Ads Area


একলব্য মডেল স্কুলে 3479 শিক্ষক নিয়োগ || Eklavya Model School 3479 Teacher Recruitment

একলব্য মডেল স্কুলে 3479 শিক্ষক নিয়োগ || Eklavya Model School 3479 Teacher Recruitment

একলব্য মডেল স্কুলে 3479 শিক্ষক নিয়োগ

একলব্য মডেল স্কুলে 3479 শিক্ষক


আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনস্থ স্বায়ত্বশাসিত সংস্থা দেশের ১৭ টি রাজ্যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পােস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে ৩৪৭৯ জন ছেলেমেয়ে নিয়ােগ করবে । দেশ জুড়ে অবস্থিত ৪৫২ টি নতুন স্কুল সহ মােট ৭৪০ টি স্কুলে এই নিয়ােগ হবে । ২০,০০০ বা তার বেশি উপজাতি বসতি আছে যে সব অঞ্চলে সেখানে শিক্ষার প্রসারের প্রয়ােজনে একলব্য মডেল রেসিডেনিসয়া স্কুল গড়ে তােলা হয়েছে । দরখাস্ত করতে হবে অনলাইনে ১ এপ্রিল, থেকে ৩০ এপ্রিল, ২০২১ এর মধ্যে ।

পদ অনুযায়ী শূন্যপদ :

( ১ ) প্রিন্সিপাল : ১৭৫ । অন্ধ্রপদেশ ১৪ , ছত্তিশগড় ৩৭ , গুজরাট ১৭ , হিমাচল প্রদেশ ১ , ঝাড়খন্ড ৮ , জম্মু ও কাশ্মীর ২ , মধ্য প্রদেশ ৩২ , মহারাষ্ট্র ১৬ , ওড়িশা ১৫ , রাজস্থান ১৬ , সিকিম ২ , তেলেঙ্গানা ১১ , ত্রিপুরা ১ , উত্তর প্রদেশ ২ , উত্তরাখণ্ড ১। 

( ২ ) ভাইস প্রিন্সিপাল : ১১৬ । অন্ধ্রপদেশ ৬ , ছত্তিশগড় ১৯ , গুজরাট ২ , ঝাড়খন্ড ৮ , মধ্য প্রদেশ ৩২ , মহারাষ্ট্র ৮ , মণিপুর ২ , মিজোরাম ৩ , ওড়িশা ১১ , রাজস্থান ১১ , সিকিম ২ , তেলেঙ্গানা ৬ , ত্রিপুরা ৩ , উত্তর প্রদেশ ২ , উত্তরাখণ্ড ১। 

( ৩ ) পােস্ট গ্র্যাজুয়েট টিচার : ১২৪৪ । ছত্তিশগড় ১৩৫ , গুজরাট ২৪ , হিমাচল প্রদেশ ৬ , ঝাড়খন্ড ১৩২ , মধ্য প্রদেশ ৬২৫ , মহারাষ্ট্র ২৮ , মণিপুর ৮ , মিজোরাম ২ , ওড়িশা ১২ , রাজস্থান ১০২ , সিকিম ১৭ , তেলেঙ্গানা ৭৭ , ত্রিপুরা ৩৬ , উত্তর প্রদেশ ৩৭ , উত্তরাখণ্ড ৩ । 

( ৪ ) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার : ১৯৪৪ । অন্ধ্রপদেশ ৯৭ , ছত্তিশগড় ৩২৩ , গুজরাট ১১৮ , হিমাচল প্রদেশ ১ , ঝাড়খন্ড ৬০ , জম্মু ও কাশ্মীর ১২ , মধ্য প্রদেশ ৫৯০ , মহারাষ্ট্র ১৬৪ , মণিপুর ৩০ , মিজোরাম ৫ , ওড়িশা ১০৬ , রাজস্থান ১৮৭ , সিকিম ২৩ , তেলেঙ্গানা ১৬৮ , ত্রিপুরা ১৮ , উত্তর প্রদেশ ৩৮ , উত্তরাখণ্ড ৪ ।

দরখাস্ত করতে হবে অনলাইনে https://tribal.nic.in ওয়েবসাইটে । এর জন্য প্রার্থীর একটি বৈধ ই - মেল আইডি ও মােবাইল নম্বর থাকতে হবে ।

শিক্ষাগত যােগ্যতা , বয়স ও নিয়ােগ সংক্রান্ত আরও অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ।


আরও পড়ুন- কেন্দ্রীয় সংস্থায় ১২০ সাইট ইন্সপেক্টর নিয়োগ


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area