Ads Area


Geography MCQ General Knowledge in Bengali || ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব- 3

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Geography MCQ General Knowledge Episode - 3
ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব - 3

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge | বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।

সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge পর্বটি নিয়ে এসেছে আপনাদের কাছে।

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন। ভূগোল বিষয় থেকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর পর্ব -3 All competitive exam General Knowledge in Bengali 

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব- 3


1. রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায় ? 

( A ) বুধ 

( B ) মঙ্গল 

( C ) বৃহস্পতি 

( D ) শুক্র 

উত্তর :- ( B ) মঙ্গল 

2. নীচের কোনটিতে ' ঝঞ্ঝার মহাসাগরের ' অস্তিত্ব পাওয়া গেছে ? 

( A ) সূর্য 

( B ) চন্দ্র

( C ) শুক্র 

( D ) মঙ্গল

উত্তর :- ( B ) চন্দ্র

3. সৌরজগতের কোন দুটি গ্রহের কোনাে উপগ্রহ নেই ? 

( A ) শুক্র ও মঙ্গল 

( B ) শুক্র ও বুধ

( C ) বুধ ও নেপচুন 

( D ) মঙ্গল ও বৃহস্পতি 

উত্তর :- ( B ) শুক্র ও বুধ 

4. যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত , সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশী ?

( A ) হিলিয়াম 

( B ) অক্সিজেন 

( C ) নাইট্রোজেন 

( D ) হাইড্রোজেন

উত্তর :- ( D ) হাইড্রোজেন

5. মিশরের দুটি শহরের ওপর মধ্যাহ্ন সূর্যরশ্মির পতনকোণের তারতম্য বিচার করে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন ? 

( A ) কোপারনিকাস 

( B ) ইরাসথেনিস 

( C ) গ্যালিলিও 

( D ) কেপলার

উত্তর :- ( B ) ইরাসথেনিস 

6. নিচের ইউরােপীয় দেশগুলির মধ্যে কোথায় ২০০ - এরও বেশী আগ্নেয়গিরি আছে , সেগুলির মধ্যে অনেকগুলিই এখনও সক্রিয় ? 

( A ) নরওয়ে

( B ) আইসল্যাণ্ড 

( C ) আয়ারল্যাণ্ড 

( D ) ফিনল্যাণ্ড

উত্তর :- ( B ) আইসল্যাণ্ড 

7. নীচের কোনটিকে চন্দ্রগ্রহণের কারণ বলা যেতে পারে ? 

( A ) পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে চন্দ্রের প্রবেশ 

( B ) চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ 

( C ) পৃথিবী ও চন্দ্রের মধ্যবর্তী স্থানে সূর্যের অবস্থান 

( D ) ওপরের কোনটিই নয় । 

উত্তর :- ( B ) চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ  

8. নীচের কোনটির চারদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায় ? 

( A ) পৃথিবী 

( B ) মঙ্গল

( C ) চন্দ্র

( D ) সূর্য

উত্তর :-  ( D ) সূর্য

9. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায় ? 

( A ) ২ বছর

( B ) ২৪ বছর 

( C ) ৪৬ বছর 

( D ) ৭৬ বছর 

উত্তর :- ( D ) ৭৬ বছর 

10. নিজের মেরুরেখার চারদিকে পৃথিবীর আবর্তনের সময় ও আরেকটি গ্রহের অনুরূপ আবর্তনের সময় প্রায় এক । সেই গ্রহটির নাম কি ? 

( A ) ইউরেনাস 

( B ) মঙ্গল 

( C ) বুধ

( D ) শনি 

উত্তর:- ( B ) মঙ্গল 

11. নীচের কোন গ্রহটিতে সূর্য পশ্চিমদিকে উদয় হয় আর পূর্বদিকে অস্ত যায় ? 

( A ) বুধ 

( B ) বৃহস্পতি 

( C ) শনি 

( D ) শুক্র 

উত্তর :- ( D ) শুক্র 

12. নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী প্রতি মিনিটে কত কিলােমিটার পরিক্রমণ করে ? 

( A ) ১০০ কিমি 

( B ) ১৬০ কিমি 

( C ) ১১৫০ কিমি 

( D ) ১৬০০ - এর বেশী 

উত্তর :- ( D ) ১৬০০ - এর বেশী

13. প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায় ? 

( A ) প্রায় ২°

( B ) প্রায় ১ °

( C ) প্রায় ৩° 

( D ) প্রায় ৪ °

উত্তর :- ( B ) প্রায় ১ °

14. পৃথিবীর কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান ? 

( A ) উত্তর মেরু 

( B ) দক্ষিণ মেরু 

( C ) নিরক্ষরেখা 

( D ) কোথাও না

উত্তর :- ( C ) নিরক্ষরেখা

15. অপর তিনটির তুলনায় নিচের কোনটির আবির্ভাব ভারত মহাসাগরে বেশী ঘটে ? 

( A ) হ্যারিকেন 

( B ) সাইক্লোন 

( C ) টাইফুন 

( D ) টর্নেডাে 

উত্তর :- ( B ) সাইক্লোন 

16. যখন বৃষ্টি হয় , তখন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা কত হয় ? 

( A ) ১০০ % 

( B ) ৮0 % 

( C ) ৬0 % 

( D ) 0 % 

উত্তর :- ( A ) ১০০ %

17. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ , ঝড় - ঝঞা ইত্যাদি সৃষ্টি হয় ? 

( A ) ট্রপােস্ফিয়ার 

( B ) মেসােস্ফিয়ার 

( C ) স্ট্রাটোস্ফিয়ার 

( D ) হােমােস্ফিয়ার 

উত্তর :-  ( A ) ট্রপােস্ফিয়ার

18. পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিমাণ সূর্যরশ্মি আসে তার কত শতাংশ নানাভাবে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় ? 

( A ) প্রায় ১৫ % 

( B ) ২৮ % 

( C ) প্রায় ৪০ % 

( D ) ৫২ % 

উত্তর :- ( C ) প্রায় ৪০ % 

19.  কালবৈশাখীর সময় উত্তর - পশ্চিম আকাশে কী মেঘ দেখা যায় ? 

( A ) কিউমুলাে-নিম্বাস 

( B ) নিম্বাস 

( C ) স্রাটাস 

( D ) সিরাস 

উত্তর :- ( A ) কিউমুলাে-নিম্বাস 

20. কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয় ? 

( A ) নিম্বাস 

( B ) সিরাস 

( C ) স্ট্রাটাস 

( D ) সিরাে - কিউমুলাস 

উত্তর :- ( A ) নিম্বাস

21. কোনাে স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে ? 

( A ) 6 ঘণ্টা 13 মিঃ 

( B ) 12 ঘণ্টা 26 মিঃ 2 

( C ) 24 ঘণ্টা 52 মিঃ 

( D ) কোনটিই নয় 

উত্তর :- ( A ) 6 ঘণ্টা 13 মিঃ 

22. প্রত্যহ কতবার জোয়ার ও কতবার ভাঁটা হয় ? 

