Ads Area


ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || Important History Questions Answered

ইতিহাসের প্রশ্ন উত্তর

তোমাদের আজকে ইতিহাসের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিতে চলেছি যা তোমরা প্র্যাকটিস করতে পারো। তাই তোমরা সময় নষ্ট না করে নিচের প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে পড়তে পারো।

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || Important History Questions Answered


ইতিহাস জিকে প্রশ্ন উত্তর || Important History Questions Answered


১। আর্যরা কত বছর আগে ভারতে আসেন?

উঃ প্রায় চার হাজার বছর আগে।

২। আর্যরা কোন পথ দিয়ে ভারতে প্রবেশ করেন?

উঃ উত্তর-পশ্চিম গিরিপথ দিয়ে।

৩। আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেন?

উঃ পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চলে।

৪। আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?

উঃ বেদ।

৫। বেদ ক-ভাগে বিভক্ত ও কী কী?

উঃ বেদ চার ভাগে বিভক্ত-ঋক্, সাম, যজু ও অথর্ব। 

৬। বেদের অপর নাম কী?

উঃ শ্রুতি।

৭। বেদের অপর নাম শ্রুতি কেন?

উঃ শুনে শুনে মনে রাখতে হত বলে। 

৮। আর্যদের শ্রেণিবিভাগ ক-টি ও কী কী?

উঃ চারটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।

৯। আর্যরা মানুষের জীবনকে ক-ভাগে বিভক্ত করেছিলেন? কী কী?

উঃ চার ভাগে-ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। 

১০। এই চারটি ভাগকে কী বলে?

উঃ এই চারটি ভাগকে চতুরাশ্রম বলে।

১১। ভারতের মহাকাব্য ক-টি ও কী কী?

উঃ দুটি-রামায়ণ ও মহাভারত। 

১২। কোন গ্রিক দূত সর্বপ্রথম ভারতে এসেছিলেন?

উঃ মেগাস্থিনিস।

১৩। ভারতের শ্রেষ্ঠ হিন্দু সম্রাট কে?

উঃ সম্রাট অশোক।

১৪। মগধের বিক্রমশীলা বৌদ্ধবিহার কে নির্মাণ করেন?

উঃ পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল।

১৫। কোন্ বাঙালি পণ্ডিত তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করতে আসেন?

উঃ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।

১৬। প্রথম বাঙালি সম্রাট কে?

উঃ গৌড়রাজ শশাঙ্ক।

১৭। কোন বাঙালি পণ্ডিত নালন্দা বৌদ্ধবিহারের অধ্যক্ষ ছিলেন?

উঃ পণ্ডিত শীলভদ্র।

১৮। হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?

উঃ হর্ষবর্ধনের রাজত্বকালে।

১৯। হর্ষবর্ধন কোথাকার রাজা ছিলেন?

উঃ থানেশ্বরের রাজা ছিলেন।

২০। 'হর্ষচরিত' গ্রন্থের রচয়িতা কে?

উঃ বানভট্ট।

২১। হিউয়েন সাঙ রচিত ভ্রমণবৃত্তান্তের নাম কী?

উঃ সি-ইউ-কি।

২২। মৌর্যবংশ প্রতিষ্ঠা করেন কে?

উঃ চন্দ্রগুপ্ত মৌর্য

২৩। নবরত্ন কাদের বলা হত?

 উঃ কালিদাস,বরাহমিহির,বররুচি,ক্ষপণক,ধন্বন্তরি,

বেতাল ভট্ট, ঘটকর্পর, শঙ্কু ও অমর সিংহ-এই ন-জন বিখ্যাত পণ্ডিতকে নবরত্ন বলা হত। 

২৪। নবরত্নরা কোন সম্রাটের রাজসভা অলংকৃত করতেন?

উঃ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

২৫। ফা-হিয়েন কে? কার রাজত্বকালে তিনি ভারতে এসেছিলেন?

উঃ একজন চিনদেশীয় পর্যটক। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন।

২৬। 'বিক্রমাদিত্য' কোন্ সম্রাটের উপাধি ছিল?

উঃ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

২৭। কালিদাসের কয়েকটি কাব্যের নাম করো।

উঃ অভিজ্ঞান শকুন্তলম্, মেঘদূতম, কুমারসম্ভবম্।

২৮। কোন যুগকে ভারতের সুবর্ণযুগ বলা হয়?

উঃ গুপ্তযুগকে।

২৯। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?

উঃ গৌড়রাজ শশাঙ্ক।

৩০। বাংলার শেষ স্বাধীন নবাব কে?

উঃ নবাব সিরাজ-উদদৌলা।

৩১। বাংলার শেষ হিন্দু রাজা কে?

উঃ লক্ষ্মণ সেন।

৩২। লক্ষ্মণ সেনের সভার সভাকবি কে ছিলেন?

উঃ কবি জয়দেব।

৩৩। কবি জয়দেব কোন্ কাব্যগ্রন্থ রচনা করেন?

উঃ গীতগোবিন্দ।

৩৪ মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উঃ বাবর।

৩৫। মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে?

উঃ মহামতি আকবর।

৩৬। দিল্লির কুতুবমিনার কে নির্মাণ করেন?

উঃ সুলতান ইলতুৎমিস। নির্মাণের কাজ আরম্ভ করেন কুতুবুদ্দিন আইবক।

৩৭। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? তাঁর বাবা-মায়ের নাম কী?

উঃ গৌতম বুদ্ধ কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম শুদ্ধোধন এবং মায়ের নাম মায়াদেবী।

৩৮। চিনের প্রাচীর যে নির্মাণ করেন? কবে?

উঃ চিনের প্রাচীর রাজা সি-হুয়াং-তি নির্মাণ করেন। ২২০০ বছর আগে।

আরও পড়ুন-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area