (রাজস্থান)

  • ভারতের সােনালী শহর (Golden city of India)- জয়সলমীর (রাজস্থান)

  • ভারতের ইস্পাত শহর (Steel city of India)- জামসেদপুর (ঝাড়খন্ড)

  • বিশ্বের চামড়ার শহর (Leather city of the World)- কানপুর (উত্তরপ্রদেশ)

  • উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার (Manchester of North India)- কানপুর (উত্তরপ্রদেশ)

  • কেরালার প্রবেশদ্বার (Gateway of Kerala)- কোচি (কেরালা)

  • ভগবানের নিজের দেশ (God's own country)- কোচি (কেরালা)

  • ভারতের সাংস্কৃতিক রাজধানী (Cultural Capital of India)- কলকাতা, পশ্চিমবঙ্গ 

  • আরবসাগরের রাজা (Prince of Arabian Sea)- কোলান (কেরালা)

  • ভারতের সােনালী শহর (Golden city of India)- লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)

  • নবাবের শহর (City of Nawabs)- লক্ষৌ (উত্তরপ্রদেশ)

  • পূর্বের কাস্ট্যান্টিনােপল (Constantinople of the East)- লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)

  • পূর্ব ভারতের এথেন্স (Athens of the East India)- মাদুরাই (তামিলনাড়ুু)

  • মন্দির শহর (Temple city)- মাদুরাই (তামিলনাড়ু)

  • ঘুমহীন শহর (Sleepness city)- মাদুুরাই (তামিলনাড়ুু)

  • আমের শহর (Mango city)- মালদহ (পশ্চিমবঙ্গ)

  • পূর্ব ভারতের রােম (Rome of the East)- ম্যাঙ্গালাের (কর্ণাটক)

  • সপ্তদ্বীপের শহর (City of seven Islands)- মুম্বাই (মহারাষ্ট্র)

  • স্বপ্নের শহর (City of Dreams)- মুম্বাই (মহারাষ্ট্র) 

  • পাওয়ার হাব সিটি (Power Hub City)- মুন্ডি (মধ্যপ্রদেশ)

  • পর্বতের রাণী (Queen of the Mountains)-  মুসৌরী (উত্তরাখন্ড)

  • হেরিটেজ সিটি (Heritage city)- মাইশাের (কর্ণাটক)
  • হ্রদের শহর (City of Lakes)- নৈনিতাল (উত্তরাখন্ড)

  • রয়েল সিটি (Royal City)- পাতিয়ালা (পাঞ্জাব)

  • সিটি অব হ্যান্ডলুম (City of Handloom)- পানিপথ (হরিয়ানা)

  • পূর্ব ভারতের প্যারিস (Paris of the East)- পন্ডিচেরী (পুদুচ্চেরী) 

  • কুইন অফ ডেকান (Queen of Deccan)- পণে (মহারাষ্ট্র)

  • মানভূম সিটি (Manbhum City)- পুরুলিয়া (পশ্চিমবঙ্গ)

  • যােগা সিটি (Yoga City)- ঋষিকেশ (উত্তরাখন্ড)

  • ডুয়ার্সের প্রবেশদ্বার (Gateway of the Duars)- শিলিগুড়ি (পশ্চিমবঙ্গ)

  • সিটি অফ ব্লাড (City of Blood)- তেজপুর (আসাম)

  • ধানক্ষেতের শহর (City of Paddy fields)- তিরুনেলভেলি (তামিলনাড়ু)

  • দক্ষিণ ভারতের অক্সফোর্ড (Oxford of South India)- তিরুনেলভেলি (তামিলনাড়ু)

  • শ্বেত শহর (White city)-  উদয়পুর (রাজস্থান)

  • পূর্ব ভারতের ভেনিস (Vanis of the East)- উদয়পুর (রাজস্থান)

  • ভারতের আধ্যাত্মিক রাজধানী (Spiritual capital of India)- বারাণসী (উত্তরপ্রদেশ)

  • ভারতের ধর্মীয় রাজধানী (Religious capital of India)- বারাণসী (উত্তরপ্রদেশ)

  • আলাের শহর (City of Lights)- বারাণসী (উত্তরপ্রদেশ)

  • মন্দিরের শহর (City of Temples)- বারাণসী (উত্তরপ্রদেশ)

  • পবিত্র শহর (Holy City)- বারাণসী (উত্তরপ্রদেশ)

  • নীল শহর (Blue City)- যােধপুর (রাজস্থান)

  • সূর্য শহর (Sun City)- যােধপুর (রাজস্থান)

