মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–১) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ইতিহাস সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–১) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part-1)
বিভাগ-'ক'
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১'বঙ্গদর্শন' সাময়িকপত্রটি ছিল একটি-
(ক) সাপ্তাহিক পত্রিকা,
(খ) পাক্ষিক পত্রিকা,
(গ) মাসিক পত্রিকা,
(ঘ) বাৎসরিক পত্রিকা।
১.২'জীবনের ঝরাপাতা' রচনা করেছিলেন-
(ক) সরলাদেবী চৌধুরানি,
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর,
(গ) স্বামী বিবেকানন্দ,
(ঘ) লীলা নাগ।
১.৩ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন-
(ক) ১৮৩০ খ্রি.
(খ) ১৮৩৩ খ্রি,
(গ) ১৮৪৩ খ্রি.
(ঘ) ১৮৫০ খ্রি।
১.৪ 'স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না' একথা বলেছেন-
(ক) স্বামী বিবেকানন্দ,
(খ) রামমোহন রায়,
(গ) বিদ্যাসাগর,
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
১.৫ ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা' বলা হয়- (ক) মেকলে মিনিটকে,
(খ) উডের ডেসপ্যাচকে,
(গ) বেস্টিষ্কের ঘোষণাকে,
(ঘ) সনদ আইনকে।
১.৬ ব্রিটিশরা 'চোর-ডাকাত'-এর তকমা দিয়েছিল-
(ক) চুয়াড় বিদ্রোহীদের,
(খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহীদের,
(গ) মুন্ডা বিদ্রোহীদের,
(ঘ) বারাসত বিদ্রোহীদের।
১.৭ কোন্ বিদ্রোহ 'উলগুলান' নামে পরিচিত?-
(ক) মুন্ডা বিদ্রোহ,
(খ) সাঁওতাল বিদ্রোহ,
(গ) কোল বিদ্রোহ,
(ঘ) ভিল বিদ্রোহ।
১.৮ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-
(ক) ভারতসভা,
(খ) ভারতের জাতীয় কংগ্রেস,
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা,
(ঘ) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি।
১.৯'ভারতের জাতীয়তাবাদের জনক' বলা হয়-
(ক) ঋষি অরবিন্দ ঘোষকে,
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে,
(গ) স্বামী বিবেকানন্দকে,
(ঘ) রাজা রামমোহন রায়কে।
১১০ মহারানির ঘোষণাপত্র ঘোষিত হয় ১৮৫৮-এর-
(ক) ১ নভেম্বর,
(খ) ২ নভেম্বর,
(গ) ৩ নভেম্বর,
(ঘ) ৪ নভেম্বর।
১.১১ 'লাইনোটাইপ' তৈরি করেছিলেন –
(ক) পঞ্চানন কর্মকার,
(খ) চার্লস উইলকিনস,
(গ) রামরাম বসু,
(ঘ) সুরেশচন্দ্র মজুমদার।
১.১২ 'বসু বিজ্ঞান মন্দির' স্থাপিত হয়–
(ক) ১৯০৭ খ্রি ২ নভেম্বর,
(খ) ১৯২৭ খ্রি ৩ নভেম্বর,
(গ) ১৯১৭ খ্রি ৩০ নভেম্বর,
(ঘ) ১৯০৫ খ্রি ১০ নভেম্বর।
১.১৩ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়–
(ক) ১৯৩০ খ্রি,
(খ) ১৯৩২ খ্রি,
(গ) ১৯৩৪ খ্রি,
(ঘ) ১৯৩৬ খ্রি।
১.১৪ রম্পা বিদ্রোহের নেতা ছিলেন–
(ক) শিউরাম,
(খ) মইনউদ্দিন,
(গ) মাদারি পাসি,
(ঘ) আল্লুরি সীতারাম রাজু।
১.১৫ ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন-
(ক) রামমনোহর লোহিয়া,
(খ) ফিলিপ স্প্র্যাট,
(গ) বি পি ওয়াদিয়া,
(ঘ) ব্র্যাডলি।
১.১৬ অ্যান্টি-সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন–
(ক) শচীন্দ্রপ্রসাদ বসু,
(খ) কৃষ্ণকুমার মিত্র,
(গ) চিত্তরঞ্জন দাশ,
(ঘ) আনন্দমোহন বসু।
১.১৭ সত্যশোধক সমাজ গঠন করেন –
(ক) জ্যোতিরাও ফুলে,
(খ) বীরেশলিঙ্গম পাণ্ডুলু,
(গ) মহাদেব গোবিন্দ রানাডে,
(ঘ) গোপালহরি দেশমুখ।
১.১৮ 'অগ্নিযুগের অগ্নিকন্যা' নামে পরিচিত-
(ক) বেগম রোকেয়া,
(খ) কল্পনা দত্ত,
(গ) শান্তি দাস,
(ঘ) লীলা নাগ।
১.১৯ রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে,
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে,
(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে।
১.২০ স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল–
(ক) পশ্চিমবঙ্গ,
(খ) গুজরাট,
(গ) অন্ধ্রপ্রদেশ,
(ঘ) হায়দরাবাদ।
বিভাগ-'খ'
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও)
উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? ২.১.২ 'ধরতি আবা' কে ছিলেন?
