Ads Area


রিজনিং প্রশ্ন উত্তর pdf || Reasoning Questions Answered pdf

রিজনিং প্রশ্ন উত্তর pdf || Reasoning Questions Answered pdf

রিজনিং প্রশ্ন উত্তর pdf || Reasoning Questions Answered pdf


রিজনিং প্রশ্ন উত্তর pdf || Reasoning Questions Answered pdf -এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

রিজনিং প্রাক্টিস সেট


1. যদি JUNE কে NXPF এই কোডে লেখা হয় । তাহলে STAY কে কী কোডে লেখা হবে । 

(a) WWCZ 

(b) WVCZ 

(c) WWDB 

(d) WVZC 


2. যদি APPROACH কে CHOAPRAP এই কোডে লেখা হয় তাহলে RESTRICT কে কী কোডে লেখা হয় ? 

(a) CTRISTER 

(b) ERTSIRTC 

(c) CTRISTRE 

(d) TCIRSTRE 


3. BARK → 0735, DIRT → 4927, WAGE 4086, এবং RISK → 5718 এই কোডে লেখা হয় তাহলে R এর জন্য কী কোড হবে ? 

(a) 2 

(b) 7 

(c) 5 

(d) 0


4. কোনাে একটি কোড় ভাষায় ' pe sa de mi ' বলতে বােঝায় yes well no mean এবং ' pe Imi sa de ' বলতে বােঝায় । sell meal well no , তাহলে ' yes ' শব্দের কোড় কী ? 

(a) de 

(b) pe 

(c) mi 

(d) sa


5. যদি mud বলতে water, water বলতে heat, heat বলতে gas, gas বলতে air, air বলতে fire, তাহলে মাছ বা fish কোথায় সাঁতার কাটে ? 

(a) water 

(b) air 

(c) heat 

(d) fire 


6. TEACHER কে ' 152031858 ' কোড লেখা যায় । তবে COLLEGE কে কী কোডে লেখা হবে ? 

(a) 1215312575 

(b) 12150312575 

(c) 1512312575 

(d) None of these 


7. যদি OUT কে 152120 হিসেবে লেখা হয় তাহলে IN কে কী কোডে লেখা হবে ?

(a) 1015 

(b) 819 

(c) 1813 

(d) 914 


8. যদি BAD শব্দটির কোড 514 হয় GIVE শব্দটির কোড 3068 হয়, FOR শব্দটির কোড 729 হয় । তাহলে VIDEO শব্দটির কোড কী হবে ?

(a) 03482 

(b) 30214 

(c) 60482 

(d) 60487 


9. পাখা : গ্রীষ্ম : : কম্বল 

(a) গরম 

(b) বর্ষা

(c) হেমন্ত 

(d) শীত


আরও পড়ুন- সাদৃশ্য GI And Reasoning পিডিএফ


10. Bell : Sound :: Lamp : 

(a) flame 

(b) light 

(c) wick 

(d) oil 


11. নিচের কোন শব্দটি সমগােত্রীয় নয় ? 

(a) ডেনমার্ক 

(b) ভিয়েতনাম 

(c) নরওয়ে 

(d) সুইডেন 


12. নিচের কোন শব্দটি সমগােত্রীয় নয় ? 

(a) Harmonium 

(b) Flute 

(c) Piano 

(d) Gramophone 


13. 2, 8, 18, 32 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ? 

(a) 35 

(b) 37 

(c) 39 

(d) 50


14. 840, 120, 20, 4, 1, ?

জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে ?

(a) 1/4

(b) 1/3

(c) 1/5

(d) 2/3


15. জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে ?

13 20 27 ? 41 

(a) 37

(b) 33

(c) 34 

(d) 28  


16. যদি CARROM –কে লেখা হয় DBSSPN, তবে HOUSE –কে কী লেখা হবে ?

(a) FNSRC

(b) INVRF

(c) GNTRD

(d) IPVTF


17. যদি PLAY = 8123 এবং RHYME = 49367, তবে MALE = ?

(a) 6217

(b) 6285

(c) 6198

(d) 6395


18. জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কত নম্বর হবে ? 

583 : 293 :: 488 ? 

(a) 291 

(b) 378 

(c) 487 

(d) 581


19. C, F, L, U, ?

(a) J

(b) G

(c) H 

(d) I


20. যদি দুটি বিমান একই বিমানবন্দর বেলা ১ টায় ত্যাগ করে, তাহলে তারা 3 টেয় পরস্পর থেকে কত দূরে অবস্থান করবে যদি প্রথম টি ঘন্টায় 150 মাইল বেগে ঠিক উত্তরে ও অন্যাটি 200 মাইল বেগে ঠিক পশ্চিমে যায় ? 

(a) 50 মাইল 

(b) 100 মাইল 

(c) 400 মাইল 

(d) 500 মাইল





উত্তর 

1. (b) 2. (a) 3. (c) 4. (c) 5. (b) 6. (c) 7. (d) 8. (d) 9. (d) 10. (b) 11. (a) 12. (b) 13. (a) 14. (a) 15. (d) 16. (d) 17. (a) 18. (b) 19. (a) 20. (b)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area