Ads Area


মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বাংলা প্রবন্ধ রচনা || Bengali Grammar Class-10 Bengali

 মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বাংলা প্রবন্ধ রচনা

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান পাঠক্রম অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষায় একটি করে প্রবন্ধ রচনা প্রশ্নপত্রে এসেই থাকে। শব্দসীমা ৫০০ এবং পূর্ণমান ১০। মাধ্যমিকের ক্ষেত্রে কোনো উত্তরসংকেত দেওয়া থাকে না কিন্তু উচ্চমাধ্যমিকে উত্তরসংকেত দেওয়া থাকে। এই নমুনা বাংলা প্রবন্ধরচনা ছাত্রছাত্রীদের বিদ্যালয় ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে আমরা মধ্য বিভাগের সকল শ্রেনীর বিষয়ভিত্তিক প্রশ্ন ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য প্রদান করবো। নতুন নতুন প্রশ্ন পেতে নিয়মিত আমাদের Website টি Follow করো। যাইহোক, বর্তমান পোস্টে প্রকাশিত “ মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বাংলা ” প্রবন্ধটি মূলত মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ।

মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বাংলা প্রবন্ধ রচনা || Bengali Grammar Class-10 Bengali


মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বাংলা প্রবন্ধ রচনা || Bengali Grammar Class-10 Bengali


 মাতৃভাষায় বিজ্ঞান চর্চা 


"মাতৃভাষায় বিজ্ঞান দূর করে অজ্ঞান, 

শিক্ষা পূর্ণ করি ভরে তোলে মনপ্রাণ।"


বিজ্ঞানচর্চা ও ভাষার গুরুত্ব :

 বিজ্ঞান মানবসভ্যতার উত্তরণের সিঁড়ি। আদিম মানুষের নৈসর্গিক বিস্ময় যেদিন যুক্তি, ভয়ে কার-বিশ্লেষণের পথ ধরে বিশ্লেষিত হয়েছিল, সেই দিনই বিজ্ঞানের শুভ সূচনা ঘটেছিল। তারপর বহুযুগ ধরে মানুষ গড়ে তুলেছে রায় বিজ্ঞানসাধনা-সৌধ ও বিজ্ঞান-বিদ্যাসম্ভার। তখন মানুষ অভিজ্ঞতা বিশ্লেষণের মাধ্যমে জগতের রহস্য বোঝার চেষ্টা করত। এখন সে-বিজ্ঞান বিদ্যাগ্রন্থ চর্চা করে রহস্য সন্ধান করে। বিজ্ঞান-বিদ্যাচর্চা এখন এক গুরুত্বপূর্ণ বিদ্যাশিক্ষার বিষয়।

মাতৃভাষা ও শিক্ষা :

 শিক্ষার সঙ্গে মাতৃভাষা ওতপ্রোতভাবে জড়িত। সব শিক্ষাবিদই মনে করেন, মাতৃভাষা শিক্ষার অন্যতম এই বাহন। বিশিষ্ট শিক্ষাবিদ J. R. Firth মন্তব্য করেছেন, 'As a first principle, fix your faith to the mother tongue. এ রবীন্দ্রনাথ তাঁর স্বকীয় ভঙ্গিতে বলে গেছেন, 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ'। UNESCO সিদ্ধান্ত প্রকাশ করেছে, 'The best medium for teaching is the mother tongue of the pupil'


বাংলায় বিজ্ঞানচর্চার ক্রমোন্নতি এবং মাতৃভাষার গুরুত্ব :

 প্রথাগতভাবে বাংলায় বিজ্ঞানচর্চার সূত্রপাত ইংরেজদের হাত ধরে। স্বভাবতই ইংরেজি ভাষাতেই আমাদের দেশে বিজ্ঞানচর্চার সূত্রপাত। কিন্তু পরবর্তীকালে বাংলার রেনেসাঁস যুগের মনীষী এবং বিজ্ঞানীরা জাতীয়তাবোধ উন্মেষের মুহূর্তে মাতৃভাষায় বিজ্ঞানচর্চার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ব্যাপারে পথিকৃৎ ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অক্ষয়কুমার দত্ত। বিজ্ঞানের নানা বিষয় যথা, রসায়ন, শারীরতত্ত্ব, পদার্থবিদ্যা সম্পর্কিত সন্দর্ভ প্রথম প্রকাশ পায় অক্ষয়কুমার দত্ত সম্পাদিত 'বিদ্যাদর্শন' পত্রিকাতে। পরবর্তীকালে শিক্ষার সঙ্গে বিজ্ঞানচর্চাতেও মাতৃভাষার অসীম গুরুত্ব উপলব্ধি করেছিলেন রবীন্দ্রনাথ।

