Ads Area


Top GK In Bengali PDF Download

Top GK In Bengali PDF Download
সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে Top GK In Bengali এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর প্রদান করা হল। GK In Bengali PDF এই প্রশ্নগুলি তোমাদের আগামী SSC MTS, KP, WBP ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো দেখে নেওয়া যাক GK In Bengali Version PDF গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এর প্রশ্ন উত্তর গুলি।

Top GK In Bengali PDF Download


1. আকাশ নীল কেন?

উত্তর- সূর্যরশ্মি বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য।

2. কোন্ দ্রাব্যতার জন্য সোডার বোতল খুললে হিহিস্ শব্দ হয়?

উত্তর- কার্বন-ডাই-অক্সাইড।

3. অশোক কলিঙ্গ জয় করেন কবে?

উত্তর- খ্রিস্টপূর্ব ২৬১ অব্দে।

4. দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে?

উত্তর- লুই ব্রেল।

5. ম্যানহাটন পরিকল্পনা কি উদ্দেশ্যে অধিগৃহীত হয়েছিল?

উত্তর- পরমাণু বোমা সৃষ্টির উদ্দেশ্যে।

6. ফারেনহাইট স্কেলের 14°, সেন্টিগ্রেড স্কেলে কত?

উত্তর- -101

7. কচ্ছপ কোন্ শ্রেণীভুক্ত?

উত্তর- উভচর।

8. সালোকসংশ্লেষ কী?

উত্তর- কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া।

9. রক্তচাপ পরিমাপে কোন্ মিটার ব্যবহার করা হয়?

উত্তর- স্ফিগমোম্যানোমিটার।

10. কোন্ বাঙালি গ্রন্থকার ‘অনিলা দেবী' ছদ্মনাম ব্যবহার করতেন?

উত্তর- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

11. 'Captive Lady' কবিতাটি কে লিখেছিলেন?

উত্তর- মাইকেল মধুসূদন দত্ত।

12. 'To be or not to be, that is the question' বিখ্যাত এই উক্তিটি উইলিয়াম শেক্সপীয়রের কোন নাটকে পাওয়া যাবে?

উত্তর- হ্যামলেট।

13. 'India Wins Freedom' বইটি কে লিখেছিলেন?

উত্তর- আবুল কালাম আজাদ।

14. পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোন্‌টি?

উত্তর- নিউ ইয়র্ক।

15. উত্তর অয়নান্ত কী?

উত্তর- যেদিন সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে অবস্থান করে।

16. অষ্টম শতাব্দীর বিক্রমশীলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন্ রাজ্যে পাওয়া গেছে?

উত্তর- বিহার।

17. হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন?

উত্তর- হর্ষবর্ধন

18. ভারতের ক্ষেপণাস্ত্র- নাশক ক্ষেপণাস্ত্রটি 2000 সালের জুলাই মাসে ভারতীয় নৌবাহিনীর কোন্ রণতরীতে প্রথম সংযোজিত হয়?

উত্তর- আই এন এস সুদর্শন।

19. ভারতের সর্বপ্রথম ব্যাঙ্কের নাম কী?

উত্তর- স্টেট অফ ইন্ডিয়া।

20. পুলিৎজার পুরস্কার ' কিসে দেওয়া হয়?

উত্তর- সাহিত্যে।

21. আধুনিক কার্টুনের জনক কে?

উত্তর- উইলিয়াম হোগার্থ।

22. ইউনাইটেড নেশন্‌স সিকিউরিটি কাউন্সিল ' এর পাঁচ স্থায়ী সদস্যের চারটি হল ইউ এস. এ. রাশিয়া, চীন এবং ইউ কে। পঞ্চম দেশ কোনটি?

উত্তর- ফ্রান্স।

23. পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর- মহম্মদ আলি জিন্ন

24. অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়েছিল?

উত্তর- 1961 ।

25. 2002 সালে প্রথমবার ডেভিস কাপ পেল কোন দেশ?

উত্তর- বেলজিয়াম।

26. "Inlocate" শব্দটি কোন্ খেলার সঙ্গে যুক্ত?

