কেন্দ্রীয় সংস্থায় ৪০ ইঞ্জিনিয়ার
কেন্দ্রীয় সংস্থায় ৪০ ইঞ্জিনিয়ার |
আই.টি.আই. লিমিটেড ইঞ্জিনিয়ার হিসাবে ৪০ জন লােক নিচ্ছে । মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মােট অন্তত ৬০ % ( তপশিলী, প্রতিবন্ধী হলে ৫৫ % ) নম্বর পেয়ে থাকলে যােগ্য ।
বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।
তপশিলীরা ৫ বছর ও.বি.সি.'রা ৩ বছর বয়সে ছাড় পাবেন ।
পারিশ্রমিক মাসে ১৯,০২৯ টাকা ।
চাকরি হবে ৩ বছরের চুক্তিতে ।
শূন্যপদ : মেকানিক্যালে ২৯ টি, ইলেক্ট্রিক্যালে ৭ টি ও ইলেক্ট্রনিক্সে ৪ টি ।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ।
মােট শূন্যপদের ১৫ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে ।
পরীক্ষা হবে ৪ জুলাই, রায়বেরেলি বা, লক্ষ্মৌয়ে ।
দরখাস্ত করবেন অনলাইনে, ১৫ মে’র মধ্যে । এই ওয়েবসাইটে http://itiltd.in অনলাইনে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন ।
এবার ওই দরখাস্ত ডাকে পাঠাতে হবে ।
তখন সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যােগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্রের প্রত্যয়িত নকল । দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা, স্পিড ডাকে ।
পৌঁছনো চাই ২১ মে’র মধ্যে ।
এই ঠিকানায়; CM-HR & Legal, Recruitment Cell, ITI Limited, Sultanpur Road, Raebareli, Uttar Pradesh 229010.