(ষষ্ঠ অধ্যায়) পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া
প্রিয় ছাত্রছাত্রীরা,
আজ তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান (ষষ্ঠ অধ্যায়) নতুন পোস্ট শেয়ার করলাম, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই অধ্যায়,যা তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছ নিচের শেয়ার করা পোস্টে পেয়ে যাবে , তাই আর সময় নষ্ট না করে নিচের প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নাও। যা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে।
সপ্তম শ্রেণীর বিজ্ঞান ||পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Class-7 Science Questions And Answers
১) সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):
1) ভ্রণমূল বর্ধিত হয়ে উদ্ভিদের কোন্ অঙ্গকে গঠন করে?
(a) অস্থানিক মূল
(b) স্থানিক মূল
(c) বলয়ী মূল
(d) গুচ্ছমূল
উত্তর: (b) স্থানিক মূল
2) নীচের কোন্ উদ্ভিদে চোষক মূল বা হস্টোরিয়া পাওয়া যায়?
(a) পান
(b) বট
(c) কচুরিপানা
(d) স্বর্ণলতা
উত্তর: (d) স্বর্ণলতা
3) কোনটি ক্ষেত্রে পর্ণকাণ্ড দেখা যায়?
(a) বাঁশ
(b) জবা
(c) ফণীমনসা
(d) মটর
উত্তর: (c) ফণীমনসা
4) কোন্ উদ্ভিদের সমস্ত দেহটিই মূল দ্বারা গঠিত?
(a) র্যাফ্লেসিয়া
(b) উলফিয়া
(c) গুলঞ
(d) শতমূলী
উত্তর: (a) র্যাফ্লেসিয়া
5) নীচের কোন্ বৈশিষ্ট্যটি বীরুৎ শ্রেণির নয়?
(a) কান্ড রসালো
(b) ক্ষণজীবিতা
(c) ক্ষুদ্রাকার
(d) গুঁড়ি উপস্থিত
উত্তর: (d) গুঁড়ি উপস্থিত
6) খাদ্য প্রস্তুত করে
(a) পত্রফলক
(b) পত্রবৃন্ত
(c) উপপত্র
(d) কোনোটিই নয়
উত্তর: (a) পত্রফলক
7) ঝুমকোলতার শাখা আকর্ষ কীসের রূপান্তরিত রূপ?
(a) কাক্ষিক মুকুল
(b) পুষ্পমুকুল
(c) শাখা
(d) পত্রক
উত্তর: (a) কাক্ষিক মুকুল
8) বুলবিল কোন্ মুকুলের পরিবর্তিত রূপ?
(a) শীর্ষ
(b) অগ্র
(c) কাক্ষিক
(d) পুষ্প
উত্তর: (c) কাক্ষিক
9) ফলকের অগ্রভাগ আকর্ষে রূপান্তরিত হয়
(a) কুমারিকা
(b) খেসারি
(c) উলটচণ্ডাল
(d) মটর
উত্তর: (c) উলটচণ্ডাল
10) কোন্ উদ্ভিদে পত্রক আকর্ষে পরিণত হয়?
(a) কুমারিকা
(b) খেসারি
(c) মটর
(d) কুমড়ো
উত্তর: (c) মটর
11) সম্পূর্ণ পাতা আকর্ষে পরিণত হয় _ উদ্ভিদে।
(a) মটর
(b) খেসারি
(c) কুমারিকা
(d) কুমড়ো
উত্তর: (b) খেসারি
12) ছাগলবটি উদ্ভিদের পাতার কোন্ অংশ আকর্ষে পরিণত হয়?
(a) ফলক
(b) পত্রবৃন্ত
(c) কুমারিকা
d) পত্রাগ্র
উত্তর: (b) পত্রবৃন্ত
13) নিম্নলিখিত কোন্ ফুলে 10টি পুংকেশর দেখা যায়?
(a) গোলাপ
(b) মটর
(c) জবা
(d) জুঁই
উত্তর: (b) মটর
14) জবা ফুলে ক-টি বৃতি থাকে?
(a) 5 টি
(b) 2 টি
(c) 3 টি
(d) 4 টি
উত্তর: (a) 5 টি
15) নিম্নলিখিত কোন্টি স্ত্রীস্তবকের অংশ নেয়?
(a) গর্ভদণ্ড
(b) পরাগরেণু
(c) গর্ভমুণ্ড
(d) ডিম্বাশয়
উত্তর: (b) পরাগরেণু
(16) নীচের কোন্ ফুলটিতে একগুচ্ছ পুংকেশর দেখা যায়?
(a) লেবু
(b) জবা
(c) মটর
(d) শিমুল
উত্তর: (b) জবা
17) নিষিক্ত ফুলের কোন্ অংশ থেকে ফলত্বক গঠিত হয়?
(a) ডিম্বাশয়ের প্রাচীর
(b) বৃতি
(c) ডিম্বকত্বক
(d) গর্ভপত্র
উত্তর: (a) ডিম্বাশয়ের প্রাচীর
18) নীচের কোন্ ফলটি অপ্রকৃত ফলের উদাহরণ?
