Ads Area


Physical Education Questions And Answers In Bengali pdf Download || শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর

শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর || Physical Education Questions And Answers In Bengali pdf Download

Physical Education Questions And Answers In Bengali pdf Download || শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর

Physical Education Questions And Answers In Bengali pdf Download || শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।


শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর


1. ২০০৪ সালে একমাত্র রৌপ্যপদক প্রাপকের নাম কী ?

উত্তর: রাজ্যবর্ধন সিং রাঠোর শ্যুটিং -এ একমাত্র ভারতীয় রৌপ্যপদক পেয়েছিলেন ।

2. অলিম্পিক রিং -এর হলুদ রং কোন মহাদেশের প্রতীক ?

উত্তর: এশিয়া মহাদেশের প্রতীক ।

3. অলিম্পিক রিং -এর সবুজ রং কোন মহাদেশের প্রতীক ?

উত্তর: অস্ট্রেলিয়া মহাদেশরে প্রতীক ।

4. ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে কোন ভারতীয় লন টেনিসে ব্রোঞ্জ পদক লাভ করেন ?

উত্তর: লিয়েন্ডার পেজ ।

5. অলিম্পিক রিং -এর নীল রং কোন মহাদেশের প্রতীক ?

উত্তর: ইউরােপ মহাদেশরে প্রতীক ।

6. দিল্লীতে কবে দ্বিতীয়বার এশিয়ান গেম -এর আসর বাসে ?

উত্তর: ১৯৮২ সালে ।

7. ১৯৯৮ সালের ত্রয়ােদশ এশিয়ান গেমস্ -এর দলগত চ্যাম্পিয়ান হয়েছিল কোন দেশটি ?

উত্তর: চীন ।

8. ২০০৬ সালে এশিয়ান গেমস্ কোথায় হয়েছিল ?

উত্তর: দোহা ।

9. চতুর্থ এশিয়ান গেমস্ -এর আসর কোথায় বসে ?

উত্তর: জাকাতা ।

10. পঞ্চম ও ষষ্ঠ এশিয়ান গেমস্ -এর আসর কোথায় বসে ?

উত্তর: ব্যাঙ্ককে, ১৯৬৬ ও ১৯৭০ সালে ।

11. সপ্তম এশিয়ান গেমস -এর আসর কোথায় বসে ?

উত্তর: তেহেরান, ১৯৭৪ সালে ।

12. অষ্টম এশিয়ান গেমস -এর আসর কোথায় বসে ?

উত্তর: ব্যাঙ্ককে, ১৯৭৮ সালে ।

13. নবম এশিয়ান গেমস -এর আসর কোথায় বসে ?

উত্তর: নিউ দিল্লীতে, ১৯৮২ সালে ।

14. ১৯৮৬ সালে দশম এশিয়ান গেমস্ এর আসর কোথায় বসে ?

উত্তর: সিওল 

15. ১৯৯২ সালে একাদশ এশিয়ান গেমস এর আসর কোথায় বসে ?

উত্তর: পিকিং |

16. ১৩ তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর: ব্যাঙ্ককে, ১৯৯৮ ।

17. এশিয়ান গেমস প্রতি কত বছর অন্তর অনুষ্ঠিত হয় ?

উত্তর: চার বছর অন্তর ।

18. এশিয়ান গেমস -এর মােটো কে নির্বাচন করেন ?

উত্তর: পণ্ডিত জওহরলাল নেহেরু ।

19. প্রথম এশিয়ান গেমস -এর উদ্বোধন কে করেন ?

উত্তর: ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ |

20. জ্যোতির্ময়ী সিকদার কত সালে এবং কোন এশিয়ান গেমস -এ পদক পান ?

উত্তর: ১৯৯৮ সালের ব্যাঙ্ককে এশিয়ান গেমস্ -এ পদক পান ।

21. জ্যোতির্ময়ী সিকদার কোন ইভেন্টে স্বর্ণ পদক ও রৌপ্য পদক পান ?

উত্তর: ১৫০০ মিটার ও ৮০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক এবং ৪ × ১০০ মিটার রিলে দৌড়ে রৌপ্য পদক লাভ করেন ।

22. প্রথম এশিয়ান গেমস্ -এর ইভেন্ট কি কি ছিল ?

উত্তর: বিভিন্ন দূরত্বের দৌড়, সাঁতার, ডাইভিং, ওয়াটার পােলাে, সাইক্লিং, ভারােত্তলন, ফুটবল, বাস্কেটবল ।

23. ফুটবল মাঠের পেনাল্টি এরিয়ার আয়তন কত ?

উত্তর: দৈর্ঘ্য ৪৪ গজ এবং প্রস্থ ১৮ গজ ।

24. ফুটবল মাঠের কেন্দ্ৰবৃত্তের ব্যাসার্ধ কত ?

উত্তর: ১০ গজ ।

25. ফুটবল মাঠের সর্বাধিক দৈর্ঘ্য কত হতে পারে ?

