Ads Area


Top 30 এশিয়ান গেমস 2022 ও 2023 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Top 30 Asian Games 2022 & 2023 Important Questions and Answers PDF

এশিয়ান গেমস 2022 ও 2023 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে এশিয়ান গেমস 2022 ও 2023 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (Asian Games 2022 & 2023 Important Questions and Answers) সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষার জন‍্য খুবই হেল্পফুল হবে।


Top 30 এশিয়ান গেমস 2022 ও 2023 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Top 30 Asian Games 2022 & 2023 Important Questions and Answers

এশিয়ান গেমস 2022 ও 2023 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


1. "এশিয়ান গেমস 2023" কোথায় আয়োজন করা হয়?

Ans- চীনের হাংজাওতে

2. "এশিয়ান গেমস 2023" কততম সংস্করণ?

Ans- 19 তম সংস্করণ

3. "এশিয়ান গেমস 2023" এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন দেশ?

Ans- চীন

  1. চীন- 383টি পদক (201টি সোনা, 111টি রুপা ও 71টি ব্রোঞ্জ)
  2. জাপান 188টি পদক (52টি সোনা, 67টি রুপা ও 69টি ব্রোঞ্জ)
  3. কোরিয়া- 190টি পদক (42টি সোনা, 59টি রুপা ও 47 টি ব্রোস)
  4. ভারত - 107টি পদক (২৪টি সোনা, 14টি রুপা ও 41টি ব্রোঞ্জ)
  5. উজবেকিস্তান - 71টি পদক (22টি সোনা, 18টি রুপা ও 31টি ব্রোস)

4. "এশিয়ান গেমস 2023" এর মোটো কি?

Ans- Heart To Heart @Future

5. "এশিয়ান গেমস 2023" এর ম্যাসকট কি?

Ans - চেনচেন, কংকোং ও লিয়ানলিয়ান

6. "এশিয়ান গেমস 2023" এর থিম গান কি?

Ans- with you and me

7. এই নিয়ে চীন মোট কতবার এশিয়ান গেমস আয়োজন করলো?

Ans - তিনবার

  1. চীন 1990, 2010 ও 2023 সালে এশিয়ান গেমস আয়োজন করে।
  2. ভারত 1951 1982 সালে এশিয়ান গেমস আয়োজন করেছিল।

8. "এশিয়ান গেমস 2023" এর উদ্বোধন কে করেন?

Ans- শি জিনপিং (চীনের রাষ্ট্রপতি) 

9. "এশিয়ান গেমস 2023" কবে শুরু এবং শেষ হয়?

Ans- 23 শে সেপ্টেম্বর থেকে ৪ ই অক্টোবর

10. "এশিয়ান গেমস 2023" এ মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল?

Ans- 45 টি

11. "এশিয়ান গেমস 2023" এর পদক তালিকায় ভারতের স্থান কত তম?

Ans - চতুর্থ

  • 107 টি পদক (2৪টি সোনা, 3৪টি রুপা ও 41টি ব্রোঞ্জ)

12. "এশিয়ান গেমস 2023" এ ভারতের থেকে কতজন অ্যাথলেটস অংশ নিয়েছিল?

Ans- 655 জন

13. "এশিয়ান গেমস 2023" এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা ধারক কে ছিলেন?

Ans- হর্মানপ্রীত সিং ও লভলিনা বর্গোহাইন

14. "এশিয়ান গেমস 2023" এ ভারতের প্রথম স্বর্ণপদক কে জেতে?

Ans- পুরুষ শুটিং দল (দিব্যাশ সিং পম্বর, রুদ্রাক্ষ পাটিল, ঐশ্বরিয়া প্রতাপ সিং)

15. "এশিয়ান গেমস 2023" এ সর্বাধিক স্বর্ণপদক জেতে কোন দেশ?

Ans - চীন (383 টি)

16. "এশিয়ান গেমস 2023" এ ভারত কোন খেলায় বেশি পদক জিতেছে?

Ans - অ্যাথলেটিক্স

17. "এশিয়ান গেমস 2023" এ ভারত মোট কতগুলি ইভেন্টে অংশ নিয়েছে?

Ans- 41 টি

18. "এশিয়ান গেমস 2023" এ ভারত কত তম দিনে 100 টি পদক জিতেছে?

Ans-13 তম দিনে

19. "এশিয়ান গেমস 2023" এ ভারতের পুরুষ প্রতিযোগীরা কত গুলি পদক জিতেছে?

Ans- 52 টি (সোনা-15 টি, রুপো-19 টি এবং ব্রোঞ্জ-18 টি) plained

20. "এশিয়ান গেমস 2023" এ ভারতের মহিলা প্রতিযোগীরা কত গুলি পদক জিতেছে?

Ans- 46 টি (সোনা 9 টি, রুপো-17 টি এবং ব্রোস-20 টি)

21. "এশিয়ান গেমস 2023" এ ভারতের দল/টিম থেকে কত গুলি পদক জিতেছে?

Ans- 9 টি (সোনা 4 টি, রুপো-২ টি এবং ব্রোঞ্জ-ও টি)

22. এশিয়ান গেমস কত বছর অন্তর আয়োজন করা হয়?

Ans- চার বছর

23. "এশিয়ান গেমস 2026" কোথায় আয়োজন করা হবে?

Ans - জাপানের আইচি নাগোয়াতে

24. প্রথম এশিয়ান গেমস কোথায় খেলা হয়েছিল?

Ans - ভারতের নিউ দিল্লীতে (1951 সালে)

25. "এশিয়ান গেমস 2018" (18 তম) কোথায় আয়োজন করা হয়েছিল?

Ans - ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেনব্যাংতে

26."এশিয়ান গেমস 2018" এ ভারত মোট কতগুলি পদক জিতেছিল?

Ans- 70টি (16 টি সোনা, 23 টি রুপো এবং 31 টি ব্রোঞ্জ)

27. "এশিয়ান গেমস 2018" এ পদক তালিকায় ভারত কত তম স্থানে ছিল?

Ans- অষ্টম

28. ভারতীয় হিসাবে এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী কে?

Ans - শচীন নাগ

29. ভারতীয় হিসাবে এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কে?

Ans - কমলজিৎ সান্ধু

30. এশিয়ান গেমসের অন্য আর একটি নাম কি?

Ans - এশিয়াড

আরও পড়ুন-  ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area