উত্তর- তীরন্দাজী।

27. জুলি অ্যান্ড্রু অভিনীত বিখ্যাত ছবির নাম কি?

উত্তর- মাই ফেয়ার লেডি।

28. সাধারণত সপ্তরে কটা তার থাকে?

উত্তর- 100 ।

29. 'Louvre Musseum' কোথায় অবস্থিত?

উত্তর- প্যারিসে।

30. আলোকদায়ক জিনিস নিজেই আলো ছড়ায়। কে আলোকদায়ক নয়?

উত্তর- চাঁদ।

31. হিমোগ্লোবিনে কোন্ ধাতু থাকে?

উত্তর- লোহা।

32. যদি একটা জল ভর্তি ছিপি আঁটা বোতল ডীপ ফ্রিজারে প্রচন্ড ঠান্ডায় রাখা হয়, তাহলে বোতলটা ফেটে যায় কেন?

উত্তর- জল বরফে পরিণত হলে তার আয়তন বৃদ্ধি পায় বলে।

33. দ্রুততম চতুষ্পদী জীব কোন্‌টা?

উত্তর- চিতা।

34. মানুষের কোষের নিউক্লিয়াসে কত জোড়া ক্রোমোজোম থাকে?

উত্তর- 23 ।

35. উদ্ভাবনের বিজ্ঞান কি?

উত্তর- নন্দনতত্ত্ব।

36. গীতাঞ্জলি কোন্ সালে প্রথম ইংরাজিতে প্রকাশিত হয়?

উত্তর- 1910 ।

37. টাইম মেশিন গ্রন্থটি কার লেখা? 

উত্তর- এইচ. জি. ওয়েলস।

38. রুডইয়ার্ড কিপলিং কোন্ বইটির লেখক?

উত্তর- দ্য লাইট দ্যাট ফেলড।

39. “স্পীড পোস্ট” আমার লেখা। কে আমি?

উত্তর- শোভা দে।

40. ‘প্যারাডাইস লস্ট’ ইংরাজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কি?

উত্তর- গীতিকাব্য।

41. গুজরাটের প্রাচীন নাম কি?

উত্তর- সৌরাষ্ট্র।

42. কোয়ালা ভল্লুক কোন্ দেশে পাওয়া যায়?

উত্তর- গ্রীনল্যান্ড।

43. কোন্ সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়।

উত্তর- 1526 ।

44. “পেরালামডি ট্রফি” কোন্ খেলার সাথে যুক্ত?।

উত্তর- গল্ফ।

45. কোন্ ভারতীয় এজেন্সির আদর্শ বাণী হল 'Industry, Integrity and Impartial ity'?

উত্তর- সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।

46. রাষ্ট্রসঙ্ঘের এসেম্বলীর প্রথম মহিলা প্রধান কে ছিলেন?

উত্তর- বিজয়লক্ষ্মী পন্ডিত।

47 মাদার টেরেসা কোন্ সালে ভারতরত্ব পুরস্কার পেয়েছিলেন?

উত্তর- 1980 ।

48. দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন্ শহরে সব থেকে বেশি সংখ্যক নাগরিকের মৃত্যু হয়?

উত্তর- হিরোশিমা।

49. প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ কোন্ সালে হয়?

উত্তর- 1965 ।

50. শচীন তেন্ডুলকার কোন্ কাউন্টি ক্রিকেট দলে খেলেছেন?

উত্তর- ইয়র্কশায়ার।

51. কোন্ দেশ ইউরো 2000 জিতেছিল?

উত্তর- ফ্রান্স।

52. প্রথম অলিম্পিক করে হয়েছিল?

উত্তর- 776 বিসি।

53. রাজ কাপুর কবে দাদাসাহেব ফালকে পুরস্কার পান?

উত্তর- 1987 ।

54. কোন যন্ত্র ওস্তাদ আল্লারাখা বাজাতেন?

উত্তর- তবলা।

55. ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পীচ অ্যান্ড হিয়ারিং কোথায়?

