SSC GD Constable 2023-24 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 20.02.2024 থেকে 07.03.2024 পর্যন্ত পরিচালিত হয়েছিল। আর এই মাত্র Staff Selection Commission (SSC) Official Notification দিয়ে জানিয়ে দিলো re-examination হবে।
আবার কথা হচ্ছে তাহলেকি সমস্ত পরীক্ষার্থীদের কী আবার পরীক্ষা দিতে হবে? না সমস্ত পরীক্ষার্থীদের
re-examination হবে না। কমিশন জানান প্রযুক্তিগত কারণে লক্ষ্য করা গেছে, নির্দিষ্ট স্থান/তারিখ/শিফ্টের প্রার্থীদের পুনঃপরীক্ষা করার প্রয়োজন। শুধুমাত্র সেই সমস্ত সেন্টার গুলিতেই আবার পরীক্ষা নেয়া হবে 30.03.2024 তারিখে। 81 টি সেন্টারের 16185 পরীক্ষার্থীদের আবার পরীক্ষা দিতে হবে।
Official Notification -এ পশ্চিমবঙ্গে একটিও সেন্টারের নাম নেই তাই পশ্চিমবঙ্গের কোন পরীক্ষার্থীদের আর পরীক্ষা দিতে হবে না।
এখানে নিচে দেওয়া Official Notification টি দেখে নাও কোন কোন পরীক্ষা সেন্টারের/শিফ্টের/তারিখের 30.03.2024 তারিখে পরীক্ষা দিতে হবে।
প্রার্থীদের এডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিয়মিত SSC Official ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।