উত্তর: ১২০ মিটার ।

26. ফুটবল মাঠের পেনাল্টি আর্ক কাকে বলে ?

উত্তর: ফুটবল খেলার পেনাল্টি বক্সের উপর স্পটকে কেন্দ্রকরে ১০ গজ ব্যাসার্ধে যে বৃত্তচাপ আঁকা থাকে তাকে পেনাল্টি আর্ক বলে ।

27. ফুটবল বিশ্বকাপ কত সালে চালু হয় ?

উত্তর: ১৯৩০ সালে ।

28. বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতায় উদ্যোক্তার নাম কী ?

উত্তর: বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতা উদ্যোক্তার নাম ফিফা ।

29. বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতায় ‘ জুলেরিমে ’ কাপটি কে উপহার দেন ?

উত্তর: মশিয়ে জুলেরিমে ।

30.'' জুলেরিমে '' কাপটি কোন ধাতুর তৈরি ?

উত্তর: সােনার ।

31. জুলেরিমে কাপটি চিরদিনের মতাে জয় করার শর্ত কী ছিল ?

উত্তর: কোনও পর পর মােট তিনবার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ান হলে চিরদিনের মতাে জয় করতে পারত ।

32. জুলেরিমে কাপটি চিরকালের মতাে জয় করেছে কোন দেশ ?

উত্তর: ব্রাজিল ।

33. বর্তমান বিশ্বকাপের নাম কী ?

উত্তর: ফিফা বিশ্বকাপ ।

34. ফুটবলের সম্রাট কাকে বলে ?

উত্তর: পেলে ।

35. পেলের সম্পূর্ণ নাম কী ?

উত্তর: অ্যারেন্টস্ ডু নাসিমন্টো এডসন ।

36. আন্তর্জাতিক ফুটবল খেলায় পেলের গােল সংখ্যা কত ?

উত্তর: গােল সংখ্যা হল ১২৭৮ টি ।

37. বিশ্বকাপ ফুটবলে পেলেকে আমরা প্রথম কবে দেখতে পাই ?

উত্তর: ১৯৫৮ সালে আমরা প্রথম পেলেকে দেখতে পাই ।

38. শেষ জীবনে পেলে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন ?

উত্তর: কসমস ক্লাব ।

39. ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাবের নাম কী ?

উত্তর: ক্যালকাটা ক্লাব । 

40. কত সালে মােহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৮৯ সালে মােহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় ।

41. বােলিং ক্রীজের দৈর্ঘ্য কত ?

উত্তর: ৮৮ (৮ ফুট ৮ ইঞি) ।

42. পপিং ক্রিজের দৈর্ঘ্য কত ?

উত্তর: পপিং ক্রিজের দৈর্ঘ্য ৩.৬৬ মিটার বা ১২ ফুট ।

43. পেনাল্টি কর্ণার কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর: হকি ।

44. ব্যাডমিন্টনের শাটলের দৈর্ঘ্য কত ?

উত্তর: ৬.৪ থেকে ৭ সেমি ।

45. শাটলের পালক সংখ্যা কত ? 

উত্তর: ১৪ টি ।

46. ব্যাডমিন্টনের র্যাকেটের জলের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?

উত্তর: দৈর্ঘ্য ৬৮ সেমি এবং প্রস্থ ২৩ সেমি ।

47. ব্যাডমিন্টন ককের ব্যাস কত ?

উত্তর: ২.৫ থেকে ২.৮ সেমি ।

48. ব্যাডমিন্টন র্যাকেটের জালের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?

উত্তর: দৈর্ঘ্য ২৮ সেমি এবং প্রস্থ ২২ সেমির মধ্যে ।

49. ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস্ খেলা কত পয়েন্টের হয় ?

উত্তর: ১১ পয়েন্টের ।

50. মহিলা ডাবলস এবং পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টন খেলায় পয়েন্টে সেট হয় ?

উত্তর: ২১ পয়েন্টের

51. ব্যাডমিন্টন খেলা কটি সেটে হয় ?

উত্তর: ৩ টি সেটে ।

52. ব্যাডমিন্টন নেটের ফাকগুলি কত ?

উত্তর: ১.৫-২ সেমি । 

53. ব্যাডমিন্টন খেলার নেটের উচ্চতা কত ?

উত্তর: ১ মিটার ৫২ সেমি ।

54. W.B.F.- এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: World Badminton Federation.

55. ব্যাডমিন্টনে দুটি অভিক্ষার নাম কী ?

উত্তর: ১) মিলার ওয়াল ভলি টেস্ট ২) সার্ভ টেস্ট ।

56. টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর : ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ।

57. দিল্লীর ন্যাশানাল স্টেডিয়ামের নতুন নাম কী ?

উত্তর: ধ্যানচাঁদ স্টেডিয়াম ।

58. বাস্কেট বলের ওজন কত ?