 আচার্য জগদীশচন্দ্র বসু বাংলায় বিজ্ঞানধর্মী রচনা প্রকাশ করেন। তাঁর রচিত 'অব্যক্ত' বিজ্ঞান রচনা এবং সাহিত্য চেতনার যুগলবন্দি। রবীন্দ্রনাথের উৎসাহে শান্তিনিকেতন থেকে বিজ্ঞান পুস্তিকা প্রকাশ করতে থাকেন চারুচন্দ্র ভট্টাচার্য, জগদানন্দ রায়, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রমুখরা। পরের যুগে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, প্রমুখ দিক্কাল বিজ্ঞানীরা এই কাজে ব্রতী হন। বিশ্ববিখ্যাত পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু' বলেছিলেন, 'যাঁরা বলেন বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা সম্ভব নয়, তাঁরা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান জানেন না।' স্বাধীনোত্তরকালে শ্রদ্ধেয় রাজশেখর বসু বাংলায় বিজ্ঞানচর্চার উপযোগী পরিভাষা গঠনে সচেষ্ট হয়েছিলেন।

মাতৃভাষায় বিজ্ঞানচর্চার যৌক্তিকতা :

বিশেষ কোনো ভাষা বিজ্ঞানচর্চার শর্ত নয়। আর্কিমিডিস, নাগার্জুন, মাদাম কুরি,নিল্স বোর যথাক্রমে গ্রিক, সংস্কৃত, ফরাসি এবং জার্মান প্রভৃতি তাঁদের মাতৃভাষায় বিজ্ঞানচর্চা করেছেন। মাতৃভাষা ছাড়া অন্য ভাষার ব্যবহার শিখতে যে শিক্ষণ-সময় ব্যয় হয়, মাতৃভাষায় যিনি বিজ্ঞানচর্চা করছেন তিনি সেই সময়টি বিজ্ঞানচর্চার কাজে ব্যয় করতে পারেন।

মাতৃভাষায় বিজ্ঞানচর্চার সীমাবদ্ধতা :

কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যে আমাদের মাতৃভাষায় বিজ্ঞানচর্চার কিছু আপাত সীমাবদ্ধতা আছে। প্রথম অসুবিধা হল উচ্চশিক্ষার উপযুক্ত পাঠ্যপুস্তকের অভাব এবং পরিভাষার জটিলতা। বাংলা ভাষাকে বিজ্ঞানচর্চার উপযুক্ত করে তুলতে হলে এগুলির ব্যাপারে যত্নবান হতে হবে।

বর্তমান বিশ্বায়ন এবং বিজ্ঞানচর্চা :

বর্তমান পৃথিবীর বিজ্ঞানচর্চা হয়ে উঠেছে যন্ত্রনির্ভর। কম্পিউটার এবং ইন্টারনেট আজকের উন্নত বিজ্ঞানচর্চার অপরিহার্য শর্ত। কম্পিউটারের ভাষা মূলত ইংরেজে-কেন্দ্রিক। এই পরিস্থিতি বিবেচনা করলে ইংরেজি ভাষাকে আমরা বিজ্ঞানচর্চার ভাষা হিসেবে সম্পূর্ণ বর্জন করতে পারি না। বিজ্ঞানচর্চার ভাষা-বিচারে আমাদের গোঁড়া হলে চলবে না। 

মাতৃভাষাকে অবহেলা বা বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা-এর কোনোটিই আমরা বর্তমান পরিস্থিতিতে করতে পারি না। প্রাথমিক শিক্ষা এবং গণ-বিজ্ঞানচেতনা প্রসারে মাতৃভাষা বাংলা যেমন অপরিহার্য তেমনি উচ্চশিক্ষা, প্রযুক্তি পর্যায়ের বিজ্ঞানচর্চায় অপরিহার্য ইংরেজি ভাষা। আমাদের দুটি ভাষাকেই সমান গুরুত্ব দিয়ে উপযুক্ত পর্যায়ে ব্যবহার করতে হবে।

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area