(a) ধান
(b) আম
(c) চালতা
(d) মটর
উত্তর: (c) চালতা
19) নিষেকের ফলে নির্ণীত নিউক্লিয়াস কীসে পরিণত হয়?
(a) ভ্রুণে
(b) বীজে
(c) সস্যে
(d) বীজপত্রে
উত্তর: (c) সস্যে
20) কোনটি বীজের অংশ?
(a) বীজপত্র
(b) ভ্রূণাক্ষ
(c) ভ্রূণমূল
(d) সবকটি
উত্তর: (d) সবকটি
21) নীচের কোনটি সস্যল বীজ?
(a) ছোলা
(b) মটর
(c) রেড়ি
(d) আম
উত্তর: (c) রেড়ি
22) ডিম্বকনাভি দেখা যায়
(a)বীজে
(b) বীজত্বকে
(c) বীজপত্রে
d) অন্তর্বীজে
উত্তর: (b) বীজত্বকে
23) নীচের কোনটি দ্বিবীজপত্রী বীজ নয়?
(a) মটর
(b) আম
(c) পদ্ম
(d) ধান
উত্তর: (d) ধান
24) নীচের কোনটি অসস্যল বীজ?
(a) ধান
(b) গম
(c) ছোলা
(d) ভুট্টা
উত্তর: (c) ছোলা
25) নিম্নলিখিত কোনটি লঘুসারক দ্রবণ
(a) গাঢ় চিনির দ্রবণ
(b) প্লাজমার দ্রবণ
(c) পাতিত জল
(d) কোনোটিই নয়
উত্তর: (c) পাতিত জল
26) নিম্নলিখিত কোনটি সমসারক দ্রব্য
(a) প্লাজমার দ্রবণ
(b) গাঢ় চিনির দ্রবণ
(c) লবণ জল
(d) পাতিত জল
উত্তর: (a) প্লাজমার দ্রবণ
27 নিম্নলিখিত কোন্ প্রক্রিয়ায় কোশ আয়তনে বৃদ্ধি পায়?
(a) বহিঃঅভিস্রবণ
(b) অন্তঃঅভিস্রবণ
(c) ব্যাপন
(d) আত্মভূতি
উত্তর: (b) অন্তঃঅভিস্রবণ
২) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1) কোন্ উদ্ভিদের মূল ক্লোরোফিলযুক্ত হয়? এই প্রকার মূলের নাম লেখো।
উত্তরঃ গুলঞ্চের আত্তীকরণ মূল ক্লোরোফিল সমন্বিত সবুজ।
2) ঠেসমূল আছে এমন একটি উদ্ভিদের নাম লেখো।
উত্তরঃ কেয়া (Pandanus tectorius)।
3) আদর্শ উদ্ভিদ কী?
উত্তরঃ যে সকল উদ্ভিদ মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ও বীজ ধারণ করে।
4) পাতার প্রসারিত অংশকে কী বলে?
উত্তরঃ পত্রফলক বলে।
5) একবর্ষজীবী উদ্ভিদের নাম বলো।
উত্তর: সরষে (Brassica napus)।
6) গুল্ম কী?
উত্তরঃ কাষ্ঠল, ক্ষুদ্র কাণ্ডবিশিষ্ট ও শাখাপ্রশাখাযুক্ত ঝোপের মতো উদ্ভিদ।
7) বৃক্ষ কী?
উত্তরঃ দীর্ঘ, কাষ্ঠল, স্তম্ভের মতো গুঁড়িবিশিষ্ট উদ্ভিদ।
8) সপক্ষল পত্রবৃন্ত দেখা যায় কোন্ উদ্ভিদের পাতায়?
উত্তরঃ লেবু (Citrus limon) পাতায় সপক্ষল পত্রবৃন্ত দেখা যায়।
9) স্ফীত পত্রবৃন্ত দেখা যায় কোন্ উদ্ভিদের পাতায়?
উত্তরঃ কচুরিপানার (Eichhornia crassipes) পাতায় স্ফীত পত্রবৃন্ত দেখা যায়।
10) অভিমুখ উপরিপন্ন পত্রবিন্যাসযুক্ত একটি উদ্ভিদের নাম লেখো।
উত্তর: মাধবীলতা (Hiptage benghalensis) উদ্ভিদে অভিমুখ উপরিপন্ন পত্রবিন্যাস থাকে।
11) শিরাবিন্যাস কী?
উত্তরঃ যে নির্দিষ্ট পদ্ধতিতে শিরা-উপশিরাগুলি ফলকের ওপর বিন্যস্ত থাকে। তাকে শিরা বিন্যাস বলে।
12) একক পত্র কী?
উত্তরঃ অখন্ডিত বা আংশিক খণ্ডিত ফলকযুক্ত পাতাকে এককপত্র বলে।
13) পুষ্পপুট দেখা যায় এমন দুটি ফুলের নাম লেখো।
উত্তর: রজনিগন্ধা, উলটচণ্ডাল।
14) দললগ্ন পুংকেশর কোথায় দেখা যায়?
