Ads Area


1809 workers in Delhi subordinate service || দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে ১৮০৯ কর্মী নিয়ােগ

 1809 workers in Delhi subordinate service || দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে ১৮০৯ কর্মী নিয়ােগ

1809 workers in Delhi subordinate service || দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে ১৮০৯ কর্মী নিয়ােগ
1809 workers in Delhi subordinate service

দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে ১৮০৯ কর্মী নিয়ােগ

দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বাের্ডের মাধ্যমে দিল্লি সরকারের বিভিন্ন বিভাগে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ড্রাফটসম্যান, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, জুনিয়র স্টেনােগ্রাফার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, কার্পেন্টার, অ্যাসিস্ট্যান্ট ফিল্টার সুপারভাইজার, প্রােগ্রামার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, স্পেশাল এডুকেটর পদে ১,৮০৯ জন ছেলেমেয়ে নিয়ােগ করা হবে ।

আবেদন করেতে হবে অনলাইনে ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল, ২০২১ -এর মধ্যে ।

পদ অনুযায়ী যােগ্যতা :

( ১ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( পাবলিক হেলথ ), পােস্ট কোড 1 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে ।

শূন্যপদ : ২ ( ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ২ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( প্রিন্টিং ), পােস্ট কোড 2 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে । শূন্যপদ : ২ ( জেনাঃ ১, ওবিসি ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ৩ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( সিভিল ), পােস্ট কোড 3 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে । শূন্যপদ : ১০ ( জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ৪ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( কেমিক্যাল ), পােস্ট কোড 4 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে ।

শূন্যপদ : ৩ ( জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ৫ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( ইন্টেরিয়র ডিজাইন ), পােস্ট কোড 5 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে ।

শূন্যপদ : ২ ( অসংরক্ষিত ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ৬ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( অটোমােবাইল ), পােস্ট কোড 6 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে ।

শূন্যপদ : ৩ ( জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । 

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ৭ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( প্রােডাকশন ), পােস্ট কোড 7 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে ।

শূন্যপদ : ১ ( ওবিসি ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ৮ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( মেডিক্যাল ইলেক্ট্রনিক্স ), পােস্ট কোড 8 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে ।

শূন্যপদ : ৩ ( জেনাঃ ২, ওবিসি ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ৯ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( মডার্ন অফিস প্র্যাক্টিস - হিন্দি ), পােস্ট কোড 9 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে |

শূন্যপদ : ২ ( তঃ জাঃ ১, তঃউঃজাঃ ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ১০ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( ইনস্টুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ), পােস্ট কোড 10 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে ।

শূন্যপদ : ২ ( তঃজাঃ ১, তঃউঃজাঃ ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । 

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ১১ ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( প্লাস্টিকস ), পােস্ট কোড 11 / 21 : কোনাে স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে ।

শূন্যপদ : ২ ( জেনাঃ ১, ওবিসি ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫, ২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ১২ ) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, পােস্ট কোড 12 / 21 : কোনাে স্বীকৃত বোের্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ােলজি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে ।

শূন্যপদ : ৬৬ ( জেনাঃ ৩০, তঃজাঃ ৯, তঃ উঃজাঃ ৪, ওবিসি ১৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ১৩ ) অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, পােস্ট কোড 13 / 21 : 

( ক ) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্টি বিষয় নিয়ে বি.এসসি পাশ ও কেমিক্যাল অ্যানালিসিস হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । সংশ্লিষ্ট শাখায় ২ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি পাশ হতে হবে অথবা -

( খ ) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্টি বিষয় নিয়ে বি.এসসি পাশ ও মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ।

শূন্যপদ : ৪০ ( জেনাঃ ২০, তঃজাঃ ৪, তুঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫ ) ।

বয়স : ৩০ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ।

( ১৪ ) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেক্ট্রিক্যাল / মেকানিক্যাল ), পােস্ট কোড 147 21 : কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল / মেকানিক্যাল শাখায় ডিগ্রি পাশ হতে হবে ।

শূন্যপদ : ১৪ ( জেনাঃ ৮, তঃ জাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ০১ ) ।