উত্তর-  হায়দ্রাবাদ। 

56. গন্ডারের খড়গ কী দিয়ে তৈরি?

উত্তর- চুল। 

57. P যা শোনে তাই বলে কিন্তু R যা শোনে তার উল্টোটা বলে। Q যা শোনে তাই বলে যদি S তাই করে, কিন্তু S উল্টো বললে Q- ও উল্টো বলে। একটা ঘটনা P দেখার পর Q, R এবং S এর মাধ্যমে তোমার কাছে পৌঁছলে, তুমি কথাটা কীভাবে নেবে?

উত্তর- সব সময় ভুল।

58. একটা খরগোশ ও একটা কচ্ছপ এক কিলোমিটার দৌড়ে অংশ নিল। কচ্ছপটা ঘণ্টায় 2000 মিটার যায় আর খরগোশটা ঘণ্টায় 10 কিলোমিটার যায়। তবে খরগোশটার মাঝে মাঝে দৌড়ের মাঝখানে ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে, আর ঘুমিয়ে পড়লে 4 থেকে 5 ঘণ্টার আগে সে জাগে না। কে বেশির ভাগ দৌড় জিতবে বলে তোমার মনে হয়?

উত্তর- খরগোশ বেশির ভাগ দৌড় জিতবে।

59. ধরা যাক দুতলা থেকে তিনতলায় উঠতে একটি সিঁড়ির ছয়টি ধাপ। দুজন লোক একই ধাপে দাঁড়াতে পারে না। মিঃ ‘এ’ মিঃ ‘সি’ থেকে দুই ধাপ নিচে, মিঃ ‘বি’ মিঃ ‘ডি’ এর পরের ধাপেতে আর মিঃ ‘ই’ বাকি দুটি সিঁড়ির যে কোনো একটিতে। শুধু একটি ধাপই খালি। ধরা যাক প্রথম ধাপ হল। দ্বিতীয় 2 ইত্যাদি। যদি ‘এ’ ও 'বি' এর মধ্যে দুটো ধাপ থাকে আর ‘এ’ ‘ডি’ -এর চেয়ে উঁচু ধাপে থাকে, তাহলে ‘এ’ কোন্ ধাপে?

উত্তর- ধাপ 5 ।

60. এই ক্রমানুসারের শেষ অঙ্কটি কী? 3, 11, 31, 69......।

উত্তর- 131

62. 4p.m. 310pm. এর মধ্যে ঘড়ির কাঁটা দুটি কতবার সমকোণী হবে?

উত্তর- 12 ।

63. একদিন সূর্যোদয়ের সময় সৌরভ ও শচীন পরস্পরের দিকে পেছন ফিরে একটা চকে দাঁড়িয়ে ছিল। সৌরভের ছায়া তার ডানদিকে পড়ে থাকলে, শচীন কোন্‌দিকে ফিরে ছিল?

উত্তর- পশ্চিম।

64. মিঃ ও মিসেস বসুর 4 ছেলে আছে। প্রতি ছেলের একটি করে বোন আছে। তাহলে বসু পরিবারে কতজন সদস্য?

উত্তর- 7 ।

65. নিখিল ব্যানার্জী কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত?

উত্তর- সেতার।

66. রাকেশ শর্মা হলেন প্রথম ভারতীয় যিনি-

উত্তর- স্পেসে যান (১৯৮৪)।

67. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?

উত্তর- সুচেতা কৃপালানি (উত্তর প্রদেশ)।

68. সত্যজিৎ রায়ের ছবি 'জন-অরণ্য' কার উপন্যাস থেকে নেওয়া?

উত্তর- মণিশঙ্কর মুখোপাধ্যায়।

69. বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়?

উত্তর- সেপ্টেম্বর ৮ । 

70. অলিম্পিকে ফুটবল প্রথম কত সালে খেলা হয়?

উত্তর- 1908 ।

টপ জিকে বাংলা পিডিএফ ডাউনলোড করুন


File Details:
File Name- jibikadisari.com- Top GK In Bengali PDF Download
File Format- pdf
Quality- High
File Size- 0.5 MB
File page- 7
File Location- Google Drive

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area