Ads Area


রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে একাধিক পদে নিয়োগ || Kanyashree Prakalpa Recruitment 2023

Kanyashree Prakalpa Recruitment 2023: রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুর্শিদাবাদ জেলার DM অফিস। এতে বলা হয়েছে যেকোনো জেলা থেকে আগত সকল যোগ্য চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। আগামী ৪ আগস্ট পর্যন্ত চলা এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আগে বিস্তারিতভাবে জেনে নিন কোন কোন পদে, কোন যোগ্যতায়, কিভাবে আবেদন করতে হবে।

রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে একাধিক পদে নিয়োগ || Kanyashree Prakalpa Recruitment 2023


রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে একাধিক পদে নিয়োগ || Kanyashree Prakalpa Recruitment 2023


নিয়োগকারী সংস্থা - Murshidabad DM Office

Advertisement no. - 132/SW(KP)/MSD/23

অফিসিয়াল ওয়েবসাইট - https://murshidabad.gov.in/

মোট শূন্যপদ - ৯ টি।

আবেদন শুরু - ১৪.০৭.২০২৩

আবেদন শেষ - ০৪.০৮.২০২৩

পদের নাম-


Data Manager

মোট শূন্যপদ :


৮ টি।

শিক্ষাগত যোগ্যতা :


চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় স্নাতক হতে হবে এবং সেইসাথে কম্পিউটারে টাইপিং জানা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা :


০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :


এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা ১১,০০০ টাকা প্রতিমাস বেতন পাবেন।

পদের নাম


Accountant

মোট শূন্যপদ :


১ টি।

শিক্ষাগত যোগ্যতা :


চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে, কমার্স বিভাগে স্নাতক হতে হবে এবং সেইসাথে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা :


০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :


এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা ১৫,০০০ টাকা প্রতিমাস বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি


  1. MCQ টাইপ লিখিত পরীক্ষা।
  2. কম্পিউটার টেস্ট।
  3. ইন্টারভিউ।

চাকরির ধরণ


চাকরিপ্রাপ্ত প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি


উপরিউক্ত পদ দুটিতে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://murshidabad.gov.in/ এ গিয়ে Recruitment অপশনে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে থাকা ফর্মটির প্রিন্টআউট বের করার পর, ফিলাপ করে একটি মুখবন্ধ খামে ভরে, নিচে দেওয়া ঠিকানায় পোস্ট করে আবেদন জানাতে হবে। প্রার্থীরা চাইলে, মুর্শিদাবাদ কন্যাশ্রী অফিসের ড্রপ বক্সেও সেটি ফেলে আসতে পারেন। (তবে প্রার্থীরা নীচের দেওয়া লিংকে ক্লিক করেও  সরাসরি আবেদন পত্রটি ডাউনলোড করতে পারবেন)।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা


Kanyashree DPMU office (Room No. 2, Kanyashree & Kanyashree Cell of Murshidabad Collectorate, New Building at Berhampore, Barrack Square, Murshidabad, PIN- 742101.

আবেদন ফি -


এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবেনা।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area