Ads Area


ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর || Prime Minister Of India Answers Question PDF

ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর - Prime Minister Of India Answers Question PDF

ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর - Prime Minister Of India Answers Question PDF

ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর - Prime Minister Of India Answers Question: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর - Prime Minister Of India Answers Question PDF


1. প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হয়?

উত্তর: লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন।


2. ভারতের শাসন বিভাগের কে হলেন প্রকৃত প্রধান?

উত্তর: প্রধানমন্ত্রী হলেন ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান।


3. প্রধানমন্ত্রীকে কে শপথবাক্য পাঠ করান?

উত্তর: ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।


4. কোন কোন পদাধিকারী ব্যক্তিদের নিয়োগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন?

উত্তর: ক‍্যাগ, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশন, অর্থ কমিশন ও UPSC- এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন।


5. প্রধানমন্ত্রী কোথায় দায়বদ্ধ থাকেন?

উত্তর: প্রধানমন্ত্রী লোকসভার কাছে দায়বদ্ধ থাকে।


6. প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: মোরারজী দেসাই ছিলেন প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী।


7. প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত?

উত্তর: প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স হল 25 বছর।

 

8. প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত?

উত্তর: প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ সাধারণত 5 বছর হলেও উনার কার্যকাল ততদিন যতদিন তিনি লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা ভোগ করেন।


9. প্রধানমন্ত্রী সংসদের কোন কক্ষের (রাজ্যসভা/ লোকসভা) সদস্য হন?

উত্তর: প্রধানমন্ত্রী সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে পারেন।

 

10. সংসদ সদস্য না হয়েও কি প্রধানমন্ত্রী হওয়া যায়?

উত্তর: কোন কক্ষের সদস্য নয় এমন ব্যক্তি ও প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে পারেন তবে তাকে নিযুক্তির 6 মাসের মধ্যে যে কোন কক্ষে সদস্য পদ গ্রহণ করতে হয়।


11. ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে কে দপ্তর বন্টন করেন?

উত্তর: প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন।


12. ক্যাবিনেটেকে সভাপতিত্ব করেন?

উত্তর: প্রধানমন্ত্রী ক্যাবিনেটে সভাপতিত্ব করেন।


13. প্রধানমন্ত্রী সংসদ কে কিভাবে নিয়ন্ত্রণ করেন?

উত্তর: প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন গুলিকে আহব্বান বা স্থগিত করেন।


14. প্রধানমন্ত্রী কোন কোন সংস্থার সভাপতি?

উত্তর: পদাধিকারবলে প্রধানমন্ত্রী হলেন নীতি আয়োগ, জাতীয় উন্নয়ন পর্ষদ, জাতীয় সংহতি পর্ষদ ও আন্তঃরাজ্য পর্ষদ প্রভৃতি সংস্থার সভাপতি।


15. প্রথম কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন?

উত্তর: মোরারজী দেসাই ছিলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন।


16. দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: রাজীব গান্ধী ছিলেন দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী।


17. কোন কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার আগে অর্থমন্ত্রী ছিলেন?

উত্তর: মনমোহন সিং ও বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হওয়ার আগে অর্থমন্ত্রী ছিলেন।


18. প্রথম কোন দক্ষিণ ভারতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তর: নরসিমা রাও ছিলেন প্রথম দক্ষিণ ভারতের প্রধানমন্ত্রী।


19. প্রথম কোন প্রধানমন্ত্রী কে অনাস্থার প্রস্তাবে বহিস্কৃত করা হয়?

উত্তর: প্রধানমন্ত্রী ভি. পি. সিং কে প্রথম অনাস্থার প্রস্তাবে বহিস্কৃত করা হয়।


20. কোন বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন?

উত্তর: ইন্দ্র কুমার গুজরাল প্রধানমন্ত্রী হওয়ার আগে বিদেশ মন্ত্রী ছিলেন।


21. 1975 সালের জরুরি অবস্থা কালীন দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: ইন্দিরা গান্ধী ছিলেন 1975 সালের জরুরি অবস্থা কালীন দেশের প্রধানমন্ত্রী।


22. সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: অটল বিহারী বাজপেয়ী ছিলেন সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রী (মাত্র 13 দিন)।


23. প্রধানমন্ত্রী তার পদে কতদিন বাহাল থাকেন?

উত্তর: যতদিন তিনি সংসদের আস্থা ভোগ করেন ততদিন তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকেন।


24. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: পন্ডিত জহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।


25. সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: জহরলাল নেহেরু ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী।


26. কে ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন?

উত্তর: গুলজারিলাল নন্দ ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন।


27. ভারতের কোন প্রধানমন্ত্রী বিদেশ সফরে মারা যান?

উত্তর: প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বিদেশ সফরে মারা যান।


28. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী।


29. প্রথম কোন অকংগ্রেসী প্রধানমন্ত্রী তাঁর মেয়াদ পূর্ণ করেন?

উত্তর: প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী তাঁর মেয়াদ পূর্ণ করেন।


30. বর্তমান ভারতের প্রধানমন্ত্রী কে হন?

উত্তর: নরেন্দ্র মোদি হলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী (2014 থেকে)।


31. কোন প্রধানমন্ত্রী লোকসভায় অংশগ্রহণ করেননি?

উত্তর: প্রধানমন্ত্রী চরণ সিং লোক সভায় অংশগ্রহণ করেনি।


32. প্রথম কোন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়?

উত্তর: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রথম হত্যা করা হয়।


33. রাজ্যসভার সদস্য থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন কোন কোন প্রধানমন্ত্রী?

উত্তর: ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং রাজ্যসভার সদস্য থেকে প্রধানমন্ত্রী ছিলেন।


34. দেশের প্রবীণতম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: মোরারজী দেসাই ছিলেন দেশের প্রবীণতম প্রধানমন্ত্রী।


35. নরেন্দ্র মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী?

উত্তর: নরেন্দ্র মোদির হলেন ভারতের 14 তম প্রধানমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর PDF ডাউনলোড

File Details:
File Name- ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর
File Format- pdf
Quality- High
File Size- 961 KB
File page- 4
File Location- Google Drive


Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area