Ads Area


ইংরেজি টেন্স কত প্রকার ও কি কি | Types Of Tenses PDF

ইংরেজি টেন্স কত প্রকার ও কি কি | Types Of Tenses PDF

আপনি কি জানেন যে ইংরেজি টেন্স একজন শিক্ষার্থীর পাঠ্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়? এখানে, আপনি ইংরেজি টেন্স সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ বিষয়।

ইংরেজি টেন্স কত প্রকার ও কি কি


Verb- এর যে রূপের দ্বারা কাজের সময় বা কাল বোঝায়, তাকে বলে Tense.


Tense তিন প্রকার:

(a) Present Tense (বর্তমান কাল)

(b) Past Tense (অতীত কাল)

(c) Future Tense (ভবিষ্যৎ কাল)


✅ যে verb দ্বারা কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে বোঝায়, তাকে বলে Present Tense (বর্তমান কাল) ।


সে বাড়ি যায়- He goes home.

আমরা ভাত খাই- We eat rice.

জয়া ধীরে ধীরে হাঁটে- Jaya walks slowly.

উপরের Sentence- গুলির 'goes' , 'eat' , 'walks' Verb- গুলি দ্বারা যাওয়া, খাওয়া, হাঁটা কাজগুলি বর্তমান কালে সম্পাদিত হয় বোঝাচ্ছে । তাই এই Verb গুলির Present Tense হয়েছে ।



✅ যে verb দ্বারা কোনো কাজ অতীতে হয়েছিল বোঝায়, তাকে বলে Past Tense (অতীত কাল) ।


সে বাড়ি গিয়েছিল- He went home.

আমরা ভাত খেয়েছিলাম- We ate rice.

জয়া ধীরে ধীরে হেঁটেছিল- Jay walked slowly.

উপরের Sentence- গুলির 'went' , 'ate' , 'walked' Verb গুলি দ্বারা যাওয়া, খাওয়া, হাঁটা কাজগুলি অতীতে সম্পাদিত হয়েছিল বোঝাচ্ছে । তাই এই Verb গুলির Past Tense হয়েছে ।


✅ যে verb দ্বারা কোনো কাজ ভবিষ্যতে সম্পাদিত হবে বোঝায়, তাকে বলে Future Tense (ভবিষ্যৎ কাল) ।


সে বাড়ি যাবে- He will go home.

আমরা ভাত খাব- We will eat rice.

জয়া ধীরে ধীরে হাঁটবে- Jaya will walk slowly.

উপরের Sentence- গুলির 'will go' , 'will eat' , 'will walk' Verb- গুলি দ্বারা যাওয়া, খাওয়া, হাঁটা কাজগুলি ভবিষ্যতে সম্পাদিত হবে বোঝাচ্ছে । তাই এই Verb গুলির Future Tense হয়েছে । 


নিখুঁতভাবে বোঝানোর জন্য প্রতিটি Tense কে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে । যথা-


  1. Indefinite
  2. Continuous
  3. Perfect
  4. Perfect Continuous


আবার, Verb- এর Tense- এর রূপ মোট 12 টি । সেগুলি হল-

1. Present Indefinite Tense (সাধারণ বা নিত্য বর্তমান কাল)

2. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল)

3. Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল)

4. Present Perfect Continuous Tense (পুরাঘটমান বর্তমান কাল)

5. Past Indefinite Tense (সাধারণ বা নিত্য অতীত কাল)

6. Past Continuous Tense (ঘটমান অতীত কাল)

7. Past Perfect Tense (পুরাঘটিত অতীত কাল)

8. Past Perfect Continuous Tense (পুরাঘটমান অতীত কাল)

9. Future Indefinite Tense (সাধারণ বা নিত্য ভবিষ্যৎ কাল)

10. Future Continuous Tense (ঘটমান ভবিষ্যৎ কাল)

11. Future Perfect Tense (পুরাঘটিত ভবিষ্যৎ কাল)

12. Future Perfect Continuous Tense (পুরাঘটমান ভবিষ্যৎ কাল)


Present Indefinite Tense or Simple Tense (সাধারণ বর্তমান ক্রিয়ার কাল)


✅ যদি বর্তমান কালে কোনো কাজ ঘটে বা ঘটে থাকে, কোনো চিরন্তন সত্য বোঝায় বা অভ্যাসবশত কোনো কাজ করা বোঝায়, তবে verb- এর Present Indefinite Tense হয় ।

যেমন-

সে বাড়ি যায়- He goes home.

আমরা ভাত খাই- We eat rice.

তারা বিকালে খেলা করে– They play in the afternoon.

