মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণী তালিকা PDF || Covering Various Parts Of Human Body
মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণী তালিকা:
এই টপিকটি থেকে প্রায়
সমস্ত রকম প্রতিযোগিতা
মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC
প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক
পরীক্ষায় আপনাদের
অনেক সুবিধা হবে।
| মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণী তালিকা |
|---|
| অঙ্গের নাম | আবরণীর নাম |
|---|---|
| ফুসফুস | প্লুরা |
| হৃদপিণ্ড | পেরিকার্ডিয়াম |
| মস্তিষ্ক | মেনিনজেস |
| সুষুম্নাকাণ্ড | মেনিনজেস |
| বৃক্ক | রেনাল ক্যাপসুল |
| ক্রোমোজোম | পেলিকল |
| যকৃৎ | গ্লিসনস ক্যাপসুল |
| তরুণাস্থি | পেরিকন্ড্রিয়াম |
| কোষ গহ্বর | টনোপ্লাস্ট |
| পেশি | সারকোলেমা |
| অস্থি (ভিতর) | এন্ডোস্টিয়াম |
| অস্থি (বাহির) | পেরিঅস্টিয়াম |
মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণী তালিকা প্রশ্ন ও উত্তর নমুনা
1. অস্থির আবরণীর নাম কি?
উত্তর- এন্ডোস্টিয়াম (ভিতর), পেরিঅস্টিয়াম (বাহির)
2. কিডনির আবরণীর নাম কি?
উত্তর- রেনাল ক্যাপসুল
3. হৃদপিন্ডের আবরণীর নাম কি?
উত্তর- পেরিকার্ডিয়াম
4. যকৃতের আবরণীর নাম কি?
উত্তর- গ্লিসনস ক্যাপসুল
5. মেনিনজেস আবরণীরটি কিসের?
উত্তর- মস্তিষ্ক
মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণী তালিকা PDF ডাউনলোড
আরও পড়ুন-
File Details:
File Name- jibikadisari.com- মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণী
File Format- pdf
Quality- High
File Size- 0.5 MB
File page- 5
File Location- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।


