Ads Area


জিকে কোশ্চেন অ্যানসার পর্ব - 5 | GK General Knowledge

জিকে কোশ্চেন অ্যানসার পর্ব - 5 | GK General Knowledge

জিকে কোশ্চেন অ্যানসার পর্ব - 5 | GK General Knowledge



জিকে কোশ্চেন অ্যানসার পর্ব - 5 | GK General Knowledge : jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে কোশ্চেন অ্যানসার পর্ব - 5 । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে কোশ্চেন অ্যানসার পর্ব - 5. নিচে জিকে কোশ্চেন অ্যানসার পর্ব - 5 টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।


জিকে কোশ্চেন অ্যানসার পর্ব - 5


1. নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে ?

উঃ ১৭৩৯ খ্রিস্টাব্দে।

2. পাল যুগের দুজন ভাস্করের নাম লেখ ?

উঃ ধীমান ও বিত পাল।

3. বাংলার প্রথম নবাব কে ছিলেন ?

উঃ মুর্শিদকুলি খান।

4. দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থের এর রচয়িতা কে ?

উঃ বল্লাল সেন।

5. ‘সব মুনিষে প্রজা মম’- কার উক্তি ?

উঃ অশোক পাল।

6. মহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কি ছিল ?

উঃ জুনা খাঁ।

7. বিধবা বিবাহ আইন কবে পাস হয় ?

উঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে।

8. দিল্লির সুলতানি আমল কবে শুরু হয়?

উঃ ১২০৬ খ্রিস্টাব্দে।

9. ইংরেজরা দেওয়ানি লাভ করে কত সালে ?

উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে।

10. ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ?

উঃ আনন্দপাল।



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area