উপরের Sentence- গুলিতে 'goes' , 'eat' , 'play' এই Verb- গুলি দ্বারা বর্তমানকালে কোনো কাজ ঘটে বা ঘটে থাকে বোঝানো হচ্ছে । তাই Verb- এর Present Indefinite Tense হয়েছে ।

Present Indefinite Tense- এ ব্যবহার করতে হলে sentence- এ Third Person Singular Number (He, She ইত্যাদি) হয়, তবে verb- এর শেষে ‘s’ বা ‘es’ যোগ করতে হয় ।


মনে রাখা প্রয়োজন:

বাংলা বাক্যে ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু । যদি ধাতুর সঙ্গে অ, য়, ও, ই, এ (করি, করে, কর, হই, হয়, হও, খাই, খায়, খাও) ইত্যাদি যুক্ত হয় । তবে তা Present Indefinite Tense হবে ।


Present Indefinite Tense নিম্নলিখিত ক্ষেত্রেও ব্যবহৃত হয়-

(a) কোনো অভ্যাস বোঝাতে-

যেমন-

সে প্রত্যহ সকালে চা খায় - He takes tea every morning.

তারা প্রত্যহ বিকালে খেলা করে - The play every afternoon.

আমি এগারোটায় শুতে যাই - I go to bed at 11 o'clock.

(b) চিরকালীন বা নিত্যসত্য বোঝাতে-

যেমন-

সততাই হল শ্রেষ্ঠ উপায় - Honesty is the best policy.

সূর্য পূর্ব দিকে ওঠে - The sun rises in the east.

পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে - The earth moves round the sun.

(c) ঐতিহাসিক ঘটনা প্রকাশ করা বা অতীতের ঘটনা যেন বর্তমানে ঘটেছে, এমন বোঝানোর জন্য-

যেমন-

আকবর এবার তাঁর রাজত্ব বিস্তার করতে শুরু করলেন - Akbar now starts to extend his empire.

প্রতাপ সাহসের সাথে আকবরের বিরুদ্ধে যুদ্ধ করলেন - Pratap fights bravely against Akbar.

অশোক ভারতের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন - Asoke is a great emperor of India.

(d) অনুজ্ঞাসূচক বাক্যে ভবিষ্যৎকাল থাকলেও ইংরেজি অনুবাদে Present Indefinite Tense হয় ।

যেমন-

রাস্তায় দৌড়োবে না - Do not run on the road.

সর্বদা সত্যি কথা বলবে - Always speak the truth.

তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে - Take care of you health.

(e) কোনো-কোনো ক্ষেত্রে Present Perfect Tense -এর ইংরেজি অনুবাদে Present Indefinite Tense ব্যবহৃত হয় ।

যেমন-

আমি শুনলাম যে সে ভালো আছে - I hear that he is well.

আমার সর্বনাশ হয়েছে – I am undone.

এই রাস্তাটি স্টেশনের দিকে গিয়েছে - This road leads to the station.

(f) বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝাতে কিছু কিছু বিষয়ে Present Continuous Tense না হয়ে Present Indefinite Tense হয় ।

যেমন-

আমার তেষ্টা পেয়েছে - I am thirsty.

পাখিটি কি সুন্দরভাবে উড়ছে – How well the bird flies !

আমি অসুস্থ বোধ করছি - I feel ill.

(g) ভবিষ্যতের পূর্বনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা বিষয় বোঝাতে Present Indefinite Tense ব্যবহৃত হয় ।

যেমন-

সে রবিবার দিল্লি আসছে - He comes to Delhi on Sunday.

গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে - Summer vacation starts from Tuesday.

আমরা আগামী সপ্তাহে পুরী যাব - We go to Puri next week.

(h) কোনো উদ্ধৃতির সঙ্গে পরিচয় করানোর জন্য Present Indefinite Tense ব্যবহৃত হয় ।

যেমন-

বিবেকানন্দ বলেন, “মানব জাতির সেবাই ঈশ্বরের সেবা” - Vivekananda says, "Service to mankind is the service to God."


Present Continuous or Progressive Tense (ঘটমান বর্তমান ক্রিয়ার কাল)


✅ কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে, কিন্তু এখনও শেষ হয়নি, বোঝাতে Verb এর Present Continuous Tense হয় ।

তারা ফুটবল খেলছে- They are playing football.

আমি স্কুলে যাচ্ছি- I am going to school.

ছেলেটি ভাত খাচ্ছে- The boy is eating rice.