  • আঙুরের শহর (Graphes city of India)- নাসিক (মহারাষ্ট্র)

  • ভারতের ক্যালিফোর্নিয়া (California of India)- নাসিক (মহারাষ্ট্র)

  • হীরের শহর (Diamond city of India)- সুরাট (গুজরাট)

  • সিটি অফ ডেসটিনি (City of Destiny)- বিশাখাপত্তনম (অন্ত্রপ্রদেশ)

  • সিটি অফ ভিকট্রি (City of Victory)- বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ)

  • সিটি অফ চিলি (City of Chillies)- গুন্ডুর (অন্ধ্রপ্রদেশ)

  • মেঘের আবাস- মেঘালয়

  • প্রাচ্যের স্কটল্যান্ড (Scotland of East)- শিলং (মেঘালয়)

  • তাজি নগরী (Taj Nagari)-  আগ্রা (উত্তরপ্রদেশ)

  • ম্যানচেস্টার অফ ইন্ডিয়া (Manchester of India)- আমেদাবাদ (গুজরাট)

  • অ্যাবট অফ দ্য গড (Abode of the God)- এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
  • মিলন শহর (Sangam City)- এলাহাবাদ (উত্তরপ্রদেশ)

  • প্রধানমন্ত্রীর শহর (City of Prime Ministers)- এলাহাবাদ (উত্তরপ্রদেশ)

  • সােনালী শহর (Golden City)- অমৃতসর (পাঞ্জাব)
  • কালাে হীরের স্থান (Land of Black Diamond)- আসানসােল (পশ্চিমবঙ্গ)
  • ইলেকট্রনিক্স সিটি অফ ইন্ডিয়া (Electronic City of India)- ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

  • সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া (Silicon Valley of India)- ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

  • মহাকাশ শহর (Space City)-  ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

  • সায়েন্স সিটি অফ ইন্ডিয়া (Science city of India)- ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

  • আই. টি. ক্যাপিটাল অফ ইন্ডিয়া (IT Capital of India)- ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

  • দ্য সিল্ক সিটি অফ ইন্ডিয়া (The Silk City of India)- ভাগলপুর (বিহার)

  • হ্রদের শহর (City of Lakes)- ভােপাল (মধ্যপ্রদেশ) উদয়পুর (রাজস্থান) 

  • মিনি মুম্বই (Mini Mumbai)- ইন্ডাের (মধ্যপ্রদেশ)

  • মন্দিরের শহর (Temple City of India)- ভুবনেশ্বর (ওড়িশা)

  • সৌন্দর্য্যের শহর (The City of Beautiful)- চন্ডীগড় (চন্ডীগড়)

  • দক্ষিণ ভারতের প্রবেশদ্বার (Gateway of South India)- চেন্নাই (তামিলনাড়ু)

  • এশিয়ার ডেট্রয়েট (Detroit of Asia)- চেন্নাই (তামিলনাড়ু)

  • অটো হাব অফ ইন্ডিয়া (Auto Hub of India)- চেন্নাই (তামিলনাড়ু)

  • ভারতের স্বাস্থ্য রাজধানী (Health capital of India)- চেন্নাই (তামিলনাড়ু)

  • বস্ত্রবয়ন শহর (Textile city of India)- কোয়েম্বাটুর (তামিলনাড়ু)

  • ভারতের স্কটল্যান্ড (Scotland of India)-  কুর্গ (কর্ণাটক)

  • পাহাড়ের রাণী (The Queen of the Hills)- দার্জিলিং (পশ্চিমবঙ্গ)

  • ভারতের কয়লা রাজধানী (The Coal capital of India)- ধানবাদ (ঝাড়খন্ড)

  • চা -এর শহর (Tea City of India)- ডিব্রুগড় (আসাম)

  • সবুজ শহর (Green City)- গান্ধীনগর (গুজরাট)

  • উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of North East India)- গুয়াহাটি (আসাম)

  • নীল পর্বত (Blue Mountains)- নীলগীরি (তামিলনাড়ু)

  • মুত্তার শহর (City of Pearls)-  হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)

আরও পড়ুন- 
সুতরাং, দেরি না করে এখনই ভারতের বিখ্যাত স্থান ও তাদের উপনাম Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
File Details :
File Name- ভারতের কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 887 KB
File page- 7
File Location- Google Drive


MORE PDF

DOWNLOAD LINK

পৃথিবীর কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম

Click Here

ভারতের বিভিন্ন গবেষণাগারের নাম ও অবস্থানের নাম

Click Here

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব

Click Here

বিভিন্ন নদী পরিকল্পনার নাম

Click Here



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area