Ads Area


বাংলা সাহিত্য় চিত্র / চিত্রকলা / সঙ্গীত / শিল্পী / স্থাপত্য থেকে প্রশ্নোত্তর || Questions answers Bengali Literature Painting / Music / Artist / Architecture

চিত্র / চিতকলা / সঙ্গীত / শিল্পী / স্থাপত্য

বাংলা সাহিত্য় চিত্র চিত্রকলা সঙ্গীত শিল্পী স্থাপত্য থেকে প্রশ্নোত্তর: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে  এই প্রশ্নোত্তর সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর

চিত্র / চিত্রকলা / সঙ্গীত / শিল্পী / স্থাপত্য থেকে প্রশ্নোত্তর নিচে  দেওয়া হলো 


1. বেঙ্গল স্কুলের প্রবর্তন কে করেন?

উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।

 2. শঙ্খ চৌধুরী ভারতের কোন অঞ্চলের শিল্পকলার সাথে জড়িত ছিলেন?

উত্তর: বরােদা।

3. শান্তিনিকেতনের বিখ্যাত সাঁওতাল পরিবার ভাস্কর্য্যের স্রষ্টা কে?

উত্তর: রামকিংকর বেইজ।

4. দেবী সরস্বতীকে নিয়ে চিত্ৰভাবনা -এ নিয়ে বিতর্কিত চিত্রকর কে?

উত্তর: মকবুল ফিদা হুসেন।

5. প্রতিধ্বনি চিত্রকলার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা কে ছিলেন?

উত্তর: পাবলাে পিকাসাে।

6. একটি ছবির সূত্রে সাংবাদিকরা সংশ্লিষ্ট গােষ্ঠীর নাম দিয়েছিলেন 'ইমপ্রেশনিস্টম'। ছবিটির নাম কি?

উত্তর: ছবির নাম ইমপ্রেশন্ সূর্যোদয়, শিল্পী ক্লোদ মােনে।

7. প্রােগেসিভ আর্ট গ্রূপ কোথায় সংগঠিত হয়েছিল?

উত্তর: বােম্বাইতে অধুনা মুম্বাইতে।

8. কোন শিল্পীকে আত্ম প্রতিকৃতির শ্রেষ্ঠ শিল্পী হিসাবে সম্মান দিই আমরা?

উত্তর: অমৃতা শেরগিল।

9. উনিশ শতকের কোন  দক্ষিণ ভারতীয় শিল্পী তার চিত্রকর্মে সর্বপ্রথম পাশ্চাত্য ও ভারতীয় চিত্রকলার মিশ্রণ ঘটিয়েছিল?

উত্তর: রবি বর্মা।

10. রবীন্দ্রভাবনা যুক্ত চিত্রকলাকে আমরা কী নামে অভিহিত করি?

উত্তর: শান্তিনিকেতনী শিল্পকলা।

11. ভারতের কোন রাজ্যের চিত্রশৈলীকে পাহাড়ী শৈলী হিসাবে অভিহিত করা হয়েছে?

উত্তর: পাঞ্জাব।

12. ভারতের ক্ষুদ্রাকৃতি চিত্রকলাকে কোন শৈলীর চিত্রকলা বুপ অভিহিত করা হয়? 

উত্তর: গুজরাটী শৈলী।

13. মধ্য ভারতের গুহা ভাস্কর্য শিল্পে কোন রাজবংশ উন্নতির সাক্ষ্য রেখেছিল?

উত্তর: পল্লব।

14. ইলােরা ও এলিফ্যান্টা গুহাচিত্র কোন রাজবংশের অসামান্য কীর্তি?

উত্তর: পল্লব।

15. ‘দ্য ডাইন সােয়ান’ কোন ধরণের চিত্র?

উত্তর: তৈলচিত্র।

16. আধুনিক এক শিল্পী ছবি আঁকা ছেড়ে দাবা খেলা ধরেছিলেন। পরবর্তীকালে চারটি দাবা অলিম্পিয়াডে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। কী নাম তার ? 

উত্তর: মার্সেল দুচ্যাম্প।

17. ‘কলেরবাঁশী’ ভাস্কর্যের স্রষ্টা কে? 

