Ads Area


GK General Knowledge Question Answer | পর্ব - 6

GK General Knowledge Question Answer |পর্ব - 6

GK General Knowledge Question Answer | পর্ব - 6
GK General Knowledge Question Answer |পর্ব - 6: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি GK General Knowledge Question Answer |পর্ব - 6 । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি GK General Knowledge Question Answer |পর্ব - 6. নিচে GK General Knowledge Question Answer | পর্ব - 6 টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।


GK General Knowledge Question Answer |পর্ব - 6



1. নাসিক প্রশস্তি কে রচনা করেন?
উওরঃ- গৌতমি বলশ্রী।

2. কোন সাতবাহন নরপতি দক্ষিণাপথপতি ও অপ্রতিহত চক্র উপাধি গ্রহণ করেন?
উওরঃ- প্রথম সাতকর্ণী।

3. শকাব্দ কে কবে প্রবর্তন করেন?
উওরঃ- 78 খ্রীঃ কনিষ্ক।

4. ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে?
উওরঃ- বিম কদফিসিস।

5. কোন বংশের রাজারা দৈবপুত্র উপাধি গ্রহণ করতেন?
উওরঃ- কুষাণ বংশের রাজারা।

6. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল?
উওরঃ- কণিষ্ক।

7. কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?
উওরঃ- বৌদ্ধ।

8. সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল?
উওরঃ- প্রতিষ্ঠান।

9. সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি ছিল?
উওরঃ- সোপারা।

10. কোন বংশের রাজাদের পুরাণে “অন্ধ্যভৃত্য” বলে বর্ণনা করা?
উওরঃ- সাতবাহন রাজাদের।

11. “গাঁথা সপ্তসতী” গ্রন্থটি কার লেখা?
উওরঃ- হলা।

12. “বৃহৎকথা”গ্রন্থটি কার লেখা?
উওরঃ- গুণাঢ্য।

13. “ভারতের রক্ষাকর্তা” কাকে বলা হয়?
উওরঃ- স্কন্ধগুপ্ত।

14. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উওরঃ- প্রথম কুমার গুপ্ত।

15. কোন গুপ্ত সম্রাট “কবিরাজ” উপাধি গ্রহণ করেছিলেন?
উওরঃ- সমুদ্র গুপ্ত।

16. “ভারতের নেপোলিয়ন” কাকে বলা হয়?
উওরঃ- সমুদ্র গুপ্ত কে।

17. কোন গুপ্ত সম্রাটকে “শত যুদ্ধের নায়ক”  বলা হয়?
উওরঃ- সমুদ্রগুপ্ত।

18. গুপ্ত বংশের রাজকীয় প্রতীক চিহ্ন কি ছিল?
উওরঃ- গরুড়।

19. গুপ্ত যুগের রাজ ভাষা কি ছিল?
উওরঃ- সংস্কৃত।

20. ভারতের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতকুঠার আবিষ্কৃত হয়েছে?
উওরঃ- তামিলনাড়ুর পাল্লাভারাম।

21. মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা?
উওরঃ- বিশাখদত্ত।

22. ব্যাকট্রিয় গ্রিক রাজা মিনান্দারের রাজধানী কোথায় ছিল?
উওরঃ- শাকল/ শিয়ালকোট।

23. কুষান রা কোন জাতির শাখা?
উওরঃ- ইউ-চি।

24. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উওরঃ- কণিষ্ক।

25. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উওরঃ- সিমুক।




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area