উত্তর: ৬০০ থেকে ৬৫০ গ্রাম ।

59. বাস্কেট বল খেলার আবিষ্কারক কাদের বলা হয় ?

উত্তর: ড. জেমস এবং নেসমিথকে বাস্কেট বল খেলার আবিষ্কারক বলা হয় ।

60. ভলিবল খেলায় একটি টিমে কতজন খেলােয়াড় মূল খেলায় অংশগ্রহণ করেন ?

উত্তর: একটি টিমে ৬ জন খেলােয়াড় মূল খেলায় অংশগ্রহণ করেন ।

61. F.I.V.B. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: Federation of International Volley Ball.

62. এশিয়ান গেমস -এ ভলিবল কবে অন্তর্ভুক্ত হয় ?

উত্তর: ১৯৬৬ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমস্-এ |

63. মহিলাদের বিশ্বকাপ ভলিবল কবে আরম্ভ হয় ?

উত্তর: মহিলাদের ১৯৭৩ সালে ভলিবল আরম্ভ হয় |

64. ভলিবলের দুটি অভিক্ষার নাম লেখাে ?

উত্তর: ১) হেলমেন ভলিবল টেস্ট, ২) রাসেল লেঞ্জ ভলিবল টেস্ট |

65. ভারতের জাতীয় খেলা কী ?

উত্তর: কবাডি |

66. কবাডি খেলার জন্ম কোথায় ?

উত্তর: মহারাষ্ট্রে ।

67. কোন অলিম্পিকে কবাডি খেলাকে প্রথম প্রদর্শনী হিসেবে দেখানাে হয়েছে ?

উত্তর: ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে প্রদর্শনী খেলা হিসেবে দেখানাে হয় ।

68. কবাডি খেলার সময়সীমা কত ?

উত্তর: পুরুষদের ২০+৫ বিরতি +২০ মিনিট এবং মহিলাদের ১৫+৫ বিরতি +১৫ মিনিট । অর্থাৎ পুরুষদের মােট ৪৫ মিনিট এবং মহিলাদের ৩৫ মিনিট ।

69. লােনা শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর: কবাড়ি ।

70. মহিলা কবাডি কোর্টের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?

উত্তর: মহিলা কবাডি কোর্টের দৈর্ঘ্য ১১ মিটার ও প্রস্থ ৮ মিটার ।

71. মহিলা কবাডি কোর্টের মধ্যরেখা থেকে বাক লাইনের দূরত্ব কত ?

উত্তর: ৩ মিটার ।

72. একটি কবাডি টিমে কতজন খেলােয়াড় থাকে ?

উত্তর: ১২ জন ।

73. কবাড়ি খেলায় কমপক্ষে খেলােয়াড় নিয়ে খেলা শুরু করা যায় ?

উত্তর: ৫ জন ।

74. কবাডি খেলা পরিচালনার জন্য কতজন পরিচালক প্রয়ােজন ?

উত্তর: ৬ জন ।

75. কবাডি খেলায় প্রতি অর্ধে অধিনায়ক কতবার টাইম আউট নিতে পারে ?

উত্তর: ৩০ সেকেন্ড করে মােট ২ বার ।

76. এশিয়ান অ্যামেচার কবাডি ফেডারেশন কত সালে জন্ম লাভ করে ?

উত্তর: ১৯৭৮ সালে এশিয়ান অ্যামেচার কবাড়ি ফেডারেশন গঠিত হয় ।

77. এশিয়ান অ্যামেচার কবডি ফেডারেশনের সদস্য দেশগুলির নাম লেখাে ?

উত্তর: ফেডারেশনের সদস্য দেশগুলি হল - নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতবর্ষ ।

78. কবাডি খেলায় একটি টিমে কতজন খেলােয়াড় মাঠে নামে ?

উত্তর: ৭ জন ।

79. ভারতে কবাডি খেলায় শ্রেষ্ঠ হানাদার কাকে বলা হয় ?

উত্তর: রমা সরকারকে ।

80. কবাডি খেলায় কৃতিত্বের জন্য বাংলার বাঘিনী কাকে বলা হয় ?

উত্তর: রমা সরকারকে ।

81. খাে-খাে খেলার জন্ম কোথায় ?

উত্তর: মহারাষ্ট্রে ।

82. খাে-খাে খেলা পরিচালনার কতজন পরিচালকের প্রয়ােজন ?

উত্তর: ৬ জন ।

83. লৌহগােলক -এর পরিধি পুরুষদের কত ?

উত্তর: ১১০-১৩৯ মিলিমিটার ।

84. মহিলাদের লৌহগােলক -এর কত ?

উত্তর: ৪ কেজি ।

85. লৌহগােলক -এর পরিধি মহিলাদের কত হবে ?

উত্তর: ৯৫-১০০ মিলিমিটার ।

86. লৌহগােলক নিক্ষেপের বৃত্তের ব্যাস কত ?

