Ads Area


অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি || West Bengal Anganwadi Recruitment 2023

West Bengal Anganwadi Recruitment 2023: পশ্চিমবঙ্গের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্য্যালয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ মূলত, হুগলি জেলার অন্তর্গত আরামবাগ, শ্রীরামপুর, চন্দননগর ও সদর মহকুমায় করা হবে। আর এর জন্য শুধুমাত্র হুগলি জেলার নির্দিষ্ট অঞ্চলের যোগ্য মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য। West Bengal Anganwadi Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি || West Bengal Anganwadi Recruitment 2023


West Bengal Anganwadi Recruitment 2023

West Bengal Anganwadi Vacancies 2023

Jibikadisari.com চাকরির খবর

চাকরির বিবরণ

  • পদের নাম: অঙ্গনওয়াড়ি কর্মী
  • চাকুরির স্থান: হুগলি জেলা
  • শূন্যপদ সংখ্যা: 1582 টি।
  • আবেদন পদ্ধতি: অনলাইন
  • নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষার এবং ইন্টারভিউ


      গুরুত্বপূর্ণ তারিখ

      • আবেদন শুরু: 10.08.2023
      • আবেদন শেষ: 04.09.2023
      • পরীক্ষার তারিখ: শীঘ্রই আসছে
      • এডমিট প্রকাশের তারিখ: পরীক্ষার 10 দিন আগে

            Join Telegram Channel

                বয়স সীমা (01-01-2023 অনুযায়ী)

                • সর্বনিম্ন বয়স: 18 Years
                • সর্বোচ্চ বয়স: 45 Years

                  যোগ্যতা

                    আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। তবে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও এই পদে আবেদন করতে পাবেন।



                  শূন্যপদের বিবরণ

                  পদের নাম

                  মোট

                  অঙ্গনওয়াড়ি কর্মী

                  1582 টি।

                  প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন

                  গুরুত্বপূর্ণ লিঙ্ক

                  অফিশিয়াল বিজ্ঞপ্তি (আরামবাগ)

                  ক্লিক করুন

                  অফিশিয়াল বিজ্ঞপ্তি (শ্রীরামপুর)

                  ক্লিক করুন

                  অফিশিয়াল বিজ্ঞপ্তি (চন্দননগর)

                  ক্লিক করুন

                  অফিশিয়াল বিজ্ঞপ্তি (সদর)

                  ক্লিক করুন

                  অনলাইন আবেদন

                  ক্লিক করুন

                  স্থান হিসেবে শূন্যপদের পরিমান
                  মহকুমা অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা
                  আরামবাগ 59290
                  শ্রীরামপুর 78246
                  চন্দননগর 72 287
                  সদর 84466

                  অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের পদ্ধতি


                  • উপরিউক্ত দুটি পদের আবেদকারী প্রার্থীদের ৯০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। নীচে লিখিত পরীক্ষার বিষয়গুলি তুলে ধরা হল।


                  নিয়োগ পরীক্ষার পাঠক্রম


                  • মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণী): পূর্ণমান – 15
                  • পাটি গণিত (অষ্টম শ্রেণী): পূর্ণমান – 20
                  • পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন: পূর্ণমান – 15
                  • ইংরেজি ভাষাজ্ঞান, অনুবাদ: পূর্ণমান – 20
                  • সাধারণ জ্ঞান: পূর্ণমান – 20


                  অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বেতন (প্রতি মাসে)


                  • অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে সরকার কর্তৃক সাম্মানিক ভাতা দেওয়া হয়ে থাকে।


                  অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা চাকরির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন?


                  • হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://hooghly.nic.in/ পোর্টাল দেখুন।
                  • নিয়োগ বিভাগে যান এবং Recruitment লিঙ্কে ক্লিক করুন।
                  • আপনার ইমেইল এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন।
                  • এখন সাবধানে আবেদন ফর্ম পূরণ করুন।
                  • প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন [জন্ম তারিখ/পরিচয়/যোগ্যতা/জাতিগত প্রমাণ/ছবি/মোবাইল নং ইত্যাদি]।
                  • অবশেষে আপনি এই অ্যাপ্লিকেশনটির একটি হার্ড কপি ডাউনলোড এবং প্রিন্টআউট নিতে সক্ষম হবেন।

                  [বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]

                  Tags

                  Post a Comment

                  0 Comments
                  * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

                  Top Post Ad

                  Below Post Ad

                  Ads Area