Ads Area


বিখ্যাত ব্যক্তি ও তাঁদের জন্মস্থানের নাম পিডিএফ | Names Of Famous People Places Of Birth

বিখ্যাত ব্যক্তি ও তাঁদের জন্মস্থানের নাম পিডিএফ | Names Of Famous People Places Of Birth


বিখ্যাত ব্যক্তি ও তাঁদের জন্মস্থানের নাম পিডিএফ | Names Of Famous People Places Of Birth


বিখ্যাত ব্যক্তি ও তাঁদের জন্মস্থানের নাম পিডিএফ | Names Of Famous People Places Of Birth: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

বিখ্যাত ব্যক্তি ও তাঁদের জন্মস্থানের নাম পিডিএফ | Names Of Famous People Places Of Birth


বিখ্যাত ব্যক্তি ও তাঁদের জন্মস্থানের নাম তালিকা
বিখ্যাত ব্যক্তি জন্মস্থান
রামকৃষ্ণদেব কামারপুকুর
সারদাদেবী জয়রামবাটি
বিবেকানন্দ কলকাতা
চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ
রাণী রাসমণি চব্বিশ পরগণা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ, মেদিনীপুর
রাজা রামমোহন রায় রাধানগর, হুগলী
ডিরোজিও কলকাতা
সুভাষচন্দ্র বসু কটক, ওড়িশা
সূর্য সেন নোয়াপাড়া, চট্টগ্রাম
প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রাম
ক্ষুদিরাম বসু মৌবনি, মেদিনীপুর
মাতঙ্গিনী হাজরা আলিনান, মেদিনীপুর
ঋষি অরবিন্দ কলকাতা
রাসবিহারী বসু সুবলদহ, পূর্ব বর্ধমান
কেশবচন্দ্র সেন কলকাতা
গিরিশচন্দ্র ঘোষ কলকাতা
কৃত্তিবাস ওঝা ফুলিয়া, নদীয়া
জয়দেব কেন্দুলি, বীরভূম
রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো, কলকাতা
কাজী নজরুল ইসলাম চুরুলিয়া, বর্ধমান
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুর, হুগলী
জীবনানন্দ দাস বরিশাল, বাংলাদেশ
মধুসূদন দত্ত সাগরদাঁড়ি, যশোহর
সুকুমার রায় কলকাতা
সুকান্ত ভট্টাচার্য কলকাতা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লাভপুর, বীরভূম
সুনীল গঙ্গোপাধ্যায় ফরিদপুর, বাংলাদেশ
বিমল ঘোষ বাঁকুড়া
প্রমথ চৌধুরী যশোহর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়া, নৈহাটি
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চব্বিশ পরগণা
প্রেমেন্দ্র মিত্র চব্বিশ পরগণা
মানিক বন্দ্যোপাধ্যায় দুমকা, সাঁওতাল পরগনা
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মুঙ্গের, বিহার
বলাইচাঁদ মুখোপাধ্যায় পুর্ণিয়া, বিহার
শম্ভু মিত্র মালদা
মহাশ্বেতা দেবী ঢাকা, বাংলাদেশ
আশাপূর্ণা দেবী বেগমপুর, হুগলী
জসীম উদ্দিন তাম্বুলখানা, ফরিদপুর
কালীদাস রায় বর্ধমান
দীনবন্ধু মিত্র চৌবেড়িয়া, নদীয়া
ঈশ্বরচন্দ্র গুপ্ত কাঁচরাপাড়া
অন্নদাশঙ্কর রায় ঢেনকানল, ওড়িশা
সুবোধ ঘোষ বিক্রমপুর, ঢাকা
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী মসূয়া, ময়মনসিংহ
দ্বিজেন্দ্রলাল রায় কৃষ্ণনগর, নদীয়া
রাজশেখর বসু নদীয়া
প্রভাত কুমার মুখোপাধ্যায় রাণাঘাট, নদীয়া
কালীপ্রসন্ন সিংহ কলকাতা
সত্যেন্দ্রনাথ দত্ত বর্ধমান
প্রফুল্লচন্দ্র সেন সেনহাটি, খুলনা
প্যারিচাঁদ মিত্র কলকাতা
জগদীশচন্দ্র বসু ময়মনসিংহ, ঢাকা
আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় যশোর, বাংলাদেশ
যামিনী রায় বেলিয়াটোর, বাঁকুড়া
নন্দলাল বসু তারকেশ্বর, হুগলী
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হুগলী
সত্যজিৎ রায় কলকাতা
ঋত্বিক ঘটক ভারেঙ্গা, পাবনা
ঋতুপর্ণ ঘোষ কলকাতা
উত্তম কুমার উত্তর কলকাতা
সুচিত্রা সেন পাবনা, বাংলাদেশ
উৎপল দত্ত বরিশাল
রাখালদাস বন্দ্যোপাধ্যায় বহরমপুর, মুর্শিদাবাদ
অমর্ত্য সেন শান্তিনিকেতন


বিখ্যাত ব্যক্তি ও তাঁদের জন্মস্থানের নাম প্রশ্ন ও উত্তর নমুনা



1. শরৎচন্দ্রের জন্মস্থান কোথায়?
উত্তর- দেবানন্দপুর, হুগলী

2. কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়?
উত্তর- চুরুলিয়া, বর্ধমান

3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়?
উত্তর- বীরসিংহ, মেদিনীপুর

4. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়?
উত্তর- জোড়াসাঁকো, কলকাতা



বিখ্যাত ব্যক্তি ও তাঁদের জন্মস্থানের নাম তালিকা PDF ডাউনলোড





File Details:
File Name- jibikadisari.com- বিখ্যাত ব্যক্তি ও তাঁদের জন্মস্থানের নাম
File Format- pdf
Quality- High
File Size- 0.5 MB
File page- 3
File Location- Google Drive



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area