সুপ্রিয় লেডি পুলিশ পরীক্ষার্থী, আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে আমরা লেডি কনস্টেবল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে।
তোমাদের হাতে হয়তো আর মাত্র ১টি মাস আছে। আগামী ১০ই সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই তোমরা যারা ঐদিন পরীক্ষায় বসবে অবশ্যই খুব ভালোভাবে উক্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমরা যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো তার জন্য আমরা নিয়ে হাজির হয়েছি, WBP লেডি কনস্টেবল GK প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। তোমরা এখন খুব মনোযোগ সহকারে দেখে নাও আমাদের দেওয়া প্রশ্ন গুলি এবং নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে তোল।
লেডি কনস্টেবল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ
1. স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল?
(1) 11 অগস্ট, 1908
(2) 31 মার্চ, 1911
(3) 11 অগাস্ট, 1911
(4) 29 মার্চ, 1931
উত্তর- (1) 11 অগস্ট, 1908
2. স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন?
(1) সি আর দাস এবং মতিলাল নেহেরু
(2) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(3) হাকিম আজমল খান
(4) বালগঙ্গাধর তিলক
উত্তর- (1) সি আর দাস এবং মতিলাল নেহেরু
3. কোন জাতীয় নাগরিক লোকমান্য্যপৃথিবী ছিলেন?
(1) বাল গঙ্গাধর তিলক
(2) চিত্তরঞ্জন দাস
(3) বিপিন চন্দ্র পাল
(4) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
উত্তর- (1) বাল গঙ্গাধর তিলক
4. দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন?
(1) ইলতুৎমিস
(2) ফিরোজ শাহ তুঘলক
(3) মহম্মদ বিন তুঘলক
(4) বলবন
উত্তর- (3) মহম্মদ বিন তুঘলক
5. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ?
(1) হেমচন্দ্র
(2) স্থুলবাহু
(3) ঋষভদের
(4) অগ্নিসার
উত্তর- (3) ঋষভদের
6. সতীপ্রথা রদ করার সময় ভারতে গভর্নর জেনারেল কে ছিলেন?
(1) ওয়েলেসলি
(2) আমহার্স্ট
(3) উইলিয়াম বেন্টিক
(4) হেস্টিংস
উত্তর- (3) উইলিয়াম বেন্টিক
7. লর্ড মাউন্টব্যাটনের পর প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
(1) বল্লভভাই প্যাটেল
(2) রাজেন্দ্র প্রসাদ
(3) সচ্চিদানন্দ সিনহা
(4) চক্রবর্তী রাজাগোপালাচারী
উত্তর- (4) চক্রবর্তী রাজাগোপালাচারী
8. উর্দু সাপ্তাহিক পত্রিকা আল হিলাস শুরু করেছিলেন?
(1) সৈয়দ আহমেদ খান
(2) বদ্রুদ্দিন তৈয়াবজি
(3) আবুল কালাম আজাদ
(4) আব্দুল গফফর খান
উত্তর- (3) আবুল কালাম আজাদ
9. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন?
(1) অরবিন্দ ঘোষ
(2) শিশির কুমার ঘোষ
(3) রাজশেখর বসু
(4) হরিশচন্দ্র মুখার্জি
উত্তর- (4) হরিশচন্দ্র মুখার্জি
10. ঋকবেদে কতগুলি শ্লোক রয়েছে?
(1) 1000
(2) 1028
(3) 1058
(4) 1035
উত্তর- (2) 1028
11. শিবাজী জন্মগ্রহণ করেছিলেন কোথায়?
(1) পুণা
(2) রায়গড়
(3) পুরন্ধর
(4) শিবনারে
উত্তর- (4) শিবনারে
12. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বোদয় ও ভূদান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন?
(1) রাম মনোহর লোহিয়া
(2) রাজেন্দ্র প্রসাদ
(3) বিনোবা ভাবে
(4) ভুলাভাই দেশাই
উত্তর- (3) বিনোবা ভাবে
13. দ্বিতীয় পাণিপথের যুদ্ধ হয়েছিল?
(1) 1526
(2) 1536
(3) 1546
(4) 1556
উত্তর- (4) 1556
14. বাংলা এবং বিহারের চিরস্থায়ী বন্দোবস্ত নিস্পত্তি হয়েছিল?
(1) 1792
(2) 1793
(3) 1791
(4) 1794
উত্তর- (2) 1793
15. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন?
(1) মেগাস্থিনিস
(2) হিউয়েন সাঙ
(3) ই-সিঙ
(4) ফা হিয়েন
উত্তর- (2) হিউয়েন সাঙ
16. নিন্মলিখিত নদীগুলির মধ্যে কোনটি অপ্রবাহিনী?
(1) সবরমতী
(2) লুনি
(3) নর্মদা
(4) তাপ্তি
উত্তর- (2) লুনি
17. কৃষ্ণা নদীর উৎসস্থল _____ এর কাছে অবস্থিত।
প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে উপযুক্ত বিকল্পটি বেছে নিয়ে শুন্যস্থান পূরণ কর।
(1) গোমুখ
(2) নাসিক
(3) মহাবালেশ্বর
(4) মাইসোর
উত্তর- (3) মহাবালেশ্বর
18. কাজিরঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত?
(1) সিংহের জন্য
(2) বাঘের জন্য
(3) একশৃঙ্গ গভারের জন্য
(4) হরিণের জন্য
উত্তর- (3) একশৃঙ্গ গভারের জন্য
19. নদীর কোন গতিপথে মিয়েন্ডার (me anders) গঠিত হয়?
(1) উচ্চ বা পার্বত্য প্রবাহে
(2) মধ্য বা উপত্যকা প্রবাহে
(3) নিম্ন বা সমভূমি প্রবাহে
(4) এদের মধ্যে কোনটিই নয়
উত্তর- (3) নিম্ন বা সমভূমি প্রবাহে
20. চাপের এস আই একক হল?
(1) পাস্কাল
(3) জুল
(2) ডাইন
(4) ওয়ার্ট
উত্তর- (1) পাস্কাল
21. নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জিস্ট্রপিক প্রতিক্রিয়ার জন্য দায়ী?
(1) জিব্বারেলিন
(2) সাইটোকাইনিন
(3) অ্যাবসাইসিক অ্যাসিড
(4) অক্সিন
উত্তর- (4) অক্সিন
22. যে প্রক্রিয়ায় সূর্যের তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শুন্যস্থানে প্রবাহিত হয়, সেই প্রক্রিয়াটি হল:
(1) পরিবহন
(2) পরিচলন
(3) বিকিরণ
(4) শোষন
উত্তর- (3) বিকিরণ
23. মানবদেহে কটি হাড় রয়েছে?
(1) 187
(2) 287
(3) 206
(4) 306
উত্তর- (3) 206
24. নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎশক্তির একক?
(1) ক্যালরি
(2) জুলে
(3) ওয়াট
(4) ফ্যারাডে
উত্তর- (3) ওয়াট
লেডি কনস্টেবল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details :
File Name- Lady Constable Important Questions Answers [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 2MB
File page- 9
File Location- Google Drive