( A ) একবার জোয়ার ও একবার ভাটা 

( B ) একবার জোয়ার ও দুবার ভাটা 

( C ) দুবার জোয়ার ও একবার ভাঁটা 

( D ) দুবার জোয়ার ও দুবার ভাঁটা 

উত্তর :- ( D ) দুবার জোয়ার ও দুবার ভাঁটা 

23. শান্ত সমুদ্র ( Sea of tranquility ) কোথায় ? 

( A ) আটলান্টিক মহাসাগরের উত্তরে 

( B ) প্রশান্ত মহাসাগরের দক্ষিণে 

( C ) আন্টার্টিকায়  

( D ) চন্দ্রে

উত্তর :- ( D ) চন্দ্রে

24. ' বাতাসের শহর ’ ( Windy City ) কোনটি ? 

( A ) কালিফোর্নিয়া 

( B ) কায়রাে 

( C ) শিকাগাে 

( D ) কেপটাউন 

উত্তর :- ( C ) শিকাগাে 

25. পৃথিবী থেকে কোনাে নক্ষত্রের দূরত্বের একক কি ? 

( A ) কিলােমিটার 

( B ) মাইল 

( C ) নটিক্যাল মাইল 

( D ) আলােকবর্ষ 

উত্তর :- ( D ) আলােকবর্ষ

26. সূর্য ছাড়া পৃথিবীর কাছের নক্ষত্র থেকে পৃথিবীতে আলাে আসতে সময় লাগে ? 

( A ) 18.5 মিনিট 

( B ) 6 দিন 

( C ) 4.3 বছর 

( D ) 12.5 বছর 

উত্তর :- ( C ) 4.3 বছর 

27. ভারতীয় সময় গ্রীনিচ সময় থেকে কত সময় বেশী ? 

( A ) সাড়ে তিন ঘণ্টা 

( B ) সাড়ে চার ঘণ্টা 

( C ) সাড়ে পাঁচ ঘণ্টা 

( D ) সাড়ে ছ ঘণ্টা 

উত্তর :- ( C ) সাড়ে পাঁচ ঘণ্টা 

28. সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায় ? 

( A ) ম্যাগনেশিয়াম সালফেল 

( B ) পটাশিয়াম ক্লোরাইড 

( C ) সােডিয়াম ক্লোরাইড 

( D ) কোনােটিই নয় 

উত্তর :- ( C ) সােডিয়াম ক্লোরাইড 

29. নীচের কোন বৃত্তটি সবচেয়ে বড় ?

( A ) মেরুরেখা 

( B ) নিরক্ষরেখা 

( C ) কর্কটক্রান্তিরেখা 

( D ) মকরক্রান্তিরেখা 

উত্তর :- ( B ) নিরক্ষরেখা 

30. আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের পরে পরেই নিচের কোনটি সাধারণত ঘটে থাকে ?

( A ) ভূমিকম্প 

( B ) লাভা উদগীরণ 

( C ) উষ্ম প্রস্রবণের সৃষ্টি 

( D ) প্রাণীজগতের ভিন্ন আচরণ

উত্তর :- ( A ) ভূমিকম্প

31. ‘ সুনামি ' কি ?

( A ) একটি ছােট দ্বীপ 

( B ) একপ্রকার টর্নেডাে 

( C ) সমুদ্র কম্পন অথবা সমুদ্রতলে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট অতি বিশাল সমুদ্র ঢেউ 

( D ) ভূপৃষ্ঠে চ্যুতি

উত্তর :- ( C ) সমুদ্র কম্পন অথবা সমুদ্রতলে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট অতি বিশাল সমুদ্র ঢেউ 

32. সমুদ্রের এক লিটার জলে লবণের গড় পরিমাণ কত ?

( A ) ১২ গ্রাম 

( B ) ২৮ গ্রাম 

( C ) ৩৫ গ্রাম 

( D ) ৪০ গ্রাম 

উত্তর :- ( C ) ৩৫ গ্রাম 

33. ‘ মাসাই ' কাদের বলা হয় ?

( A ) সাহারা মরুভূমির উপজাতি 

( B ) আন্দামান দ্বীপের উপজাতি 

( C ) কেনিয়ার যাযাবর উপজাতি 

( D ) কালাহারি মরুভূমির অধিবাসী 

উত্তর :- ( C ) কেনিয়ার যাযাবর উপজাতি 

34. ‘ কিরঘিজ ’ কোথায় বাস করে ? 

( A ) মধ্য আফ্রিকা

( B ) উত্তর - পূর্ব ভারত

( C ) পশ্চিম অস্ট্রেলিয়া 

( D ) পশ্চিম - মধ্য এশিয়া 

উত্তর :- ( D ) পশ্চিম - মধ্য এশিয়া 

35. ‘ জুলু ' কি ? 

( A ) নিকোবর দ্বীপের উপজাতি 

( B ) গােবি মরুভূমি অঞ্চলে একপ্রকার গৃহপালিত পশু 

( C ) দঃ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী 

( D ) মঙ্গোলিয়ার উত্তর অঞ্চলের অধিবাসী 

উত্তর :- ( C ) দঃ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী

36. কঙ্গো উপত্যকার অতিশয় খর্বাকৃতির লােকদের কি বলা হয় ?

( A ) ইয়াকুট

( B ) মাসাই 

( C ) কাজাক  

( D ) পিগমি

উত্তর :- ( D ) পিগমি

37. ‘ জেবু ' কি ?

( A ) মাসাইদের গৃহপালিত গবাদি পশু 

( B ) ব্রাজিলের একপ্রকার গাছ 

( C ) আর্জেন্টিনার এক প্রাচীন উপজাতি 

( D ) জেব্রার গায়ে ডােরাকাটা দাগ 

উত্তর :- ( A ) মাসাইদের গৃহপালিত গবাদি পশু

38. “ আফ্রিদি ” হল— 

( A ) কঙ্গোর জঙ্গলের একপ্রকার বিষাক্ত পােকা 

( B ) উত্তর - পশ্চিম আফ্রিকার উপজাতি 

( C ) উত্তর - পশ্চিম পাকিস্তান সীমান্তের উপজাতি 

( D ) কালাহারি মরুভূমির ছােট ছােট ঝােপ 

উত্তর :- ( C ) উত্তর - পশ্চিম পাকিস্তান সীমান্তের উপজাতি 

39. ' ইয়াক ’ প্রাণী কোথায় দেখা যায় ?

( A ) নেপাল 

( B ) তিব্বত 

( C ) সাইবেরিয়া 

( D ) নিউজিল্যাও

উত্তর :- ( B ) তিব্বত 

40. বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে বা সর্বশেষ স্তরের নাম কি ?

( A ) এক্সোস্ফিয়ার 

( B ) ট্রপােস্ফিয়ার 

( C ) মেসােস্ফিয়ার 

( D ) স্ট্রাটোস্ফিয়ার

উত্তর :- ( A ) এক্সোস্ফিয়ার 

41. অশ্ব-অক্ষাংশ শব্দটি কোন জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয় ?

