Bana Sahayak Recruitment 2023 West Bengal: ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট তথা পশ্চিমবঙ্গ বন দপ্তর এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে পুরোপুরিভাবে অস্থায়ী ভিত্তিতে বন সহায়ক হিসাবে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করতে চায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। নতুন বন সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Bana Sahayak Recruitment 2023 West Bengal | অষ্টম শ্রেণি পাশে রাজ্য সরকারি চাকরির
Bana Sahayak Recruitment 2023 Bana Sahayak Vacancies 2023 Jibikadisari চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
| |
আমাদের টেলিগ্রামে যুক্ত হন |
|
বয়স সীমা
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] |
|
যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
বন সহায়ক |
২০০০ |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
বন সহায়ক নিয়োগ আবেদনপত্র |
|
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
westbengalforest.gov.in |
বন সহায়ক নিয়োগের বয়স সীমা
- সাধারণ (General) প্রার্থী: ১৮ থেকে ৪০ বছর
- ওবিসি (OBC) প্রার্থী: ১৮ থেকে ৪৩ বছর
- এসসি/এসটি (SC/ST ) প্রার্থী: ১৮ থেকে ৪৫ বছর
বন সহায়ক বেতন (প্রতি মাসে)
- ১০,০০০/- টাকা।
বন সহায়ক নিয়োগের আবেদনের শেষ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশের দিন অর্থাৎ ১৯শে মে তারিখ থেকে ৭টি কাজের দিনের মধ্যে আবেদন করতে হবে।
বন সহায়ক নিয়োগের আবেদন পদ্ধতি
- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদনপত্র ডাউনলোড করুন।
- সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন।
- বাসস্থান অনুযায়ী মুখ্য বনপালের নিকট আবেদনপত্র জমা করতে হবে।
বন সহায়ক নিয়োগের প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- তপশীলি জাতি/ উপজাতি/ অনগ্রসর শ্রেণির শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)