Ads Area


সংবিধানে ভারতীয় নাগরিকদের কর্তব্য || The Constitution Duty Of Indian Citizens

 সংবিধানের ভারতীয় নাগরিকদের কর্তব্য

সংবিধানের ভারতীয় নাগরিকদের কর্তব্য || The Constitution Duty Of Indian Citizens
সংবিধানে ভারতীয় নাগরিকদের কর্তব্য


১২০৬ সালে সংবিধানের ৪২ তম সংশোধনের মাধ্যমে গৃহীত নাগরিকদের কর্তব্য। 

  • সংবিধান মান্য করা এবং সংবিধানের আদর্শ, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও প্রতিষ্ঠান সমূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন; 
  • যে মহান আদর্শ জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল, সেই মহান আদর্শের প্রতি প্রত্যেক নাগরিকের আনুগত্য প্রকাশ এবং অনুসরণ করা; 
  • ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা;
  • দেশকে রক্ষা করা এবং প্রয়ােজন অনুযায়ী জাতির সেবায় আত্মনিয়ােগ করা;
  • ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক বা শ্রেণিগত বৈষম্যের উর্ধ্বে থেকে সকলের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ববােধের প্রসার ঘটানাে এবং নারী সমাজের মর্যাদা হানিকর প্রথা ও কার্যাবলী পরিত্যাগ করা;
  • ভারতের মিশ্র সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্যবান গণ্য করা এবং সংরক্ষণ করা;
  • পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন মনােভাব সৃষ্টি;
  • বৈজ্ঞানিক মনােভাব, মানসিকতা, অনুসন্ধান এবং সংস্কারের জন্য দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ করা ।
  • জাতীয় সম্পত্তি সংরক্ষণ ও হিংসার পথ বর্জন করা;
  • দেশের কর্মপ্রচেষ্টা এবং সাফল্যকে উচ্চতর পর্যায়ে উন্নীত করার জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কাজের উৎকর্ষবিধান ।
  • ৬-১৪ বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতা-মাতা বা অভিভাবকের কর্তব্য ।


আরও পড়ুন- 


Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area