( A ) মেরুবৃত্ত 

( B ) 30-40 ডিগ্রি উঃ এবং দঃ অক্ষাংশ 

( C ) 40-60 ডিগ্রি উঃ এবং দঃ অক্ষাংশ 

( D ) 0-20 ডিগ্রি উঃ এবং দঃ অক্ষাংশ 

উত্তর :- ( D ) 0-20 ডিগ্রি উঃ এবং দঃ অক্ষাংশ 

42. বায়ুর কোন মণ্ডলকে ‘ ক্ষুব্ধমণ্ডল’ও বলা হয় ?

( A ) হেটোরােস্ফিয়ার 

( B ) ট্রপােস্ফিয়ার 

( C ) স্ট্র্যাটোস্ফিয়ার 

( D ) মেসােস্ফিয়ার 

উত্তর :- ( B ) ট্রপােস্ফিয়ার

43. উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয় ?

( A ) আমস্টারডাম

( B ) লণ্ডন 

( C ) টরেন্টো 

( D ) অসলাে 

উত্তর :- ( A ) আমস্টারডাম

44. ভারতের বাইরে একটি পর্যবেক্ষণ ও অনুসন্ধান কেন্দ্র স্থাপন করে ভারতীয় বিজ্ঞানীরা তার নাম দেন ' দক্ষিণ গঙ্গোত্রী ' — এটি কোথায় ?

( A ) আমেরিকা যুক্তরাষ্ট্রে 

( B ) কানাডায় 

( C ) কুমেরু মহাদেশে 

( D ) অস্ট্রেলিয়ায় 

উত্তর :- ( C ) কুমেরু মহাদেশে

45. অস্ট্রিয়ার রাজধানীর নাম কি ?

( A ) ব্রাসেলস 

( B ) ভিয়েনা 

( C ) ডাবলিন 

( D ) বুদাপেস্ট 

উত্তর :- ( B ) ভিয়েনা 

46. ইউরােপে রূঢ় উপত্যকায় প্রধান খনিজ সম্পদ কি ?

( A ) কয়লা 

( B ) লােহা 

( C ) তামা 

( D ) বক্সাইট

উত্তর :- ( A ) কয়লা 

47. ‘ আইফেল টাওয়ার ' কোথায় ? 

( A ) লণ্ডন 

( B ) মস্কো 

( C ) প্যারিস 

( D ) নিউইয়র্ক

উত্তর :- ( C ) প্যারিস

48. স্কটল্যাণ্ডের রাজধানীর নাম কি ?

( A ) গ্লাসগাে 

( B ) লণ্ডন 

( C ) এডিনবরা 

( D ) বার্মিংহাম 

উত্তর :- ( C ) এডিনবরা 

49. ভেনিসে খালপথে চলাচলের জন্য এক ধরনের ছােট নৌকা ব্যবহৃত হয় । নৌকার নাম কি ?

( A ) তুরিন 

( B ) গাণ্ডালা 

( C ) ফিয়াট 

( D ) লােম্বার্ডি 

উত্তর :- ( B ) গাণ্ডালা 

50. ইউরােপে উত্তর সাগরের তীরে ছােট একটি দেশ হল্যাণ্ড । ‘ হল্যাণ্ড ' কথার অর্থ কি ?

( A ) মালভূমি 

( B ) বরফের দেশ 

( C ) উর্বর জমি 

( D ) নিচু জমি

উত্তর :- ( D ) নিচু জমি

51. পঞ্চ সমুদ্রের বন্দর কাকে বলা হয় ?

( A ) লণ্ডন 

( B ) টোকিও 

( C ) মস্কো 

( D ) হংকং 

উত্তর :- ( C ) মস্কো

52. জাহাজ নির্মাণ শিল্প বিশ্বে প্রথম স্থান কোন দেশের ?

( A ) স্কটল্যাণ্ড 

( B ) জাপান 

( C ) ফ্রান্স 

( D ) চীন

উত্তর :- ( B ) জাপান  

53. এশিয়া মহাদেশের সর্বাধিক বর্ষণসিক্ত স্থানের নাম ?

( A ) কুয়ালালামপুর 

( B ) সাংহাই 

( C ) মৌসিনরাম  

( D ) কলম্বাে

উত্তর :- ( C ) মৌসিনরাম  

54. ‘ প্রাচ্যের ব্রিটেন ’ কোন দেশকে বলা হয় ?

( A ) জাপান 

( B ) চীন

( C ) মালয়েশিয়া 

( D ) নিউজিল্যাণ্ড

উত্তর :- ( A ) জাপান 

55. পৃথিবীর বৃহত্তম নগর কোনটি ?

( A ) নিউইয়র্ক 

( B ) লণ্ডন 

( C ) প্যারিস 

( D ) টোকিও 

উত্তর :- ( D ) টোকিও 

56. মৎস্যশিকার ও রেশম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান কোন দেশের ?

( A ) নেদারল্যাণ্ড 

( B ) জাপান 

( C ) ব্রিটেন 

( D ) চীন

উত্তর :- ( B ) জাপান

57. ইরানের রাজধানীর নাম কি ? 

( A ) তেহেরান 

( B ) জর্ডন 

( C ) বাগদাদ 

( D ) আবাদান 

উত্তর :- ( A ) তেহেরান 

58. বিশ্বের বৃহত্তম তৈলশােধনাগার কোথায় ?

( A ) কিরকুক

( B ) তেহেরান 

( C ) আবাদান 

( D ) আবুধাবি 

উত্তর :- ( C ) আবাদান 

59. বিশ্বের বৃহত্তম তেলখনির নাম কি ?

( A ) কিরকুক

( B ) ঘারওয়ার 

( C ) সাফানিয়া 

( D ) দুবাই 

উত্তর :- ( B ) ঘারওয়ার

60. ইউরােপের ক্রীড়াভূমি ( Playground ) কাকে বলা হয় ?

( A ) বেলজিয়াম 

( B ) গ্রীস 

( C ) ইটালী 

( D ) সুইজারল্যাণ্ড 

উত্তর :- ( D ) সুইজারল্যাণ্ড 

61. কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়ে থাকে ?

( A ) মস্কো অঞ্চল

( B ) উত্তর আমেরিকার প্রেইরী অঞ্চল

( C ) কিউবা 

( D ) ভারতের পাঞ্জাব

উত্তর :-  ( C ) কিউবা 

62. ‘ ভূমধ্যসাগরের ' চাবি হিসেবে কোনটি পরিচিত ?

( A ) জিব্রাল্টার

( B ) সুয়েজ খাল

( C ) পাের্তুগাল 

( D ) সিসিলি

উত্তর :- ( A ) জিব্রাল্টার

63. ‘ সহস্র হ্রদের দেশ ’ নামে কোন দেশ পরিচিত ?

( A ) মালয়েশিয়া 

( B ) স্কটল্যাণ্ড 

( C ) ফিনল্যাণ্ড 

( D ) হল্যাণ্ড 

উত্তর :- ( C ) ফিনল্যাণ্ড 

64. সারাবিশ্বেব চিনির পাত্র ( Sugar Bowl of the world ) কোন দেশকে বলা হয় ? 

( A ) আর্জেন্টিনা 

( B ) ভারত 

( C ) মেক্সিকো 

( D ) কিউবা 

উত্তর :- ( D ) কিউবা

65. ‘ মধ্যরাত্রির সূর্যের দেশ ’ ( Land of the Midnight Sun ) কোন দেশকে বলা হয় ?