২.১.৩ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো।
২.১.৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয়?
উপবিভাগ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ প্রথম বিধবাবিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন।
২২.২ বাংলায় ওয়াহাবি আন্দোলন বারাসত বিদ্রোহ নামে পরিচিত।
২.২.৩ মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল।
২.২.৪ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন রাসন্তী দেবী।
উপবিভাগ ২.৩ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো:
২.৩.১ বারাণসী,
২.৩.২ মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি,
২.৩.৩ সুরাট,
২.৩.৪ গোয়া।
উপবিভাগ ২.৪ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৪.১ বিবৃতি: ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়।
ব্যাখ্যা ১: তিনি শিক্ষকতায় সাফল্য অর্জন করতে পারেননি।
ব্যাখ্যা ২: তিনি অসুস্থ হয়ে পড়েন।
ব্যাখ্যা ৩: তাঁর প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালন সমিতির পছন্দ হয়নি।
২.৪.২ বিবৃতি: স্বামী বিবেকানন্দ 'বর্তমান ভারত' গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা ১: তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
ব্যাখ্যা ২: তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।
ব্যাখ্যা ৩: তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।
২.৪.৩ বিবৃতি: রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন।
ব্যাখ্যা ১: রবীন্দ্রনাথ চাইতেন শিক্ষার্থীরা প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করুক।
ব্যাখ্যা ২: রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়।
ব্যাখ্যা ৩: রবীন্দ্রনাথ প্রকৃতি ও মানুষকে কোনো বিচ্ছিন্ন বিষয় ভাবতেন না।
২.৪.৪ বিবৃতি: ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়।
ব্যাখ্যা ১: চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য।
ব্যাখ্যা ২: ঢাকার ইডেন কলেজের সমাজসেবার কাজে যুক্ত থাকার জন্য।
ব্যাখ্যা ৩: স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার জন্য।
বিভাগ-'গ'
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো ১১টি)
৩.১ নতুন সামাজিক ইতিহাস কী?
৩.২ আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?
৩.৩ ভারতে শিক্ষার ইতিহাসে ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী?
৩.৪ কাঙাল হরিনাথ কেন বিখ্যাত?
৩.৫ ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল?
৩.৬ খুৎকাঠি প্রথা কী?
৩.৭ দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল?
৩.৮ মঙ্গল পান্ডে স্মরণীয় কেন?
৩.৯ পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?
৩.১০ 'বিদ্যাসাগর সাট' বলতে কী বোঝায়?
৩.১১ মানবেন্দ্রনাথ রায় কেন স্মরণীয়?
৩.১২ একা আন্দোলন শুরু হয় কেন?
৩.১৩ বাংলার বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স-এর ভূমিকা কী ছিল?
৩.১৪ 'দলিত' কাদের বলা হয়?
৩.১৫ 'Princely State' কাদের বলা হত?
৩.১৬ উদ্বাস্তু কারা?
বিভাগ-'ঘ'
৪। সাত বা আটটি নাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ ঘ ৪.১ আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 'সত্তর বৎসর'-এর গুরুত্ব লেখো।
৪.২ ব্রাহ্মসমাজে কেন বিভাজন দেখা দিয়েছিল?
উপবিভাগ ঘ ৪.৩ সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
৪.৪ 'আনন্দমঠ' উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
উপবিভাগ ঘ ৪.৫ জাতীয় শিক্ষা প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কী ছিল?
৪.৬ টীকা লেখো: চম্পারন সত্যাগ্রহ।
উপবিভাগ ঘ ৪.৭ আজাদ হিন্দ বাহিনীর সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন করো।
৪.৮ নেহরু-লিয়াকৎ চুক্তি বা দিল্লি চুক্তি সম্পর্কে টীকা লেখো।
বিভাগ-'ঙ'
৫.১ পনেরো না ষোলোটি বাক্যে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :
৫.১ পাশ্চাত্য শিক্ষার বিকাশে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান সম্পর্কে লেখো।
৫.২ ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে 'স্বাধীনতার প্রথম যুদ্ধ' বলা যায় কি?
৫.৩ অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।