উত্তর: লৌহগােলক নিক্ষেপের ব্যাস হবে ২.১৩৫ মিটার ।

87. ডিসকাস ছোঁড়ার ক্ষেত্রের কোণ কত ?

উত্তর: ৩৪.৯২ (ডিগ্রী) কোণ হয় ।

88. ডিসকাস নিক্ষেপের বৃত্তের ব্যাস কত হবে ?

উত্তর: ২.৫০ মিটার ডিসকাস নিক্ষেপের বৃত্তের ব্যাস হবে ।

89. পুরুষদের ডিসকাসের পরিধি কত ?

উত্তর: ২১৯-২২১ মিলিমিটার ।

90. মহিলা ডিসকাসের পরিধি কত ?

উত্তর: ১৮০–১৮২ মিলিমিটার ।

91. পুরুষদের ডিসকাসের ওজন কত হবে ?

উত্তর: ২ কেজি ।

92. মহিলাদের ডিসকাসের ওজন কত ?

উত্তর: ১ কেজি ।

93. ডিসকাস নিক্ষেপের বৃত্তের ব্যাসার্ধ কত ?

উত্তর: ১.২৫ মিটার ।

94. জ্যাভলিন নিক্ষেপের ক্ষেত্রের কোণ কত ?

উত্তর: ২৮.৯৬ ডিগ্রি

95. পুরুষদের জ্যাভলিন -এর ওজন কত হবে ?

উত্তর: ৮০০ গ্রাম ।

96. মহিলা জ্যাভলিন -এর ওজন কত হবে ?

উত্তর: ৬০০ গ্রাম।

97. হাইজাম্পের ল্যান্ডিং এলাকা কত হবে ?

উত্তর: দৈর্ঘ্য ১০ মিটার প্রস্থ ৩ মিটার হবে ।

98. তিনটি জাম্পিং ইভেন্টের নাম লেখাে ?

উত্তর: হাইজাম্প, লংজাম্প, ট্রিপলজাম্প ।

99. শারীরশিক্ষা কাকে বলে ?

উত্তর: শারীরশিক্ষা কার্যাবলীর মধ্য দিয়ে যে শিক্ষা সমগ্র ব্যক্তি সত্তার উন্নতি ঘটায় তাকেই শারীরশিক্ষা বলে । J. E. William -এর মতে, “ Physical Education is the sum of mans physical activities, selected as to kind and conducted as to out comes."

100. সার্কিট ট্রেনিং কাকে বলে ?

উত্তর: কতকগুলি নির্দিষ্ট ব্যায়াম চক্রাকারে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সংখ্যক পুনরাবৃত্তি অনুসারে সংগঠিত করা হয়, তাকেই সার্কিট ট্রেনিং বা বৃত্তাকার প্রশিক্ষণ বলে ।

101. সার্কিট ট্রেনিং কয় প্রকার ও কি কি ?

উত্তর: তিন প্রকার যথা—

১ ) অবিরাম পদ্ধতি,

২ ) বিরাম পদ্ধতি,

৩ ) পুনরাবৃত্তি পদ্ধতি

102. তৃতীয়শ্রেণির লিভারের একটি উদাহরণ দাও ।

উত্তর: চিমটে তৃতীয়শ্রেণির লিভার ।

103. আধুনিক অলিম্পিক প্রতিযােগিতায় জিমন্যাস্টিক্সে পুরুষরা অন্তর্ভুক্ত হয় কত সালে ?

উত্তর: ১৮৯৬ খ্রিস্টাব্দে গ্রীসের এথেন্সে ।

104. B.A.G.A. কথার সম্পূর্ণ নাম কী ?

উত্তর: British Amateur Gymnastics Association.

105. বৃটিশ অ্যামেচার জিমন্যাস্টিক্স অ্যাসােসিয়েশন গঠিত হয় কত সালে ?

উত্তর: ১৮৮৮ সালে গঠিত হয় ।

106. সংগঠিত জিমন্যাস্টিক্স -এর প্রবক্তার নাম কী ?

উত্তর: সংগঠিত জিমন্যাস্টিকসের প্রবক্তার নাম জন বেসড়াও |

107. জিমন্যাস্টিক্সে পুরুষদের প্রতিযােগিতার বিষয়গুলি কী কী ?

উত্তর: ফ্লোর এক্সারসাইজ, ভল্টিং হর্স, হরাইজন্টাল বার, প্যারালাল বার, রােমান রিংস, পমেল হর্স ।

108. জিমন্যাস্টিক্সে মহিলাদের প্রতিযােগিতার বিষয়গুলি কী কী ?

উত্তর: ফ্লোর এক্সারসাইজ, ভল্টিং হর্স, ব্যালান্সিং বীম, আন-ইভেন বার ।

109. জিমন্যাস্টিক্স প্রতিযােগিতায় বিচারকের সংখ্যা কত ?