( A ) নরওয়ে 

( B ) নেদারল্যাণ্ড 

( C ) জাপান

( D ) নিউজিল্যাণ্ড

উত্তর :- ( A ) নরওয়ে 

66. জিম্বাববায়ের রাজধানীর নাম কি ?

( A ) হ্যানয় 

( B ) হারারে 

( C ) প্রেটোরিয়া 

( D ) লুসাকা

উত্তর :- ( B ) হারারে 

67. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ?

( A ) ভুটান 

( B ) মালদ্বীপ 

( C ) ভ্যাটিকান সিটি 

( D ) মাল্টা

উত্তর :- ( C ) ভ্যাটিকান সিটি 

68. ‘ শ্বেতহস্তীর দেশ ’ নামে কোনটি পরিচিত ?

( A ) আফ্রিকা 

( B ) থাইল্যাণ্ড 

( C ) মালয়েশিয়া

( D ) শ্রীলঙ্কা

উত্তর :- ( B ) থাইল্যাণ্ড 

69. স্কটল্যাণ্ড ইয়ার্ড - এর সদর দপ্তর কোথায় ?

( A ) এডিনবরা

( B ) লণ্ডন 

( C ) নিউইয়র্ক

( D ) গ্লাসগাে

উত্তর :- ( B ) লণ্ডন 

70. বিখ্যাত হাইড পার্ক কোথায় ? 

( A ) লণ্ডন 

( B ) বার্লিন 

( C ) ওয়াশিংটন 

( D ) প্যারিস

উত্তর :- ( A ) লণ্ডন 

71. ঝুলন্ত বাগান ( Hanging Garden ) এর জন্য কোটি বিখ্যাত ?

( A ) পিসা 

( B ) কায়রো 

( C ) ব্যবিলন 

( D ) ব্যাঙ্কক 

উত্তর :- ( C ) ব্যবিলন

72. টাইগ্রিস নদীর পাশে কোন বিখ্যাত শহর অবস্থিত ?

( A ) কুয়ালালামপুর 

( B ) বাগদাদ 

( C ) কাবুল 

( D ) তেহেরান

উত্তর :- ( B ) বাগদাদ 

73. ‘ রেড স্কোয়ার ’ কোথায় ? 

( A ) নিউইয়র্ক 

( B ) ফিলাডেলফিয়া 

( C ) সিউল 

( D ) মস্কো 

উত্তর :- ( D ) মস্কো 

74. পার্ল হারবার কোথায় ? 

( A ) জাপানে 

( B ) হাওয়াই দ্বীপে 

( C ) ইংল্যাণ্ডে 

( D ) কানাডায় 

উত্তর :- ( B ) হাওয়াই দ্বীপে

75. পােটালা হারবার কোথায় ? 

( A ) লাসা 

( B ) মিশর 

( C ) ভেনিস 

( D ) কাঠমাণ্ডূ

উত্তর :- ( A ) লাসা

76. Holy City হিসেবে কোন শহর বিখ্যাত ?

( A ) রােম 

( B ) জেরুজালেম 

( C ) বাগদাদ 

( D ) মক্কা 

উত্তর :- ( B ) জেরুজালেম

77. ‘ পেন্টাগনের ' সাথে কোন শহরের নাম জড়িত ? 

( A ) ওয়াশিংটন 

( B ) নিউইয়র্ক 

( C ) লণ্ডন 

( D ) মস্কো

উত্তর :- ( A ) ওয়াশিংটন 

78. যুদ্ধের জন্য বিখ্যাত ওয়াটারলু কোথায় ?

( A ) বেলজিয়াম 

( B ) ইংল্যাণ্ড 

( C ) জার্মানী 

( D ) পােল্যাণ্ড

উত্তর :- ( A ) বেলজিয়াম 

79. কলােসিয়াম - এর জন্য বিখ্যাত কোন শহর ?

( A ) ভেনিস 

( B ) রোম

( C ) এথেন্স 

( D ) প্যারিস

উত্তর :- ( B ) রোম

80. ‘ হােয়াইট হাউস ' কোথায় ?

( A ) লণ্ডন

( B ) ওয়াশিংটন

( C ) নিউইয়র্ক 

( D ) মস্কো 

উত্তর :- ( B ) ওয়াশিংটন

81. ‘ আসােয়ান বাঁধ ’ কোথায় ?

( A ) পাকিস্তান 

( B ) ভারত 

( C ) মিশর 

( D ) ইরান

উত্তর :- ( C ) মিশর

82. সাইবেরিয়া অঞ্চলে রেলওয়ে উন্নত নয় , তার কারণ— 

( A ) জলবায়ু অনুপযুক্ত 

( B ) লােকবসতি অত্যন্ত কম 

( C ) গভীর অরণ্য 

( D ) জলপথে পরিবহণ বেশী 

উত্তর :- ( B ) লােকবসতি অত্যন্ত কম 

83. মিশরের প্রধান রপ্তানী দ্রব্য কোনটি ?

( A ) তেল 

( B ) হীরা

( C ) চা

( D ) তুলা 

উত্তর :- ( D ) তুলা

84. পৃথিবীতে সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি ?

( A ) ট্রান্স - সাইবেরিয়া রেলওয়ে স্টেশন , রাশিয়া 

( B ) গ্র্যাণ্ড সেন্ট্রাল টার্মিনাল , নিউইয়র্ক 

( C ) খড়গপুর রেলওয়ে স্টেশন , ভারত 

( D ) ওপরের কোনটাই নয় ।

উত্তর :-  ( A ) ট্রান্স - সাইবেরিয়া রেলওয়ে স্টেশন , রাশিয়া 

85. নীচের মধ্যে কোনটি ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য পথ ?

( A ) কেপ পথ 

( B ) উত্তর আটলান্টিক পথ 

( C ) পানামা খাল 

( D ) সুয়েজ খাল 

উত্তর :- ( C ) পানামা খাল 

86. পৃথিবীর বৃহত্তম গােমাংস - রপ্তানীকারক দেশ হল —

( A ) উরুগুয়ে 

( B ) ব্রাজিল 

( C ) পাকিস্তান 

( D ) আর্জেন্টিনা

উত্তর :-  ( D ) আর্জেন্টিনা

87. কোনটির রপ্তানীতে ভারত প্রথম ?

( A ) ম্যাঙ্গানীজ 

( B ) অভ্র 

( C )  তুলা

( D ) কফি

উত্তর :- ( B ) অভ্র 

88. কাঠের আন্তর্জাতিক বাণিজ্যে, বৃহত্তম রপ্তানীকারী দেশ কোনটি ?

( A ) এশিয়া 

( B ) উঃ আমেরিকা 

( C ) ইউরােপ 

( D ) অস্ট্রেলিয়া 

উত্তর :- ( B ) উঃ আমেরিকা

89. পশ্চিম ইউরােপে খালের ব্যবহার প্রধানত __________ ?