উত্তরঃ ধুতুরা, বেগুন, শ্বেতদ্রোণ, বাসন্তী ইত্যাদি ফুলে।
15) একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও।
উত্তরঃ একটি অসম্পূর্ণ ফুল হল কুমড়ো ফুল।
16) পুষ্পপুটলগ্ন পুংকেশর দেখা যায় কোন্ ফুলে?
উত্তর: রজনিগন্ধা।
17) অধিগর্ভ ডিম্বাশয় দেখা যায় কোন্ কোন্ ফুলে?
উত্তরঃ জবা, সরিষা ইত্যাদি ফুলে।
18) দুটি নীরস অবিদারী ফলের উদাহরণ দাও।
উত্তরঃ দুটি নীরস অবিদারী ফলের উদাহরণ হল-(i) ধান ও (ii) কাজুবাদাম।
19) ফুলের কোন্ অংশ থেকে ফলত্বক গঠিত হয়?
উত্তরঃ ফুলের ডিম্বাশয় প্রাচীর থেকে ফলত্বক গঠিত হয়।
20) কোন্ ফলের গঠনে ফুলের পুষ্পাক্ষ উপস্থিত থাকে?
উত্তরঃ আপেল-এর গঠনে ফুলের পুষ্পাক্ষ উপস্থিত থাকে।
21) ফুলের ডিম্বাশয় এবং অন্যান্য অংশ একই সঙ্গে ফলে রূপান্তরিত হলে তাকে কী ফল বলে?
উত্তরঃ ফুলের ডিম্বাশয় এবং অন্যান্য অংশ একই সঙ্গে ফলে রূপান্তরিত হলে তাকে অপ্রকৃত ফল বলে।
22) বীজ কাকে বলে?
উত্তরঃ বীজত্বক দ্বারা আবৃত নিষিক্ত, পরিণত এবং পরিপক্ব ডিম্বক, যা নতুন উদ্ভিদের জন্ম দেয়, তাকে বীজ (seed) বলে।
23) টেগমেন কী?
উত্তরঃ বীজত্বকের ভিতরের পাতলা, অর্ধস্বচ্ছ, সাদা আবরণটিকে টেগমেন বা বীজ অন্তত্ত্বক বলে।
24) পর্বসন্ধি কাকে বলে?
উত্তরঃ ঘৃণাক্ষের যে বিন্দুতে বীজপত্র দুটি সংযুক্ত থাকে তাকে পর্বসন্ধি বলে।
25) ভ্রূণমূল কী?
উত্তরঃ ঘৃণাক্ষের নিম্নপ্রান্তটিকে ভূণমূল বলে। ভ্রূণমূল থেকে শিশু উদ্ভিদের মূল সৃষ্টি হয়।
26) বীজের সস্যে ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তরঃ বীজের সস্যের ক্রোমোজোম সংখ্যা হল 3n।
27) একটি যৌগিক পত্রের উদাহরণ দাও।
উত্তর: একটি যৌগিক পত্র হল তেঁতুল পাতা।
28) মূলরোম অঞ্চল কাকে বলে?
উত্তরঃ উদ্ভিদের মূলের বর্ধিষ্ণু অঞ্চলের উপরে অবস্থিত রোমবিশিষ্ট অঞ্চলকে মূলরোম অঞ্চল বলে। এই অঞ্চলের চারপাশ থেকে অসংখ্য এককোশী রোম জন্মায়, এদের মূলরোম বলা হয়।
29) মূলের শারীরবৃত্তীয় কাজগুলি লেখো।
উত্তর: (i) মূল মূলরোমের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। (ii) শোষিত জল ও খনিজ লবণকে জাইলেম কলার মাধ্যমে কান্ডে প্রেরণ করে।
30) অপ্রকৃত ফল কাকে বলে?
উত্তরঃ ডিম্বাশয়ের সঙ্গে ফুলের অন্যান্য অংশও (যেমন- পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল) পরিবর্তিত হয়ে ফল গঠিত হলে তাকে অপ্রকৃত ফল বলে। উদাহরণ : আপেল (Malus sylvestris), চালতা, কাঁঠাল (Artocarpus heterophyllus), আনারস (Ananus comosus)।
31) গুচ্ছিত ফল কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ একটি ফুলের মুক্তগর্ভপত্রী (apocarpous) একাধিক ডিম্বাশয় থেকে একাধিক ফল যখন গুচ্ছাকারে উৎপন্ন হয়, তখন তাকে গুচ্ছিত ফল বলে। গুচ্ছিত ফলের এক-একটি ফলকে ফুটলেট (fruitlet) এবং ফলের গুচ্ছকে ইটারিও (etaerio) বলে। যেমন-বেরির ইটারিও, ফলিকলের ইটারিও ইত্যাদি। উদাহরণ: আতা (Annona squamosa), স্ট্রবেরি ইত্যাদি।
32) পার্থেনোকার্পিক ফল কী? উদাহরণ দাও।
উত্তরঃ যে সমস্ত ফল নিষেক ছাড়াই গঠিত হয় তাদের পার্থেনোকার্পিক ফল বলে। যেমন-কলা, আঙুর।
আরও পড়ো সপ্তম শ্রেণীর বিজ্ঞান-