উত্তর: একজন প্রধান বিচারক এবং চারজন সহকারী বিচারক থাকে ।

110. আন্তর্জাতিক দলগত জিমন্যাস্টিক্স প্রতিযােগিতায় প্রতি দলে কমপক্ষে কতজন থাকতে হবে ?

উত্তর: ৫ জন ।

111. জিমন্যাস্টিক্স প্রতিযােগিতায় কত বছর বয়স হলে অংশগ্রহণের অনুমতি আইন সম্মত বলে ধরা হয় ?

উত্তর: ১৬ বৎসর বয়স হলে আইন সম্মত হয় ।

112. গােল্ডেন বার্ড মহিলা জিমন্যাস্টকে বলা হয় ?

উত্তর: নাদিয়া কোমানােচিকে গােল্ডেন বার্ড বলা হয় ।

113. ভারত সালে অলিম্পিকে অংশগ্রহণ করে ?

উত্তর: ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে অংশগ্রহণ করে ।

114. ভারতবর্ষে জিমন্যাস্টিক্স ফেডারেশন গঠিত হয় কত সালে ?

উত্তর: ১৯৫১ সালে ।

115. অলিম্পিক প্রতিযােগিতায় জিমন্যাস্টিক্সে অংশগ্রণকারীর সর্বনিম্ন বয়স কত হতে হবে ?

উত্তর: ১৮ বৎসর । তবে মহিলারা বিশেষ অনুমতি নিয়ে ১৬ বছরে অংশগ্রহণ করতে পারে ।

116. এশিয়ান গেমস -এ সালে জিমন্যাস্টিক্স অন্তর্ভুক্ত হয়েছিল ?

উত্তর: ১৯৭৪ সালে তেহেরান এশিয়ান গেমস এ অন্তর্ভুক্ত হয়েছিল |

117. First Lady of Yoga কাকে বলা হয় ?

উত্তর: ইন্দ্রদেবীকে বলা হয় ।

118. অষ্টাংগ যােগের নাম কী ?

উত্তর: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রতিহার, ধরণা, ধ্যান, সমাধি ।

119. সাঁতার কয় প্রকার ও কী কী ?

উত্তর: সাতার চার প্রকার । যথা - ফ্রি-স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, বাটার ফ্লাই এবং ব্যাক স্ট্রোক ।

120. লিভার কয় প্রকার ও কী কী ?

উত্তর: লিভার তিন প্রকার । যথা— প্রথম শ্রেণির লিভার, দ্বিতীয় শ্রেণির লিভার এবং তৃতীয় শ্রেণির লিভার ।

121. ভরকেন্দ্র কাকে বলে ?

উত্তর: কোনও বস্তুর ওজন সর্বদা যে বিন্দুতে ক্রিয়া করে, তাকেই বস্তুর ভরকেন্দ্র বলা হয় ।

122. ভারসাম্য কাকে বলে ?

উত্তর: বাইরে থেকে বল প্রয়ােগ না করলে স্থির বস্তু স্থির অবস্থায় এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকাকে ভারসাম্য বলে ।

123. ভারকেন্দ্র কাকে বলে ?

উত্তর: প্রত্যেকটি বস্তুর ভারের সামনুপাতিক সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করছে বলে কল্পনা করলে ঐ সমান্তরাল বল সমষ্টির লন্ধি যে বিন্দুতে ক্রিয়া করবে, তাকেই বস্তুটির ভারকেন্দ্র বলে ।

124. যােগাসনকে কয়ভাগে ভাগ করা যায় ?

উত্তর: দুই ভাগে ভাগ করা যায় । যথা ধ্যানাসন ও স্বাস্থ্যসন ।

125. অলিম্পিকের মােটো কী ?

উত্তর: দ্রুততা, উচ্চতা, শক্তি । আমাদের মনে করিয়ে দেয় দৌড়াতে হবে দ্রুত, লাফ দিতে হবে অনেকটা এবং ছুড়তে হবে শক্তি দিয়ে ।

Sitius -দ্রুততা/তুরিয়ান । Altius উচচতা/তুঙ্গিয়ান । Fortius শক্তি/বলিয়ান ।

126. অলিম্পিক অর্ডার কী ?

উত্তর: অলিম্পিক কমিটি খেলাধুলার ক্ষেত্রে সার্বিক অবদানের জন্য স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক দান করে যা অলিম্পিক অভার নামে পরিচিত । ১৯৭৪ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে । ১৯৮৩ সাল শ্ৰীমতী ইন্দিরা গান্ধী দিল্লি এশিয়াডের সংগঠক হিসেবে প্রথম এই পুরস্কার লাভ করেন |

127. অলিম্পিক কাপ কী ?

উত্তর: অলিম্পিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নয়নের সংগঠনগতভাবে অলিম্পিক কাপ দেওয়া হয় । এই কাপের প্রবর্তন করেন আধুনিক অলিম্পিকের জনক ব্যারণ পিয়ের দ্য কুবারতঁ ।

128. I.O.C. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: ইন্টার ন্যাশানাল অলিম্পিক কমিটি ( International Olympic Committee ) |

129. ২০০৪ সাল পর্যন্ত হকিতে ভারত কতবার স্বর্ণ পদক লাভ করে ?