( A ) কৃষিকার্যে 

( B ) আভ্যন্তরীণ যাতায়াতে 

( C ) জাহাজ নির্মাণে 

( D ) বাণিজ্যে 

উত্তর :- ( B ) আভ্যন্তরীণ যাতায়াতে 

90. K.L.M বিমান সেবা সংস্থা কোন দেশের ?

( A ) নেদারল্যাণ্ডস

( B ) অস্ট্রেলিয়া 

( C ) ইংল্যাণ্ড 

( D ) জার্মানী 

উত্তর :- ( A ) নেদারল্যাণ্ডস

91. ইউরােপের ব্যস্ততম আভ্যন্তরীণ জলপথ কোন্‌টি ? 

( A ) ভােক্মা নদী 

( B ) রাইন নদী 

( C ) নীপার নদী 

( D ) দানিয়ুব নদী

উত্তর :- ( B ) রাইন নদী

92. বৃহত্তমের মাপকাঠিতে ভারতের রেলপথ পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে ? 

( A ) প্রথম 

( B ) দ্বিতীয় 

( C ) তৃতীয় 

( D ) চতুর্থ 

উত্তর :- ( D ) চতুর্থ 

93. ব্রাজিলের অর্থনীতি প্রধানত কোন উৎপাদনের উপর নির্ভরশীল ? 

( A ) চা

( B ) কফি

( C ) ধান 

( D ) ভুট্টা

উত্তর :-  ( B ) কফি

94. পৃথিবীর রেলপথ কোথায় প্রথম স্থাপিত হয় ? 

( A ) মার্কিন যুক্তরাষ্ট্র 

( B ) উঃ - পূঃ ইংল্যাণ্ড 

( C ) জার্মানি

( D ) জাপান 

উত্তর :- ( B ) উঃ - পূঃ ইংল্যাণ্ড

95. পৃথিবীতে ব্যস্ততম বিমানবন্দর কোনটি ?

( A ) লণ্ডন 

( B ) নিউইয়র্ক

( C ) প্যারিস 

( D ) বার্লিন

উত্তর :- ( A ) লণ্ডন 

96. পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি ?

( A ) লণ্ডন 

( B ) নিউইয়র্ক 

( C ) মস্কো 

( D ) মােগলসরাই 

উত্তর :- ( C ) মস্কো 

97. ভারতের বৃহত্তম শহর কোনটি ? 

( A ) কলকাতা 

( B ) দিল্লি

( C ) মুম্বাই 

( D ) হায়দ্রাবাদ

উত্তর :- ( C ) মুম্বাই 

98. ‘ দক্ষিণ ভারতের কাশী ’ কোন শহরকে বলে ?

( A ) মাদুরাই 

( B ) রামেশ্বরম 

( C ) কন্যাকুমারিকা

( D ) পণ্ডিচেরী 

উত্তর :- ( A ) মাদুরাই

99. ভারতের উচ্চতম শহর কোনটি ?

( A ) লে 

( B ) দার্জিলিং 

( C ) সিমলা 

( D ) হরিদ্বার 

উত্তর :- ( A ) লে 

100. ভারতের গভীরতম বন্দরের নাম — 

( A ) চেন্নাই 

( B ) বিশাখাপত্তনম 

( C ) পারাদ্বীপ 

( D ) মুম্বাই 

উত্তর :- ( B ) বিশাখাপত্তনম 

101. সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হল— 

( A ) দিল্লী 

( B ) পণ্ডিচেরী 

( C ) দাদরা ও হাভেলি 

( D ) লাক্ষাদ্বীপ 

উত্তর :- ( D ) লাক্ষাদ্বীপ 

102. কোন শহরকে ' ভারতের রােম ’ বলা হয় ?

( A ) জয়পুর 

( B ) আগ্রা 

( C ) দিল্লি

( D ) হায়দ্রাবাদ

উত্তর :- ( C ) দিল্লি

103. মােট জনসংখ্যার বিচারে ভারতের স্থান বিশ্বে -________ 

( A ) প্রথম 

( B ) দ্বিতীয় 

( C ) তৃতীয় 

( D ) চতুর্থ 

উত্তর :- ( B ) দ্বিতীয়

104. ‘ প্রাচ্যের ভেনিস ' কাকে বলে ? 

( A ) আলেপ্পি 

( B ) বারাণসী 

( C ) কোচি 

( D ) ভূপাল

উত্তর :- ( A ) আলেপ্পি 

105. ভারতে পৃথিবীর মােট জনসংখ্যার প্রায় কত শতাংশ লােক বাস করে ?

( A ) 2.42 % 

( B ) 8 % 

( C ) 20 % 

( D ) 16 %

উত্তর :- ( D ) 16 %

106. ভারতের কোন রাজ্যের লােকসংখ্যা সর্বাধিক ?

( A ) পশ্চিমবঙ্গ 

( B ) কেরল 

( C ) বিহার

( D ) উত্তরপ্রদেশ

উত্তর :-  ( D ) উত্তরপ্রদেশ

107. ভারতে মানুষের গড় আয়ু প্রায় ?

( A ) 45 বছর 

( B ) 56 বছর 

( C ) 61 বছর 

( D ) 65 বছর

উত্তর :-  ( B ) 56 বছর

108. ভারতে প্রধান বন্দর কয়টি ?

( A ) 12 

( B ) 6 

( C ) 4 

( D ) 10

উত্তর :- ( A ) 12 

109. ‘ উদ্যান নগরী ' কোন শহরকে বলা হয় ?

( A ) জয়পুর

( B ) চণ্ডীগড় 

( C ) ব্যাঙ্গালাের 

( D ) ভূপাল 

উত্তর :- ( C ) ব্যাঙ্গালাের 

110. কোন শহরকে ‘ হ্রদের শহর ' বলে ? 

( A ) ভূপাল 

( B ) হায়দ্রাবাদ 

( C ) উদয়পুর

( D ) শ্রীনগর 

উত্তর :- ( B ) হায়দ্রাবাদ 

111. কেরলের রাজধানীর নাম কি ?

( A ) কোচি 

( B ) তিরুবনন্তপুরম 

( C ) ম্যাঙ্গালাের 

( D ) বিশাখাপত্তনম

উত্তর :- ( B ) তিরুবনন্তপুরম

112. কোন্‌টি শুল্কমুক্ত বন্দর ?

( A ) মুম্বাই 

( B ) মার্মাগাও 

( C ) কান্দালা 

( D ) চেন্নাই 

উত্তর :- ( C ) কান্দালা 

113. ' ভারতের সুইজারল্যাণ্ড ' কোন শহরকে বলা হয় ?

( A ) ব্যাঙ্গালাের

( B ) শ্রীনগর 

( C ) শিলং 

( D ) সিমলা

উত্তর :-  ( B ) শ্রীনগর 

114. ' ভারতের ম্যাঞ্চেস্টার ’ কোন শহর ? 

( A ) টাটানগর 

( B ) কোয়েম্বাটুর 

( C ) আমেদাবাদ

( D ) পুনে

উত্তর :- ( C ) আমেদাবাদ 

115. ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী কোনটি ?

( A ) হাজারীবাগ 

( B ) ধানবাদ 

( C ) জামশেদপুর 

( D ) রাঁচি

উত্তর :- ( D ) রাঁচি

116. কোন শহরের প্রাচীন সংস্কৃত নাম ছিল কুসুমপুর এবং পুষ্পপুর ?

