বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল | Cemeteries of Famous People In Bengali
বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল PDF | Cemeteries of Famous People in Bengali- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় (WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC) প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল
1. মহাত্মা গান্ধির সমাধিস্থল: রাজঘাট (দিল্লি)
2. জহরলাল নেহেরু: শান্তিভবন
3. ইন্দিরা গান্ধি: শক্তিস্থল
4. রাজীব গান্ধি: বীরভূমি
5. গুলজারিলাল নন্দ: নারায়ণঘাট
6. লাল বাহাদুর শাস্ত্রী: বিজয়ঘাট
7. বি. আর. আম্বেদকর: চৈত্রভূমি
8. চৌধুরি চরণ সিং: কিষাণ ঘাট
9. জ্ঞানী জৈল সিং: একতাস্থল
10. মােরারজি দেশাই: অভয়ঘাট
11. জগজীবন রাম: সমস্থল
12. প্রমােদ মহাজন: শিবাজীস্থল
13. রামমােহন রায়: ব্রিস্টল (ইংল্যান্ড)
14. ভি. পি. সিংহ: সঙ্গম (এলাহাবাদ)
সুতরাং, দেরি না করে এখনই বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
File Details:
File Name- বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল PDF
File Format- pdf
Quality- High
File Size- 0.05 KB
File page- 3
File Location- Google Drive
MORE PDF |
DOWNLOAD LINK |
|
|
|