উত্তর: ৮ বার স্বর্ণ পদক লাভ করেছে ।

130. ফোর্নিয়াস বলতে কী বােঝাে ?

উত্তর: ফোর্নিয়াস বলতে বােঝায় শক্তি ।

131. সাইটিয়াস বলতে কী বােঝাে ?

উত্তর: সাইটিয়াস বলতে বােঝায় দ্রুততা ।

132. অলটিয়াস কথার অর্থ কী ?

উত্তর: অলটিয়াস কথার অর্থ হল উচ্চতা ।

133. এশিয়ান গেমস -এ প্রিন্ট কুইন কাকে বলা হয় ?

উত্তর: পি.টি.উষা -কে প্রিন্ট কুইন বলা হয় ।

134. ২০০২ সালের এশিয়ান গেমস কোথায় হয় ?

উত্তর: দক্ষিণ কোরয়াির বুসান -এ এশিয়ান গেমস্ -এর আসর বসে ।

135. প্রথম সাফ গেমস্ -এর আসর কোথায় বসেছিল ?

উত্তর: নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম সাফ গেমস্ -এর আসর বসে ।

136. ১৯৮৫ সালে দ্বিতীয় সাফ গেমস -এর আসর কোথায় বসে ?

উত্তর: বাংলাদেশের ঢাকায় ।

137. তৃতীয় সাফ গেমস -এর আসর কোথায় বসে ?

উত্তর: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে |

138. ইসলামাবাদে কোন সাফ গেমস -এর আসর বসে ?

উত্তর: চতুর্থ সাফ গেমস্ ।

139. শ্রীলঙ্কার রাজধানী কলম্বােতে কোন সাফ গেমস্ -এর আসর বসেছিল ?

উত্তর: পঞম সাফ গেমস -এর আসর বসেছিল ।

140. ফুটবল বলের ওজন কত ?

উত্তর: ৩৬৯-৪৫৩ গ্রাম ।

141. জাতীয় স্তরে সাধারণত একটি ফুটবল খেলার স্থায়ীত্ব কতক্ষণ ?

উত্তর: ৯০ মিনিট ।

142. বিশ্বকাপ ফুটবল কোথায় প্রথম শুরু হয় ?

উত্তর: উরুগুয়ে ।

143. মহামেডান ক্লাবের প্রতিষ্ঠা কোন বৎসরে হয় ?

উত্তর: ১৮৯১ সালে ।

144. কত সালে ইস্টবেঙ্গাল ক্লাব প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯২০ সালে ।

145. বিশ্বকাপ ফুলবলের আসর কত বছর অন্তর বসে ?

উত্তর: চার বছর অন্তর ।

146. আই. এফ. এ. শীল্ডের খেলা কত সালে শুরু হয় ?

উত্তর: ১৮৯৩ সালে ।

147. সর্বপ্রথম কোন ভারতীয় দল আই. এফ. এ. শীল্ড বিজয়ী হয় ?

উত্তর: মােহনবাগান ক্লাব ।

148. নেহেরু গােল্ড কাপের আসর কত সালে প্রথম বসে ?

উত্তর: ১৯৮২ সালে ।

149. ডুরান্ড কাপ ফুটবল প্রতিযােগিতা কত সালে প্রথম অনুষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৮৮ সালে |

150. সন্তোষ ট্রফির খেলা প্রথম কবে হয় ?

উত্তর: ১৯৪২ সালে ।

151. AIFF -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: All India Football Federation.

152. FIFA -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: Federation of International Football Association.

153. I.F.A. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: Indian Football Association.

154. ফুটবলের দুটি অভিক্ষার নাম লেখাে ?

উত্তর: ১) ম্যাকডােনাল্ড সকার অভিক্ষা

২) ওয়ারনার সকার কৌশল অভিক্ষা |

155. ক্রিকেট ব্যাটের সর্বাধিক চওড়া কত ?

উত্তর: ৪.২৫ ইঞ্চি ।

156. ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ?

উত্তর: ২২ গজ ।

157. ক্রিকেটে এল.বি.ডব্লু . কী ?

উত্তর: কোনও বল উইকেটে লাগতাে সেই অবস্থায় ব্যাট, হাত বাদ দিয়ে দেহের কোনও অংশ যদি উইকেটের সামনে থাকে এবং বল আঘাত করে তবে ব্যাটসম্যানকে এল.বি.ড. দেওয়া হয়, একেই এল.বি.ড. বলে ।

158. বিশ্বকাপ ক্রিকেট কত সালে, কোথায় শুরু হয় ?

উত্তর: ১৯৭৫ সালে ৭ ই জুন ইংল্যাণ্ডের লর্ডসে ।

159. ক্রিকেট বলের ওজন কত ?