( A ) লক্ষৌ

( B ) পাটনা

( C ) ব্যাঙ্গালাের 

( D ) ভূপাল

উত্তর :- ( B ) পাটনা

117. ভিলাই , বিলাসপুর এবং দুর্গ কোন রাজ্যের অন্তর্গত ?

( A ) উত্তরপ্রদেশ

( B ) বিহার

( C ) ছত্তিশগড়

( D ) মধ্যপ্রদেশ 

উত্তর :- ( C ) ছত্তিশগড়

118. চণ্ডীগড়ে রাজধানী না হওয়া পর্যন্ত, 1947 থেকে 1953 অবধি কোন শহর পাঞ্জাবের সদর দপ্তর ছিল ?

( A ) অমৃতসর

( B ) সিমলা

( C ) লুধিয়ানা

( D ) সােলান

উত্তর :- ( B ) সিমলা

119. ভারতের কোন রাজ্য পূর্বে নেফা ( North - East Frontier Agency ) নামে পরিচিত ছিল ?

( A ) নাগাল্যাণ্ড

( B ) অসম

( C ) সিকিম

( D ) অরুণাচল প্রদেশ 

উত্তর :- ( D ) অরুণাচল প্রদেশ

120. প্রাচীনকালে কোন শহর জ্যোতিষশাস্ত্রের নগর হিসাবে পরিচিত ছিল ?

( A ) গুয়াহাটি 

( B ) জয়পুর 

( C ) অনেশ্বর 

( D ) কটক

উত্তর :- ( A ) গুয়াহাটি 

121. 1583 খ্রিস্টাব্দে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত কোন শহরের নামের অর্থ ' ঈশ্বরের শহর ' ?

( A ) দিল্লি

( B ) আগ্রা

( C ) এলাহাবাদ 

( D ) আমেদাবাদ 

উত্তর :- ( C ) এলাহাবাদ 

122. গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত ?

( A ) নর্মদা 

( B ) তাপ্তী 

( C ) লুনী 

( D ) সবরমতী 

উত্তর :- ( D ) সবরমতী

123. লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ? 

( A ) কোজিকট 

( B ) মিনিকয় 

( C ) কালিকট

( D ) কাভারত্তি

উত্তর :- ( D ) কাভারত্তি

124. কোন পুণ্যতীর্থ পূর্বে ' কপিল ’ নামে পরিচিত ছিল ?

( A ) হরিদ্বার

( B ) হৃষিকেশ

( C ) কেদারনাথ

( D ) বারাণসী 

উত্তর :- ( A ) হরিদ্বার

125. সেলুলার জেল কোথায় ?

( A ) লাক্ষাদ্বীপ 

( B ) আগ্রা 

( C ) আন্দামান - নিকোবর 

( D ) পুনে

উত্তর :- ( C ) আন্দামান - নিকোবর 

126. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ( 1942-45 ) জাপানীরা ভারতের কোন অঞ্চল দখল করেছিল ?

( A ) নাগাল্যাণ্ড

( B ) মিজোরাম

( C ) আন্দামান - নিকোবর

( D ) মণিপুর

উত্তর :- ( C ) আন্দামান - নিকোবর 

127. ভারতের প্রাচীনতম সংগ্রহশালা ভারতীয় যাদুঘর কোন শহরে অবস্থিত ?

( A ) দিল্লি

( B ) কলকাতা 

( C ) হায়দ্রাবাদ

( D ) পুণে

উত্তর :- ( B ) কলকাতা 

128. ভারতের কোথায় ' হনিমুন আইল্যাণ্ড ' এবং ' ব্রেকফাস্ট আইল্যান্ড ' আছে ? 

( A ) পুলিকট হ্রদ 

( B ) চিল্কা হ্রদ 

( C ) পক প্রণালী 

( D ) কচ্ছ উপসাগর

উত্তর :- ( B ) চিল্কা হ্রদ

129. পিছােলাে হ্রদ কোন শহরে অবস্থিত ?

( A ) যােধপুর 

( B ) উদয়পুর

( C ) জয়পুর 

( D ) হায়দ্রাবাদ 

উত্তর :- ( B ) উদয়পুর

130. কোন রাজ্যে ' ইংরেজি ’ ই একমাত্র স্বীকৃত সরকারী ভাষা ?

( A ) নাগাল্যাণ্ড 

( B ) মণিপুর 

( C ) মেঘালয় 

( D ) মিজোরাম 

উত্তর :- ( D ) মিজোরাম

131. ' মার্বেল রক ’ কোন শহরের নিকট অবস্থিত ?

( A ) ইন্দোর 

( B ) জয়পুর 

( C ) জব্বলপুর 

( D ) গােয়ালিয়র

উত্তর :- ( C ) জব্বলপুর

132. আন্দামানে 300 এর বেশী দ্বীপ আছে । এর মধ্যে কতগুলি দ্বীপে বসবাসকারী মানুষ দেখতে পাওয়া যায় ?

( A ) 50 টি 

( B ) 100 টি 

( C ) 142 টি 

( D ) 26 টি

উত্তর :- ( D ) 26 টি

133. গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোনটি ? 

( A ) শিলিগুড়ি 

( B ) গ্যাংটক 

( C ) দার্জিলিং 

( D ) কালিম্পং 

উত্তর :- ( C ) দার্জিলিং 

134. সরিস্কা বন্যপ্রাণী অরণ্য কোন রাজ্যে ?

( A ) মধ্যপ্রদেশ 

( B ) গুজরাট

( C ) উত্তরপ্রদেশ 

( D ) রাজস্থান 

উত্তর :- ( D ) রাজস্থান 

135. হারােয়া নদীর পাশে কোন রাজধানী শহর অবস্থিত ?

( A ) গ্যাংটক 

( B ) আগরতলা 

( C ) ইটানগর 

( D ) কোহিমা 

উত্তর :- ( B ) আগরতলা 

136. হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত ?

( A ) মুসি 

( B ) কৃষ্ণা 

( C ) সবরমতী 

( D ) গােদাবরী

উত্তর :-  ( A ) মুসি 

137. সােনা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ বৃহত্তম ?

( A ) আমেরিকা

( B ) মেক্সিকো 

( C ) দক্ষিণ আফ্রিকা 

( D ) সৌদি আরব 

উত্তর :- ( C ) দক্ষিণ আফ্রিকা 

138. ভারতে কোন বাঁধ বৃহত্তম ? 

( A ) মাইথন বাঁধ

( B ) হীরাকুদ বাঁধ

( C ) নাগার্জুন সাগর বাঁধ

( D ) ভাকরা-নাঙ্গাল বাঁধ

উত্তর :- ( D ) ভাকরা-নাঙ্গাল বাঁধ

139. নীচের কোনটি ভারতে সবচেয়ে বেশী পরিমাণ পাওয়া যায় ?

( A ) লােহা 

( B ) ম্যাঙ্গানীজ 

( C ) তামা 

( D ) কয়লা

উত্তর :-  ( D ) কয়লা

140. পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কোনটি ?

( A ) ঘুম 

( B ) সিদ্ৰাপং 

( C ) দার্জিলিং 

( D ) লে 

উত্তর :- ( A ) ঘুম 

141. নীচের কোন রাজ্যকে ' ভারতের শস্যাগার ’ বলা হয় ?

