Ads Area


ভারতীয় নৌবাহিনীতে ২১০ অফিসার || 210 officers in the Indian Navy || Notification / Online Applications

ভারতীয় নৌবাহিনীতে ২১০ অফিসার || 210 officers in the Indian Navy || Notification / Online Applications 

ভারতীয় নৌবাহিনীতে ২১০ অফিসার || 210 officers in the Indian Navy || Notification / Online Applications

নৌবাহিনীতে ২১০ অফিসার ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনে ( Jun 2021 ( AT21 ) Course ) এক্সিকিউটিভ ব্রাঞ্চ, টেকনিক্যাল ব্রাঞ্চ ও এডুকেশন ব্রাঞ্চে ২১০ জন অফিসার নিয়ােগ হবে।

দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ ডিসেম্বর, ২০২০ এর মধ্যে।


পদ অনুযায়ী যােগ্যতা :

( ক ) এক্সিকিউটিভব্রাঞ্চ :

( ১ ) এসএসসি জেনারেল সার্ভিস ( জিএস / এক্স ) / হাইড্রো ক্যাডার : কমপক্ষে ৬০ % নম্বর সহ যে কোনাে শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন ।

বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে ।

শূন্যপদ : ৪০ ( জিএস / এক্স : ৩৮, হাইড্রো : ২ ) ।


( ২ ) এসএসসি ন্যাভল আর্মামেন্ট ইন্সপেক্টরেট ক্যাডার : কমপক্ষে ৬০ % নম্বর সহ মেকানিক্যাল / মেকানিক্যাল উইথ অটোমেশন / ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স / মাইক্রো ইলেক্ট্রনিক্স / ইনস্টুমেন্টেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন | ইনস্টুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / প্রােডাকশন / ইন্ডাস্ট্রিয়াল প্রােডাকশন | ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্টুমেন্টেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্টুমেন্টেশন / ইনফরমেশন টেকনােলজি / কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অ্যাপ্লিকেশন / মেটালার্জি / মেটালার্জিক্যাল / কেমিক্যাল মেটিরিয়াল সায়েন্স / অ্যারাে স্পেস / অ্যারােনিটিক্যাল ইঞ্জিনিয়ারিং‘এ বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা অথবা ইলেক্ট্রনিক্স / ফিজিক্সে পােস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন । প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মােট ৬০ % নম্বর বা তার বেশি পেতে হবে । দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০ % নম্বর পেতে হবে ।

বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে ।

শূন্যপদ : ১৬


( ৩ ) এসএসসি অবজার্ভার : কমপক্ষে ৬০ % নম্বর সহ যে কোনাে শাখায় বিই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন । প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্করে মােট ৬০ % নম্বর বা তার বেশি পেতে হবে । দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০ % নম্বর থাকতে হবে

বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে ।

শূন্যপদ : ৬


( ৪ ) এসএসসি পাইলট : কমপক্ষে ৬০ % নম্বর সহ যে কোনাে শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন । প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্করে মােট ৬০ % নম্বর বা তার বেশি হতে হবে । দশম বা দ্বাদ্বশ | শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০ % নম্বর থাকতে হবে ।

বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে । যে সব প্রার্থীদের বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স আছে তারা বয়সের ক্ষেত্রে ১ বছরের ছাড় পাবেন ।

শূন্যপদ : ১৫


( ৫ ) এসএসসি লজিস্টিকস : যে কোনাে শাখায় প্রথম শ্রেণির বিই / বি.টেক পাশ অথবা এমবিএ পাশ অথবা বি.এসসি । বি.কম বি.এসসি ( আইটি ) পাশ সঙ্গে ফিনান্স লজিস্টিকস / সাপ্লাই চেন ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা অথবা প্রথম শ্রেণির এমসিএ / এম.এসসি ( আইটি ) পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন ।

বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে ।

শূন্যপদ : ২০


( ৬ ) এসএসসি এক্স ( আইটি ) : কমপক্ষে ৬০ % নম্বর সহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / আইটি । এম.এসসি ( কম্পিউটার ) / এমসিএ / এম.টেক ( কম্পিউটার সায়েন্স ) পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন ।

বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে ।

শূন্যপদ : ২৫ |


( খ ) টেকনিক্যাল ব্রাঞ্চ :

( ১ ) এসএসসি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ( জেনারেল সার্ভিস ) : কমপক্ষে ৬০ % নম্বর সহ মেকানিক্যাল / মেকানিক্যাল উইথ অটোমেশন মেরিন | ইনস্টুমেন্টেশন প্রােডকাশন / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট / অটোমােবাইল / মেকাট্রনিক্স / অ্যারােনটিক্যাল / কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / মেটালার্জি | ইনস্টুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল | অ্যারাে স্পেস শাখায় বিই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন ।

বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে ।

শূন্যপদ : ৩০


( ২ ) এসএসসি ইলেক্ট্রিক্যাল ব্রাঞ্চ ( জেনারেল সার্ভিস ) : কমপক্ষে ৬০ % নম্বর সহ ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রনিক্স / ইনস্টুমেন্টেশন / পাওয়ার ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / ইনস্টুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্টুমেন্টেশন / অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় বিই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন ।

বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে ।

শূন্যপদ : ৪০


( গ ) এডুকেশন ব্রাঞ্চ :

( ১ ) এসএসসি এডুকেশন : ফিজিক্সে বি.এসসি পাশ ও ম্যাথস / অপারেশনাল রিসার্চ নিয়ে প্রথম শ্রেণির এম.এসসি পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন । শূন্যপদ ৬ ম্যাথসে বি.এসসি পাশ ও ফিজিক্স অ্যাপ্লায়েড ফিজিক্স / নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে প্রথম শ্রেণির এম.এসসি পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন । শূন্যপদ ৩। কেমিস্ট্রি নিয়ে প্রথম শ্রেণির এম.এসসি পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন ।

শূন্যপদ ১ কমপক্ষে ৫৫ % নম্বর সহ ইংরেজি বিষয়ে এম.এ পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন ।

শূন্যপদ ১ কমপক্ষে ৫৫ % নম্বর সহ ইতিহাস বিষয়ে এম.এ পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন ।

শূন্যপদ ১ কমপক্ষে ৬০ % নম্বর সহ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনমেন্টেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড | টেলিকমিউনিকেশন / ইলেক্ট্রিক্যাল বিষয়ে বিই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন ।

শূন্যপদ ২ । কমপক্ষে ৬০ % নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই | / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন । শূন্যপদ ২।

বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে ।

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindiannavy.gov.in CCTRCTI 47 Gall প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকতে হবে । দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তােলা পাসপাের্ট মাপের রঙিন ছবি ও সই ( ১০ থেকে ২০ কেবি সাইজ ) স্ক্যান করে আপলােড করতে হবে । দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র, সকল শিক্ষাগত যােগ্যতার মার্কশিট স্ক্যান করে আপলােড করতে হবে । যথাযথভাবে দরখাস্ত পুরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়ােজন হবে ।

প্রার্থী বাছাই পদ্ধতি :

শিক্ষাগত যােগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের এসএসবি ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে । নির্বাচিত প্রার্থীদের ২২ সপ্তাহের ট্রেনিং হবে ন্যাভাল অ্যাকাডেমি এঝিমালায় । ট্রেনিং শেষে সাব-লেফটেন্যান্ট পদে নিয়ােগ করা হবে । অতিরিক্ত তথ্যের জন্য www.joinindiannavy.gov.in ওয়েবসাইট দেখুন ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area