উত্তর: ১৫৫.৯ থেকে ১৬৩ গ্রাম ।

160. ক্রিকেট বলের পরিধি কত ?

উত্তর: ২২.৪ থেকে ২২.৯ সেমি ।

161. মাটি থেকে ক্রিকেটের উইকেটের উচ্চতা কত ?

উত্তর: ২৮ ইঞ্চি ।

162. হকি বলের ওজন কত ?

উত্তর: ১৫৬-১৬৩ গ্রাম ।

163. হকি বলের পরিধি কত ?

উত্তর: ২২.৪০ থেকে ২৩.৫০ সেমি ।

164. হকি খেলায় প্রতি দলে কতজন খেলােয়াড় থাকে ?

উত্তর: ১৬ জন ।

165. একটি হকি টিমে কতজন খেলে ?

উত্তর: ১১ জন ।

166. হকি খেলার সময়সীমা কত ?

উত্তর: ৭০ মিনিট । (৩৫ মিঃ + ৩৫ মিঃ) ।

167. বিশ্বকাপ হকি প্রথম কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর: স্পেনের বার্সিলােনায় ।

168. দ্বিতীয় বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ান দেশের নাম কী ?

উত্তর: ভারত ।

169. বিশ্বকাপ হকি কত বছর অন্তর হয় ?

উত্তর: চার বছর অন্তর হয় ।

170. আধুনিক হকির জনক বা পিতা কাকে বলা হয় ?

উত্তর: এজেল ওয়েস্ট ম্যাকটককে আধুনিক হকির জনক বলা হয় ।

171. ব্যাডমিন্টন মাঠের আয়তন কত ?

উত্তর: দৈর্ঘ্য ১৩.৪০ মিটার, প্রস্থ ৬.১০ মিটার (ডাবল) এবং ৫.১৮ মিটার (সিঙ্গাল) ।

172. ব্যাডমিন্টন মাঠের নেট লাইন থেকে শর্ট সার্ভিস লাইনের দূরত্ব কত ?

উত্তর: ১.৯৮ মিটার ।

173. ব্যাডমিন্টন মাঠের সর্ট সার্ভিস লাইন থেকে লং সার্ভিস লাইনের দূরত্ব কত ?

উত্তর: ৩.৮৮ মিটার ।

174. ব্যাডমিন্টন শাটল (কক) -এর ওজন কত ?

উত্তর: ৪.৭৪ থেকে ৫.৫০ গ্রাম ।

175. F.I.B.A. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: Federation of International Basketball Association.

176. N.B.A. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: National Basketball Association.

177. I.B.F. -এর সম্পূর্ণ নাম লেখাে ।

উত্তর: India Basketball Federation.

178. চারটি ইন্ডাের গেমের নাম লেখাে ।

উত্তর: ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, ভলিবল ।

179. বাস্কেটবল খেলায় দুটি অভিক্ষার নাম লেখাে ।

উত্তর: ১) জনসন বাস্কেটবল টেস্ট

২) হ্যারিসন বাস্কেটবল ব্যাটারী ।

180. ভলিবল খেলায় এ্যান্টেনার দৈর্ঘ্য কত ?

উত্তর: ১,৮০ মিটার ।

181. ভলিবলের বায়ুর চাপ কত ?

উত্তর: ৩০০-৩৫০ গ্রাম/সেমি ।

182. ভলিবল খেলায় প্রতি সেটে কটি টাইম আউট নেওয়া যায় ?

উত্তর: বর্তমানে অধিনায়ক ২ টি এবং কোচ ১ টি, মােট ৩ টি ৩০ সেকেন্ডের টাইম আউট নেওয়া যায় ।

183. ভলিবল সর্বাধিক কতবার স্পর্শে বিপরীত কোর্টে পাঠানাে যায় ?

উত্তর: ৩ বার ।

184. মাটি থেকে খাে-খাে পােলের উচ্চতা কত ?

উত্তর: ১.২০ মিটার ।

185. একটি খাে-খাে টিমে কতজন খেলােয়াড় থাকে ?

উত্তর: ১২ জন |

186. খাে-খাে খেলার সময়সীমা কত ?

উত্তর: ৯+৫+৯+৯ বিরতি ৯+৫+৯ = মােট ৫৫ মিনিট ।

187. খাে-খাে খেলায় এড়ােপথ কতগুলি থাকে ?

উত্তর: ৮ টি এড়ােপথ থাকে ।

188. খাে-খাে পােলের ব্যাস কত ?

উত্তর: ৯-১০ সেন্টিমিটার ।

189. খাে-খাে টিমে কতজন মূল খেলায় অংশগ্রহণ করে ?

উত্তর: ৯ জন ।

190. দুইটি দীর্ঘ পাল্লা দৌড়ের নাম লেখাে ।

উত্তর: ১৫০০ মিটার, ম্যারাথন দৌড় ।

191. ম্যারাথন দৌড়ের দূরত্ব কত ?