( A ) পাঞ্জাব

( B ) উত্তরপ্রদেশ

( C ) হরিয়ানা

( D ) কেরল

উত্তর :- ( A ) পাঞ্জাব 

142. পৃথিবীর বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ কোনটি ?

( A ) ভারত 

( B ) কিউবা 

( C ) ব্রাজিল 

( D ) স্পেন 

উত্তর :- ( B ) কিউবা 

143. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশী লিগনাইট পাওয়া যায় ?

( A ) মহারাষ্ট্র 

( B ) পশ্চিমবঙ্গ 

( C ) তামিলনাড়ু 

( D ) বিহার

উত্তর :-  ( C ) তামিলনাড়ু 

144. মৃদুমালাই অভয়ারণ্য কোথায় ?

( A ) কেরলে

( B ) অন্ধ্রপ্রদেশে 

( C ) কর্ণাটকে 

( D ) তামিলনাড়ুতে

উত্তর :- ( D ) তামিলনাড়ুতে

145. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

( A ) ফালুট 

( B ) গাের্গাবুরু 

( C ) পাঞ্চেৎ 

( D ) শুশুনিয়া 

উত্তর :- ( B ) গাের্গাবুরু

146. পশ্চিমবঙ্গের মােট আয়তনে প্রায় কত শতাংশ বনভূমি ?

( A ) 14 %

( B ) 24 % 

( C ) 10 % 

( D ) 33 %

উত্তর :- ( A ) 14 %

147. পশ্চিমবঙ্গে কৃষিকাজ করে জীবিকানির্বাহ করে শতকরা কত জন ?

( A ) 55 জন

( B ) 25 জন

( C ) 30 জন

( D ) 48 জন 

উত্তর :- ( A ) 55 জন

148. “ Land of white Orchid ” কাকে বলা হয় ?

( A ) কালিম্পং 

( B ) দার্জিলিং 

( C ) কোচবিহার 

( D ) কার্শিয়াং

উত্তর :- ( D ) কার্শিয়াং

149. কলকাতায় পাতালরেল প্রথম কবে চালু হয় ?

( A ) 1990 সালে 

( B ) 1992 সালে 

( C ) 1984 সালে 

( D ) 1988 সালে 

উত্তর :- ( C ) 1984 সালে 

150. বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি ?

( A ) 19 টি 

( B ) 20 টি

( C ) 18 টি

( D ) 23 টি

উত্তর :- ( D ) 23 টি

151. ভারতের মােট জনসংখ্যার কত শতাংশ লােক পশ্চিমবঙ্গে বাস করে ?

( A ) 8 % 

( B ) 5 % 

( C ) 12 % 

( D ) 6 %

উত্তর :- 8 %

152. সাধক রামপ্রসাদের জন্মস্থান কোথায় ?

( A ) মুর্শিদাবাদ 

( B ) কৃষ্ণনগর 

( C ) নবদ্বীপ 

( D ) হালিশহর

উত্তর :-  ( D ) হালিশহর

153. দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি ?

( A ) তিস্তা 

( B ) জলঢাকা 

( C ) ভাগীরথী

( D ) মহানন্দা 

উত্তর :- ( D ) মহানন্দা 

154. কাদের মাতৃভাষা রং - রিং ?

( A ) সাঁওতাল

( B ) ভুটিয়া 

( C ) লেপচা 

( D ) কুর্মি 

উত্তর :- ( C ) লেপচা 

155. ঝুমুরগানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত ?

( A ) নদীয়া 

( B ) পুরুলিয়া 

( C ) দিনাজপুর 

( D ) বীরভূম 

উত্তর :-  ( B ) পুরুলিয়া 

156. পশ্চিমবঙ্গে নীচের কোন শহরের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ?

( A ) মুর্শিদাবাদের 

( B ) কৃষ্ণনগরের 

( C ) রায়গঞ্জের 

( D ) সিউড়ির 

উত্তর :- ( B ) কৃষ্ণনগরের 

157. মধ্যযুগের কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয় ?

( A ) কলকাতা

( B ) মেদিনীপুর

( C ) নবদ্বীপ

( D ) বােলপুর 

উত্তর :- ( C ) নবদ্বীপ

158. লালমুখ বানর কোথায় দেখা যায় ?

( A ) সুন্দরবন

( B ) বেথুয়াডহরি অভয়ারণ্য 

( C ) আলিপুরদুয়ার 

( D ) জলদাপাড়া 

উত্তর :- ( A ) সুন্দরবন

159. ‘ গৌড় ' কোন জেলার প্রাচীন নাম ?

( A ) নদীয়া

( B ) মালদা 

( C ) দিনাজপুর 

( D ) বাঁকুড়া 

উত্তর :- ( B ) মালদা 

160. গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত ?

( A ) ডুয়ার্স 

( B ) রাঢ় 

( C ) তরাই 

( D ) দিয়ারা 

উত্তর :- ( B ) রাঢ় 

161. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?

( A ) সুন্দরবন 

( B ) কলকাতা 

( C ) বক্সাদুয়ার 

( D ) বালুরঘাট 

উত্তর :- ( C ) বক্সাদুয়ার 

162. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গ কে নেপাল থেকে পৃথক করেছে ?

( A ) সিঙ্গালীলা

( B ) দার্জিলিং 

( C ) টাইগার হিল 

( D ) ডাউহিল

উত্তর :- ( A ) সিঙ্গালীলা

163. পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী ( River of horrors ) বলা হয় ?

( A ) জলঢাকা 

( B ) দামােদর 

( C ) রূপনারায়ণ 

( D ) তিস্তা 

উত্তর :- ( D ) তিস্তা 

164. বীরভূম জেলার সদর দপ্তর কোথায় ?

( A ) বর্ধমানে 

( B ) বােলপুরে 

( C ) বহরমপুরে 

( D ) সিউড়িতে 

উত্তর :- ( D ) সিউড়িতে

165. কোন তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরের পত্তন হয় ?

( A ) সুতানটি, বেহালা, গােবিন্দপুর |

( B ) সুতানটি, কলিকাতা, গােবিন্দপুর |

( C ) বরানগর, কালীঘাট, ভবানীপুর ।

( D ) সুতানটি, কালীঘাট, গােবিন্দপুর ।

উত্তর :- ( B ) সুতানটি, কলিকাতা, গােবিন্দপুর |

166. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচেয়ে কম ?

( A ) পশ্চিম মেদিনীপুর 

( B ) বীরভূম 

( C ) পুরুলিয়া 

( D ) দার্জিলিং 

উত্তর :- ( C ) পুরুলিয়া

167. পশ্চিমবঙ্গে একশৃঙ্গ গণ্ডার কোন জঙ্গলে দেখতে পাওয়া যায় ?

( A ) মাদারিহাট 

( B ) সুন্দরবন 

( C ) জলদাপাড়া 

( D ) কাজিরাঙা 

উত্তর :- ( C ) জলদাপাড়া

168. জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে ?

( A ) তিস্তা 

( B ) মহানন্দা 

( C ) তাের্সা 

( D ) জলঢাকা

উত্তর :- ( C ) তাের্সা 

169. পশ্চিমবঙ্গ রাজ্যের মােট আয়তন কত ?

