Ads Area


পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর PDF || River Bank Cities in West Bengal

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর PDF || River Bank Cities in West Bengal

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর PDF || River Bank Cities in West Bengal

সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর PDF তালিকা শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর গুলির নামের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

পশ্চিমবঙ্গ একটি বহু নদীমাতৃক রাজ‍্য, বর্তমানে পশ্চিমবঙ্গের 5 টি বিভাগ ও 23 টি জেলা জুড়ে 11 কোটি মানুষের বসবাস। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা তেমনি বৃহত্তম নদী হল গঙ্গা যা পশ্চিমবঙ্গে 520 কিমি এলাকা জুড়ে বিস্তৃত। গঙ্গা নদী দ্বারা পশ্চিমবঙ্গ দুটি ভাগে বিভক্ত যা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নামে পরিচিত। চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর গুলি-

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম
নদী তীরবর্তী শহর
হুগলী কলকাতা
হুগলী হাওড়া
হুগলী ব্যারাকপুর
হুগলী চন্দননগর
হুগলী ত্রিবেণী
মহানন্দা মালদা
মহানন্দা শিলিগুড়ি
মহানন্দা ইটাহার
মহানন্দা ইসলামপুর
মহানন্দা ইংরেজ বাজার
দামোদর দুর্গাপুর
দামোদর আসানসোল
দামোদর রাণীগঞ্জ
অজয় কেন্দুলি
অজয় আসানসোল
অজয় ইলাম বাজার
ভাগীরথী কাটোয়া
ভাগীরথী মুর্শিদাবাদ
ভাগীরথী নবদ্বীপ
কংসাবতী পুরুলিয়া
কংসাবতী মেদিনীপুর
জলঢাকা মাথাভাঙা
জলঢাকা ধূপগুড়ি
ইছামতী বনগাঁ
ইছামতী বসিরহাট
তিস্তা জলপাইগুড়ি
তিস্তা কালিম্পং
কালজানি আলিপুরদুয়ার
দ্বারকেশ্বর বাঁকুড়া
আত্রেয়ী বালুরঘাট
তোর্সা‌ কোচবিহার
জলঙ্গী কৃষ্ণনগর
কোপাই বোলপুর
ময়ূরাক্ষী সিউড়ি
গন্ধেশ্বরী বাঁকুড়া
রূপনারায়ণ কোলাঘাট
চূর্ণী রাণাঘাট

গুরুত্বপূর্ণ প্রশ্ন

1. মহানন্দা নদীর তীরে কোন শহর অবস্থিত?

উত্তর- মালদা, শিলিগুড়ি, ইটাহার, ইসলামপুর, ইংরেজ বাজার।

2. রূপনারায়ণ নদী পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?

উত্তর- কোলাঘাট।

3. মহানন্দা নদীর তীরে কোন জেলা অবস্থিত?

উত্তর- দার্জিলিং জেলা।

4. পুরুলিয়া কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর- কংসাবতী।

5. মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর- ভাগীরথী।


পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর PDF ডাউনলোড
File Details::
File Name- River Bank Cities in West Bengal [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 810 kb
File page- 2
File Location- Google Drive

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area