উত্তর: রাম কিংকর বেজ।

18. ‘মােনালিসা’ কোমহিলার আদলে আঁকা হয়?

উত্তর: ইতালীর লিসা ঘেরার জিনি (১৪৯২)।

19. কোন চিত্রকর তার নিজের কান কেটে ফেলেন এবং অসুস্থ শরীরে আত্ম প্রতিকৃতি আঁকেন?

উত্তর: ভান গঘ।

20. বিখ্যাত এক ফরাসী শিল্পী ইউরােপের জীবনে ক্লান্ত হয়ে তাহিতি দ্বীপে বসবাস শুরু করেছিলেন এবং জীবনের সেরা কাজগুলি তিনি ঐ দ্বীপেই সৃষ্টি করেন। শিল্পীর নাম কী?

উত্তর: পল  গঁঁগ্যা।

21. নেপােলিয়নের জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে ছবি এঁকে বিখ্যাত হয়েছেন এক শিল্পী, তার নাম কী?

উত্তর: জাকে লুই ডেভিড।

22. ‘টিজিয়াননা ভিসিলিও' কী নামে ছবি আঁকতেন?

উত্তর: টিটিয়ান।

23. কোন আধুনিক শিল্পী তার গোঁফকে ব্যক্তিগত রাডার বলে উল্লেখ করতেন?

উত্তর: সালভাদর ডালি।

24. কোন বিশ্ব বিখ্যাত ছবি মিলানের সান্তা মারি দেলা গ্রাজির ভােজন কক্ষের দেওয়ালে টাঙানাে আছে?

উত্তর: লিওনার্দো দ্য ভিঞির- 'দ্য লাস্ট সাপার'।

25. ‘ স্ট্যাচু অব লিবার্টি'র ভাস্কর কে?

উত্তর: ফ্রেদেরিখ অগস্তে বার্তোলদি (ফ্রান্স)।

26. শিল্পী লিওনার্দো দ্য ভিঞি কত মুদ্রার বিনিময়ে ‘মােনালিসা’ চিত্রটিকে বিক্রি করেছিলেন?

উত্তর: 4000 স্বর্ণ মুদ্রা।

27. বর্তমানে 'মােনালিসা’ চিত্রটি কোথায় আছে?

উত্তর: ফ্রান্সের লুভর আর্ট গ্যালারী।

28. প্রথম তেলরং দিয়ে ছবি আঁকেন কে?

উত্তর: ইউরােপের ফ্ল্যান্ডার্স এর শিল্পী হুয়েবার্ট।

29. গজলকী?

উত্তর: ফরাসি ভাষায় লেখা প্রেম পর্যায়ের গান।

30. টপ্পা গানের ভাষার বৈশিষ্ট্য কী?

উত্তর: গ্রাম্য ভাষা।

31. বাংলা টপ্পা গানের প্রচলন কে করেন?

উত্তর: রামনিধি গুপ্তা (নিধু বাবু)।

32. আজ পর্যন্ত চুরি যাওয়া সবচেয়ে মূল্যবান জিনিস?

উত্তর: মোনালিসা ছবিটি।

33. ভারতের নগ্নপদ শিল্পী কাকে বলে?

উত্তর: মকবুল ফিদা হুসেন।

34. অজন্তা গুহাচিত্রাবলীতে কোন ধর্মের কাহিনী বিবৃত হয়েছে?

উত্তর: বৌদ্ধধর্ম।

সুতরাং, দেরি না করে এখনই বাংলা সাহিত্য় চিত্র চিত্রকলা সঙ্গীত শিল্পী স্থাপত্য থেকে প্রশ্নোত্তর Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন

File Details:
File Name- বাংলা সাহিত্য চিত্র চিত্রকলা সঙ্গীত শিল্পী স্থাপত্য থেকে প্রশ্নোত্তর
File Format- pdf
Quality- High
File Size- 861 kb
File page- 4
File Location- Google Drive
Download Link: DOWNLOAD



আরও
 দেখুন

বাংলা সাহিত্যের ইতিহাস: Click Here 

পুরান সম্পর্কিত প্রশ্নোত্তর: Click Here 




কপিরাইট: jibikadisari.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area