( A ) ৮৮,৭৫২ বর্গকিমি

( B ) ৭৮,৭৫২ বর্গকিমি

( C ) ৬২,২৮৪ বর্গকিমি

( D ) ৫১,৫০৮ বর্গকিমি

উত্তর :- ( A ) ৮৮,৭৫২ বর্গকিমি

170. নীচের চারটির মধ্যে কোনটিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়ে উঠেছে ?

( A ) কোরবা 

( B ) কালপক্কম

( C ) কয়না 

( D ) কোটা 

উত্তর :- ( B ) কালপক্কম

171. ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় ?

( A ) ট্রম্বে

( B ) পুণা

( C ) দিল্লী

( D ) ব্যাঙ্গালাের

উত্তর :- ( A ) ট্রম্বে

172. রাজস্থানের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম ?

( A ) নাগার্জুন সাগর

( B ) রাণাপ্রতাপ সাগর 

( C ) রাওয়াতভাটা

( D ) গান্ধীনগর

উত্তর :- ( B ) রাণাপ্রতাপ সাগর

173. ভারতের প্রথম পরমাণু শক্তিকেন্দ্র কোনটি ?

( A ) শিবসমুদ্রম্ 

( B ) পানিপথ 

( C ) নারােরা 

( D ) তারাপুর 

উত্তর :- ( D ) তারাপুর 

174. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?

( A ) ভাকরা

( B ) মাইথন

( C ) সিদ্ৰাপং

( D ) শিবসমুদ্রম 

উত্তর :- ( C ) সিদ্ৰাপং

175. সাদা কয়লা বা White coal কাকে বলা হয় ?

( A ) চুনাপাথর 

( B ) অভ্র 

( C ) পেট্রোলিয়াম 

( D ) জলবিদ্যুৎ

উত্তর :- ( D ) জলবিদ্যুৎ

176. ভারত সর্বপ্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে ?

( A ) 1950 

( B ) 1974 

( C ) 1984 

( D ) 1991

উত্তর :- ( B ) 1974 

177. ভারতের মােট উৎপন্ন বিদ্যুৎশক্তির বেশীর ভাগ কোন উৎস থেকে পাওয়া যায় ?

( A ) পারমাণবিক শক্তিকেন্দ্র 

( B ) তাপবিদ্যুৎ 

( C ) জলবিদ্যুৎ 

( D ) সৌরশক্তি

উত্তর :- ( B ) তাপবিদ্যুৎ

178. পশ্চিমবঙ্গে কল্যাণেশ্বরী মন্দির কোথায় ?

( A ) মাইথন

( B ) তারকেশ্বর

( C ) বিষ্ণুপুর

( D ) ঝাড়গ্রাম

উত্তর :- ( A ) মাইথন

179. মল্ল রাজার ' দল মাদল ’ কামান কোথায় দেখতে পাওয়া যায় ? 

( A ) বিষ্ণুপুরে 

( B ) মুর্শিদাবাদে 

( C ) বহরমপুরে 

( D ) কোচবিহারে 

উত্তর :- ( A ) বিষ্ণুপুরে 

180. বক্রেশ্বর নীচের কোনটির জন্য বিখ্যাত ?

( A ) অভয়ারণ্য 

( B ) জলপ্রপাত 

( C ) উষ্ণ প্রস্রবণ 

( D ) প্রাচীন দুর্গ

উত্তর :- ( C ) উষ্ণ প্রস্রবণ 

181. ড্যাম্পিয়ার - হজেস রেখা কি ?

( A ) পশ্চিমবঙ্গ ও ভুটানের মধ্যে সীমারেখা 

( B ) পশ্চিমবঙ্গ ও নেপালের মধ্যে সীমারেখা 

( C ) সুন্দরবনের উত্তর সীমারেখা 

( D ) পশ্চিমবঙ্গ ও তরাই অঞ্চলের সীমানা 

উত্তর :- ( C ) সুন্দরবনের উত্তর সীমারেখা 

182. পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে ?

( A ) কালিম্পং

( B ) মিরিক

( C ) বাউরিগজ

( D ) কোচবিহার

উত্তর :- ( C ) বাউরিগজ 

183. সানফ্রানসিস্কোর গােল্ডেন গেট ব্রিজের অনুকরণে পশ্চিমবঙ্গের কোন ব্রিজ তৈরি হয়েছে ?

( A ) রবীন্দ্রসেতু

( B ) বিদ্যাসাগর সেতু

( C ) বিবেকানন্দ সেতু

( D ) তিস্তা ব্রিজ 

উত্তর :- ( B ) বিদ্যাসাগর সেতু

184. পশ্চিমবঙ্গের কোন জেলাকে “ Babel of tribes and nations ” বলা হয় ? 

( A ) কলকাতা

( B ) হাওড়া 

( C ) দার্জিলিং 

( D ) পুরুলিয়া 

উত্তর :- ( C ) দার্জিলিং 

185. লেপচা ভাষায়, কোন শহরের নামের অর্থ ' বেতের লাঠি ' ?

( A ) কালিম্পং 

( B ) কার্শিয়াং 

( C ) দার্জিলিং 

( D ) মিরিক

উত্তর :- ( B ) কার্শিয়াং 

186. ইতিহাসখ্যাত ‘ পলাশী ' কোন জেলায় অবস্থিত ?

( A ) মুর্শিদাবাদ 

( B ) নদীয়া 

( C ) মালদা 

( D ) ২৪ পরগণা 

উত্তর :-  ( B ) নদীয়া 

187. ' পশ্চিমবঙ্গের শস্যাগার ' কোন জেলাকে বলা হয় ?

( A ) বর্ধমান 

( B ) দঃ ২৪ পরগণা 

( C ) মালদা 

( D ) দিনাজপুর 

উত্তর :- ( A ) বর্ধমান 

188. পশ্চিমবঙ্গের কোন জেলায় মুসলমান জনসংখ্যা হিন্দু জনসংখ্যার চেয়ে বেশী ?

( A ) হাওড়া

( B ) মালদা

( C ) দিনাজপুর

( D ) মুর্শিদাবাদ

উত্তর :- ( D ) মুর্শিদাবাদ

189. পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোনটি ?

( A ) মেদিনীপুর

( B ) তমলুক 

( C ) কঁথি 

( D ) সিউড়ি

উত্তর :- ( B ) তমলুক 

190. মামা-ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত ?

( A ) বাঁকুড়া

( B ) বীরভূম

( C ) পুরুলিয়া

( D ) সিংভূম

উত্তর :- ( B ) বীরভূম 


সুতরাং, দেরি না করে এখনই ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব - 3 Pdf টি নীচে গিয়ে ডাউনলোড করুন👇

File Details :

File Name- ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পর্ব 3   [জীবিকা দিশারি

File Format- pdf

Quality- High

File Size- 1 MB

File page- 35

File Location- Google Drive

Download Link: Click Here To Download

MORE PDF

DOWNLOAD LINK

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পর্ব- 1

Click Here

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পর্ব- 2

Click Here

ইতিহাসের প্রশ্নত্তোর

Click Here

বিঞ্জানের প্রশ্নত্তোর

Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area