বয়স : ৩০ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ।

( ১৫ ) জুনিয়র ইঞ্জিনিয়ার ( ইলেক্ট্রিক্যাল / মেকানিক্যাল ), পোেস্ট কোড 15 / 21 : কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় । প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল / মেকানিক্যাল শাখায় ডিগ্রি পাশ হতে হবে অথবা ইলেক্ট্রিক্যাল / মেকানিক্যাল শাখায় ডিপ্লোমা পাশ সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

শূন্যপদ : ৬২ ( জেনাঃ ২৭, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬ ) ।

বয়স : ৩০ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা ।

( ১৬ ) ড্রাফটসম্যান গ্রেড ওয়ান, পােস্ট কোড 16 / 21 :

( ক ) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় | প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপে ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা

( খ ) মাধ্যমিক বাসমতুল পাশের পর ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা পাশ সঙ্গে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

শূন্যপদ : ১৬ ( জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১ ) ।

বয়স : ৩০ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ।

( ১৭ ) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পােস্ট কোড 17 / 21 : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । স্টেনােগ্রাফি টেস্টে ইংরেজি / হিন্দি ভাষায় প্রতি মিনিটে ১০০ টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে ও ওই ম্যাটার কম্পিউটারে ইংরেজিতে ৪০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৫৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করতে হবে ।

শূন্যপদ : ৮৪ ( জেনাঃ ৩৬, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮ ) ।

বয়স : ৩০ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ।

( ১৮ ) ফার্মাসিস্ট ( আয়ুর্বেদ ), পােস্ট কোড 18 / 21 : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । কোনাে সরকারি সংস্থা থেকে উপবৈদ্য ভেড় কলাকের ২ বছরের ট্রেনিং কোর্স করে থাকতে হবে ।

শূন্যপদ : ২৪ ( জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা ।

( ১৯ ) ফার্মাসিস্ট ( ইউনানি ), পােস্ট কোড 19 / 21 : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । কোনাে সরকারি সংস্থা থেকে ইউনানিতে ২ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে ।

শূন্যপদ : ১৪ ( জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০, ২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা ।

( ২০ ) ফার্মাসিস্ট ( হােমিয়ােপ্যাথি ), পােস্ট কোড 20 / 21 : বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । কোনাে সরকারি সংস্থা থেকে হােমিয়ােপ্যাথি ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে ।

শূন্যপদ : ৪৪ ( জেনাঃ ১৯, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৭, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা ।

( ২১ ) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, পােস্ট কোড 21 / 21 : এমবিএ পাশ হতে হবে ।

শূন্যপদ : ৩ ( অসংরক্ষিত ) ।

বয়স : ৩০ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৯,৩০০ টাকা থেকে ৩৪, ৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা ।

( ২২ ) অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, পােস্ট কোড 22 / 21 : কমপক্ষে ৬০ % নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের ৬ মাসের কোর্স করে থাকতে হবে অথবা কমপক্ষে ৬০ % নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে ।

শূন্যপদ : ২৮ ( জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা ।

( ২৩ ) জুনিয়র স্টেনােগ্রাফার ( ইংলিশ ), পােস্ট কোড 23 / 21 : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । স্টেনােগ্রাফি টেস্টে ইংরেজি ভাষায় প্রতি মিনিটে ৮০ টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে ও ওই ম্যাটার কম্পিউটারে ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করতে হবে ।

শূন্যপদ : ১৩ ( জেনাঃ ৮, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা ।

( ২৪ ) জুনিয়র ইঞ্জিনিয়ার ( ইলেক্ট্রিক্যাল ), পােস্ট কোড 24 / 21 : ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে অথবা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

শূন্যপদ : ৩১ ( তঃ উঃজাঃ ৮, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮ ) ।

বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ।

( ২৫ ) সায়েন্টিফিকঅ্যাসিস্ট্যান্ট ( বায়ােলজি ), পােস্ট কোড 25 / 21 : জুলজি / বটানি / অ্যানথ্রোপলজি / হিউম্যান বায়ােলজি / বাযযাকেমিস্ট্রি / মাইক্রোবায়ােলজি / জেনেটিক্স / বায়ােটেকনােলজি / মলিকুলার বায়ােলজি / ফরেন্সিক সায়েনেস মাস্টার ডিগ্রি পাশ ও গ্র্যাজুয়েশনে অবশ্যই জুলজি / বটানি বিষয় পড়ে থাকতে হবে ।

