Ads Area


Fire Operator Interview Questions gk in Bengali

 Fire Operator Interview Questions gk in Bengali

Fire Operator Interview Questions gk in Bengali
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com


পশ্চিমবঙ্গের Fire Operator Interview পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের প্রস্তুতি যাচাই করে নিন Fire Operator Sample Interview Questions / GK 


1. আগুন জ্বলার জন্য কোন গ্যাসের অবষ্যি প্রয়োজন ?

উঃ- অক্সিজেন


2. আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ? 

উঃ- কার্বন ডাই অক্সাইড ।


3. বাড়িতে বা কোন শিল্পাঞ্চলে কী কী কারনে আগুন লাগতে পারে ? 

উঃ- রান্নার উনান, গ্যাস সিলেন্ডার, শর্ট সার্কিট, সিগারাটের অবশিষ্টাংশ প্রভৃতি থেকে ।


4. “Dry sprinkler systems” – এ কী থাকে ? 

উঃ- Liquid Nitrogen বা তরলাকৃত নাট্রোজেন 


5. অগ্নি - নির্বাপক কয়েকটি পদার্থের নাম বলো ? 

উঃ- Dry Powder,  জল, Foam,  ভেজা চট, বালি, CO2


6. আগুন লাগার ফলে তাপ ও ধোঁয়ার সঙ্গে সঙ্গে আর কি কি উৎপন্ন হয় ? 

উঃ- কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড, জলীয় বাষ্প । 


7. আগুন নেভানোর জন্য ভারী জলের থেকে হালকা জল বেশি উপযোগী কেনো ?

উঃ- হালকা জল ভারি জলের চেয়ে অনেক বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়তে পারে, এবং দ্রুত আগুন নেভাতে সাহায্য করে । 


8. দুই ধরনের ফায়ার অ্যালার্মের নাম  বলো ?

উঃ- ( 1 ) Manual Alarm ( 2 ) Automatic Alarm


9. কোথাও আগুন লাগলে প্রথম করনীয় বিষয় কী  ?

উঃ- ( 1) ফায়ার অ্যালার্ম বাজিয়ে সকলকে সতর্ক করা | ( 2) নিজে ও সকলকে নিয়ে দূর্ঘটনাগ্রস্থ জায়গাটি পরিত্যাগ করা ।


10. কোন রঙ বিপদের ( Danger ) ও কোন রঙ নিরাপদ এর  ( Non - Danger )  চিহ্ন বহন করে ?

উঃ- লাল রঙ বিবদের চিহ্ন এবং সবুজরং নিরাপদের চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় ।


11. Fire Exit  এর রঙ কী রকম  হওয়া উচিত ?

উঃ- সবুজ রঙের উপর কোন সাদা চিহ্ন ।


12. পেট্রোল পাম্প বা পেট্রোল জাতীয় আগুন নেভাতে কী ব্যবহার করা উচিত ?

উঃ- শুকনো পাউডার বা Foam.


13. যদি তুমি দেখো কোথাও আগুন লেগেছে তাহলে তুমি কি করবে ?

উঃ- প্রথমে ফায়ার অ্যালার্ম বাজিয়ে সকলকে সতর্ক করা, দ্বিতীয়ত, সকলকে দুর্ঘটনাস্থল থেকে বাইরে আনা, তারপর আগুন নেভানোর চেষ্টা করা ।


14. দুটি Smoke Detector  এর নাম বলো ?

উঃ- Ionisation Detector , Optical Detector.


15. কিভাবে তুমি দাহ্য আবর্জনা  গুলিকে আলাদা করবে ?

উঃ- আবর্জনা গুলি ঢাকনা যুক্ত ধাতুর পাত্রে রাকাহ এবং তা নিয়মিত পরিষ্কার করা ।


16. যদি কোন ব্যক্তির গায়ে আগুন লাগে তাহলে কী করা উচিত ?

উঃ- ব্যক্তিটিকে কোনো ভিজে চট দিয়ে বা অদাহ্য কোন কাপড় বা চট দিয়ে ঢেকে দিতে হবে । 

17. কেন বাড়ির দেওয়ালে তেল রঙ করা বিপজ্জনক ?

উঃ- কারন এগুলি খুবই দাহ্য প্রকৃতির হয় ।


18. শর্ট - সার্কিটের জন্য আগুন লাগলে তা নেভানোর জন্য কী ব্যবহার করা উচিত ?

উঃ- কার্বন ডাই অক্সাইড, শুকনো পাউডার, বালি ।


19. শর্ট - সার্কিটের জন্য আগুন লাগলে প্রথমেই জল ব্যবহার করা উচিত নয় কেন ?

উঃ- জল ব্যবহারের ফলে জায়গাটি তড়িৎ গ্রস্থ হয়ে পড়তে পারে ,ফলে  দমকল কর্মী ও বাড়ির ভিতরে আটকে থাকা লোকেরা বিপদে পড়তে পারে ।


20. কেনো আগুন নেভানোর জন্য জল ব্যবহার করা হয় ? 

উঃ- জল দাহ্য পদার্থটিকে ঠান্ডা করে এবং জল বাষ্প হয়ে আগুনের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আগুন জ্বলার প্রয়োজনীয় অক্সিজেনকে আসতে বাধা দেয় ফলে অক্সিজেনের অভাবে আগুন নিভে যায় । 


21. কী কী পদ্ধতীতে তাপ এক জায়গাথেকে অন্য জায়গায় পরিবাহিত হয় ? 

উঃ- ( 1 ) পরিবহন ( Conduction ) ( 2 ) পরিচলন ( Convection )  ( 3 ) বিকিরন ( Radiation ) 


22. আগুন জ্বলার প্রধান তিনটি উপাদান কী ?

উঃ- ( 1 ) জ্বালানি ( 2 ) তাপ ( 3 ) অক্সিজেন ।


23. আগুনের লাগার কয়েকটি উৎসের নাম বলো -

উঃ- আগুনের ফুলকি, আগুনের শিখা, উত্তপ্ত পাত্র, বিকরিত তাপ ।


24. রান্নার গ্যাসে কোন গ্যাস ব্যবহার করা হয় ?

উঃ- বিউটেন ।


25. রান্নার গ্যাসে দুর্গন্ধ সৃষ্টির জন্য কোন পদার্থ ব্যবহার করা হয় ?

উঃ- ইথাইল ম্যারক্যাপটেন ।



File Details :

File Name – Fire Operator Interview sample Questions [www.jibikadisari.com]

File Format – pdf

File Size – 500 kb

File page - 3

File Location – Google Drive

PDF Download Link: CLICK HERE TO DOWNLOAD


Fire Operator Interview Sample Questions Mock Test - Click Here


Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area