উত্তর: ২৬ মাইল ৩৮৫ গজ ।

192. আদর্শ ট্র্যাক কাকে বলে ?

উত্তর: ৪০০ মিটার ট্র্যাককে আদর্শ ট্র্যাক বলে ।

193. আদর্শ ট্র্যাকে কটি লেন থাকে ?

উত্তর: ৬ টি লেন থাকে । (কিন্তু আন্তর্জাতিক ট্র্যাকে ৮ টি লেন)

194. আদর্শ ট্র্যাকের কার্ভলাইন এবং স্ট্রেট লাইনের অনুপাত কত ?

উত্তর: ৩ : ২ ।

195. আদর্শ ট্র্যাক বানাতে হলে মাঠের মােট দৈর্ঘ্য ও প্রস্থ কত হওয়া প্রয়ােজন ?

উত্তর: প্রায় ১৭৬.৪০ মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ ৯৬.৪০ মিটার ।

196. কার্ভ ডিসট্যান্স রেডিয়াস বলতে কী বােঝাে ?

উত্তর: বৃত্তের অঙ্কিত ব্যাসার্ধের দৈর্ঘ্যকে বােঝায় ।

197. স্ট্যাগার ডিসট্যান্সের সূত্রটি লেখাে ।

উত্তর: 2 { w( n – 1 ) – 0.1 } এখানে n -হল মােট টিম সংখ্যা । w -হল লেনের প্রস্থ ।

198. লৌহগােলক নিক্ষেপের বৃত্তের ব্যাসার্ধ কত ?

উত্তর: ১.০৬৮ মিটার বৃত্তের ব্যাসার্ধ হবে ।

199. লৌহগােলক নিক্ষেপের বৃত্তের কোণ কত হবে ?

উত্তর: ৩৪.৯২ ডিগ্রী কোণ হয় ।

200. পুরুষদের লৌহাগােলক নিক্ষেপের ওজন কত ?

উত্তর: ৭,২৬০ কেজি ।

201. S.P.E.A. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: State Physical Education Association.

202. S.M.P. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: Sports Musium in Patiala. 

203. A. H.E.C. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: Ad Hok Enquary committee.

204. N.C.C. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: National Cadet Corps.

205. N.E.C -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: National Fitness Corps.

206. C.A.B.P.E.R. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: Central Advisary Board of Physical Education and Recreation.

207. A.I.P.T.A. - এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: All India Physical Training Association.

208. Y.M.C.A. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: Young Men's Christian Association.

209. Y.W.C.A. -এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর: Young Women's Christian Association.

210. ভারতে কত সালে V.M.C.A. কলেজ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯২০ Y.M.C.A কলেজ মাদ্রাজে (অধুনা চেন্নাই) -এ প্রতিষ্ঠিত হয় ।

211. চারটি ছন্দযুক্ত ব্যায়াম কী ?

উত্তর: লেজিম, ডাম্বেল, টিপরি এবং ব্রতচারী ।

212. ২০০৮ সালে অলিম্পিকের আসর কোথায় বসে ?

উত্তর: চিনের বেজিং শহরে ।

213. বাংলার এমন একজন এ্যাথলিটের নাম বল যে ২০০৮ সালে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল ?

উত্তর: সুস্মিতা সিংহরায় (পশ্চিম মেদিনীপুর) ।

214. ২০০৮ সালে অলিম্পিকে স্যুটিং -এ স্বর্ণপদক পেয়েছেন কে ?

উত্তর: অভিনব বিন্দ্রা ।

215. অলিম্পিকে (২০০৮) ভারতে কুস্তিতে দ্বিতীয় পদকটি পান কোন খেলােয়াড় ?

উত্তর: কুস্তিতে তৃতীয় স্থানাধিকারী সুশীল কুমার ( ব্রোঞ্জ ) ।

216. অলিম্পিকে (২০০৮) ভারতে তৃতীয় পদকটি পান কোন খেলােয়াড় ?

উত্তর: বক্সার বিজেন্দার সিং (ব্রোঞ্জ) ।

217. বেজিং অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়েন ১০০, ২০০, ৪ × ১০০ মিটার রিলেতে কোন খেলােয়াড় ?

উত্তর: জামাইকার যুবক উসাইন বােল্ট ।



সুতরাং, দেরি না করে এখনই শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর PDF টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন


All competitive exam General Knowledge in Bengali


File Details :
File Name – শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর [জীবিকা দিশারি]
File Format – pdf
Quality – High
File Size – 1 MB
File page - 14
File Location – Google Drive


Download Link : Click Here To Download



বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে |
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge পর্বটি নিয়ে এসেছে আপনাদের কাছে |
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. শারিরশিক্ষা এর ভেরান্ত ধারনা গুলি সম্বন্ধে আলোচনা করো স্যার এই question এর answer টা দিলে ভালো হতো

    ReplyDelete

Top Post Ad

Below Post Ad

Ads Area