শূন্যপদ : ৬ ( জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । 

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা , গ্রেড পে ২,৮০০ টাকা ।

( ২৬ ) সিকিউরিটি সুপারভাইজার, পােস্ট কোড 26 / 21 : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ।

শূন্যপদ : ৯ ( জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ২৭ ) অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, পােস্ট কোড 27 / 21 : অটোমােবাইল / ইলেক্ট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ।

শূন্যপদ : ১৫৮ ( জেনাঃ ৬৪, তঃ জাঃ ২৩, তঃউঃজাঃ ১৩, ওবিসি ৪৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৫ ) ।

বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা ।

( ২৮ ) কার্পেন্টার- সেকেন্ড ক্লাস, পােস্ট কোড 28 / 21 : কার্পেন্ট্রি ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে ।

শূন্যপদ : ৪ ( জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,০০০ টাকা ।

( ২৯ ) অ্যাসিস্ট্যান্ট ফিল্টার সুপারভাইজার, পােস্ট কোড 29 / 21 : মাধ্যমিক পাশ ও ১ বছর কাজের অভিজঞতা থাকতে হবে ।

শূন্যপদ : ১১ ( জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃ জাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১ ) ।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা ।

( ৩০ ) প্রােগ্রামার, পােস্ট কোড 30 / 21 : গ্র্যাজুয়েট হতে হবে । ডেটা এন্টির কাজে প্রতি ঘণ্টায় ৮০০০ কি ডিপ্রেসনের গতি থাকতে হবে ।

শূন্যপদ : ৫ ( জেনাঃ ৪, ওবিসি ১ ) ।

বয়স : ৩০ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা ।

( ৩১ ) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ( ডেফ অ্যান্ড ডাম ), পােস্ট কোড 30 / 21 : গ্র্যাজুয়েট সঙ্গে বি.এড ( স্পেশাল এডুকেটর ফর হিয়ারিং ইম্পেয়ার্ড ) পাশ হতে হবে অথবা বি.এড | ( জেনারেল ) সঙ্গে স্পেশাল এডুকেশনে ১ বছরের ডিপ্লোমা | পাশ হতে হবে অথবা বি.এড ( জেনারেল ) সঙ্গে স্পেশাল এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা বি.এড স্পেশা এডুকেশন পাশ সঙ্গে স্পেশাল এডুকেশন ফর হিয়ারিং ইম্পেয়ার্ডে পােস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট থাকতে হবে ।

শূন্যপদ : ১৯ ( জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২ ) ।

বয়স : ৩০ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ।

( ৩২ ) স্পেশাল এডুকেটর ( প্রাইমারি ), পােস্ট কোড 32 / 21 : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । স্পেশাল এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা বি.এড ( জেনারেল ) সঙ্গে স্পেশাল এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ও সিটেট পরীক্ষায় পাশ হতে হবে ।

শূন্যপদ : ১১২৬ ( জেনাঃ ৪৮৭, তঃজাঃ ১৬৪, তঃউঃজাঃ ৯৩, ওবিসি আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫৪ ) ।

বয়স : ৩০ বছরের মধ্যে ।

বেতনক্রম : ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা ।

উল্লেখিত সব পদের ক্ষেত্রেই ওবিসি ( দিল্লি ) প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন । বিধবা / বিবাহ বিচ্ছিন্না মহিলারা যারা পুনর্বিবাহ করেননি তাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর ।

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.dsssbonline.nic.in ওয়েবসাইটে । এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মােবাইল নম্বর থাকতে হবে । দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তােলা পাসপাের্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলােড করতে হবে । দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে এসবিআই ই-পে সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে । তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনাে ফি দিতে হবে না । নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন । ১ কপি নিজের কাছে রেখে দেবেন, অপর কপির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি নথিপত্র যাচাইয়ের সময় জমা দিতে হবে ।

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে । পরীক্ষা হবে দিল্লিতে । অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট ।


আরও চাকরির খবর পড়ুন- জেনারেল ইনশিওরেন্স কর্পোরেশনে ৪৪ অফিসার নিয়ো


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area