Ads Area


সপ্তম শ্রেণীর বিজ্ঞান || পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Science Class-7 West Bangal

(চতুর্থ অধ্যায়) পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা

তোমরা যারা সপ্তম শ্রেণীর বিজ্ঞান (চতুর্থ অধ্যায়)  পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা থেকে প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ তা এই নিচের পোস্টে দেওয়া আছে, যা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তাই আর দেরি না করে নিচের প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে পড়ে নাও।


সপ্তম শ্রেণীর বিজ্ঞান || পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Science Class-7  West Bangal


সপ্তম শ্রেণীর বিজ্ঞান || পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Science Class-7  West Bangal


১)সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):

1)মানুষের পাকস্থলিতে পাওয়া যায়

(a) সালফিউরিক অ্যাসিড

(b) হাইড্রোক্লোরিক অ্যাসিড

(c) ইউরিয়া

(d) সোডিয়াম হাইড্রক্সাইড

উত্তর: (b) হাইড্রোক্লোরিক অ্যাসিড

2) মিথাইল অরেঞ্জ একটি

(a) অ্যাসিড

(b) ক্ষার

(c) লবণ

(d) নির্দেশক

উত্তর: (d) নির্দেশক

3) নীচের কোন্টিকে জ্বালানি খাদ্য বলা হয়?

(a) প্রোটিন

(b) ফ্যাট

(c) লিপিড

(d) কার্বোহাইড্রেট

উত্তর: (d) কার্বোহাইড্রেট

4) আমাদের দেহের জলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে

(a) Na+ আয়ন

(b) Mg+ আয়ন

(c) Ca²+ আয়ন

(d) K+ আয়ন

উত্তর: (a) Na+ আয়ন

5) চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদান হল

(a) কার্বোহাইড্রেট

(b) খনিজ লবণ

(c) প্রোটিন

(d) লিপিড

উত্তর: (c) প্রোটিন

6) আমাদের প্রধান রেচন অঙ্গ হল

(a) হৃৎপিণ্ড

(b) ফুসফুস

(c) বৃক্ক

(d) কিডনি

উত্তর: c) বৃক্ক

7) সাবান জলের pH-এর মান-

(a) 7

(b) 7-এর কম

(c) 7-এর বেশি

(d) কোনোটিই নয়

উত্তর: (c) 7-এর বেশি

8) ইথিলিনের পলিমার হল

(a) PVC

(b) PET

(c) প্লাস্টিক

(d) পলিথিন 

উত্তর: (d) পলিথিন 

9) কোন্ পলিমারটি বায়োডিগ্রেডেবল?

(a) PET

(b) PVC

(c) পলিথিন

(d) মাংসপেশির প্রোটিন

উত্তর: (d) মাংসপেশির প্রোটিন

10) রক্ত তৈরি করতে প্রয়োজন

(a) সোডিয়াম

(b) লোহা

(c) পটাশিয়াম

(d) ক্যালশিয়াম

উত্তর: (b) লোহা

২) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1) দুটি জৈব ভঙ্গুর পদার্থের নাম লেখো। 

উত্তরঃ সুতির কাপড়, চটের থলে।

2) দুটি জৈব অভঙ্গুর পদার্থের নাম লেখো।

উত্তরঃ কাচ, পলিথিন।

3) দুটি অ্যান্টাসিড ওষুধের নাম লেখো। 

উত্তরঃ পলিক্রল, ডাইজিন।

4) অনেক সংখ্যক কোন্ যৌগ অণু জুড়ে পলিথিন পলিমারটি তৈরি হয়?

উত্তর: ইথিলিন অণু।

5) অ্যাসিড এবং ক্ষারকে বিটের রসের রং কীরূপ হয়?

উত্তর: অ্যাসিডে লাল এবং ক্ষারকে নীল বর্ণ হয়।

6) দুটি মৌলের নাম লেখো যাদের পরিমাণ পৃথিবীপৃষ্ঠ থেকে মানবদেহে বেশি।

উত্তরঃ অক্সিজেন, কার্বন।

7) পেশিতে ব্যথার অনুভূতি জাগে কোন্ অ্যাসিড জমার ফলে?

উত্তর: ল্যাকটিক অ্যাসিড।

8) তিনটি জলজ উদ্ভিদের নাম লেখো।

উত্তরঃ কচুরিপানা, শৈবাল, পাতা ঝাঁঝি।

9) দুটি কৃত্রিম পলিমারের নাম লেখো। 

উত্তর: PVC ও PET।

10) রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে আমাদের শরীরে কী ঘটতে পারে?

উত্তরঃ রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে-

(i) শিরা ও ধমনি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হবে।

(ii) মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয়।

(iii) হৃৎপিণ্ডে রক্ত চলাচল বেড়ে যায়, ফলে হৃৎস্পন্দন বেড়ে যায়।

11) সাবানের ব্যবহার লেখো।

উত্তর: (i) জামাকাপড় পরিস্কার করতে সাবান ব্যবহার করা হয়।

(ii) দেহের ময়লা পরিষ্কর করতে সাবান ব্যবহার করা হয়।

 (iii) জীবাণুনাশক হিসেবে নিম সাবান ও কার্বলিক সাবান ব্যবহার করা হয়।

12) চামড়ার নীচের স্তরের প্রয়োজনীয়তা কী? 

উত্তরঃ চামড়ার নীচের লিপিডের স্তর আমাদেরকে শীতের হাত থেকে রক্ষা করে।

13) পলিমার বলতে কী বোঝো? দুটি জৈবভঙ্গুর পলিমারের নাম লেখো। 

 উত্তরঃ অনেকগুলি ছোটো অণুর বহুবার রাসায়নিক সংযোগের ফলে উৎপন্ন দীর্ঘ বৃহদাকার অণুকে পলিমার বলে। দুটি জৈবভঙ্গুর পলিমার হল পলিগ্লাইকোলিক অ্যাসিড ও নাইলন 26।

14) রেচন কাকে বলে?

উত্তর: জীবদেহের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত জিনিস বিভিন্ন উপায়ে শরীর থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাকে রেচন বলে। মানুষের প্রধান রেচন অঙ্গ বৃক্ক।

আরও পড়ো সপ্তম শ্রেণীর বিজ্ঞান-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area