উপরের Sentence- গুলিতে 'are playing' , 'am going' , 'is eating' ইত্যাদি verb- গুলি দ্বারা কাজ বর্তমান কালে চলছে, এখনও শেষ হয়নি বোঝাচ্ছে । তাই এই Verb গুলির Present Continuous Tense হয়েছে ।


মনে রাখা প্রয়োজন:

বাংলায় ধাতুর সঙ্গে ‘ছে’ , ‘ছি’ , ‘চ্ছে’ , ‘চ্ছি’ , ‘তেছে’ , ‘তেছো’ , ‘তেছি’ ইত্যাদি যুক্ত থাকলে Verb (ক্রিয়াপদ) -এর Present Continuous হয়ে থাকে ।


(a) Present Continuous Tense- এ Subject বা কর্তা অনুযায়ী মূল verb এর পূর্বে ‘to be’ Verb- এর যে কোনো একটি রূপ (am, is, are) বসে । Verb এর শেষে ‘ing’ যুক্ত হয় ।

যেমন- I am, He/ She/ It/ Ram is, You/ We/ They/ Dogs are.

(b) কিছু Verb আছে যেগুলি Present Continuous Tense- এ ব্যবহৃত হয় না ।

যেমন- forget, see, know, remember, hate, think, look, hear, want, wish, feel, hope, refuse, like, love.

(c) অদূর ভবিষ্যৎ কালে কোনো পরিকল্পিত ঘটনা ঘটবে বা কাজ হবে ব্যক্ত করতে বা বোঝাতে verb- এর Present Continuous Tense হয় ।

যেমন-

আমার বোন আজ রাত্রে আসবে - My sister is coming tonight.

আমি আগামীকাল পুরী যাব - I am going to Puri tomorrow.


Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান ক্রিয়ার কাল)


✅ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, এমন বোঝালে Verb- এর Present Perfect Tense হয় ।

যেমন-

আমি একটি চিঠি লিখেছি – I have written a letter.

আমি একটি বই কিনিয়াছি - I have bought a book.

সে ভাত খাইয়াছে - He has eaten rice.

উপরের বাক্যগুলিতে 'have written' , 'have bought' , 'has eaten' Verb গুলির কাজ শেষ হয়েছে কিন্তু ফল এখনও বর্তমান আছে বোঝাচ্ছে, তাই Present Perfect Tense হয়েছে ।


মনে রাখা প্রয়োজন:

‘ইয়াছি’ , ‘এছে’ , ‘ইতেছ’ , ‘ইতেছে’ , ‘ইতেছি’ , ‘ছি’ (আছি, আছ, আছে) প্রভৃতি ধাতুর সঙ্গে যুক্ত থাকলে Present Perfect Tense হয় ।

(a) Present Perfect Tense- এ মূল Verb- এর Past Participle রূপটি (called, lost, gone, done, gave ইত্যাদি) বসে । Verb- এর পূর্বে কর্তার পুরুষ অনুযায়ী 'has' বা 'have' বসে ।

যেমন – I/ you/ we/ boys have, He/ It/ Ram has.

(b) Present Perfect Tense- এ নিম্নলিখিত adverb বা adverb phrase ব্যবহৃত হতে পারে ।

যেমন – yet, today this week, often, so fair, ever, since, never, just, till, for, till now.

আবার অতীতকালের adverb (yesterday, monday last ইত্যাদি) থাকলে Present Perfect Tense না হয়ে Past Indefinite Tense হয় ।

যেমন- He came here yesterday.

(c) যদি কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে, বোঝায় তাহলে verb এর Present Perfect Tense হয় ।

যেমন-

সে ছোটোবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী - He has been studious from his boyhood.

আমি গত সাত বছর এখানে বাস করছি - I have lived here for seven years.

(d) না-বাচক Verb- এর করেনি, করিনি, যায়নি ইত্যাদির অনুবাদে অনেক সময় Present Perfect Tense হয় ।

যেমন-

মিতা এখনও এখানে পৌঁছায়নি - Mita has not yet reached here.

আমি কখনও ইহা করি নাই – I have never done this.

(e) Future Perfect Tense বোঝাতে বা ব্যবহার করতে গেলে যদি sentence এর আগে after, before, when, as soon as ইত্যাদি থাকে তাহলে Future Perfect Tense- এর বদলে Present Perfect Tense হয় ।

যেমন-

বস্তুটি সংগ্রহ করেই আমি বোম্বে রওনা হব - I will start for Bombay after I have collected the article.



Present Perfect Continuous Tense (নিত্যবৃত্ত বর্তমান ক্রিয়ার কাল)


✅ কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে, এমন বোঝালে Verb- এর Present Perfect Continuous Tense হয় ।


আমি সাতদিন যাবৎ জ্বরে ভুগছি - I have been suffering from fever for seven days.

রাজীব গত শনিবার থেকে জ্বরে ভুগছে - Rajib has been suffering from fever since Saturday last.

সে গত বছর থেকে এখানে বাস করছে - He has been living here since last year.

চার ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে - It has been raining for four hours.

উপরের Sentence- গুলির 'have been suffering' , 'has been suffering' , 'has been living' , 'has been raining' ইত্যাদি verb- গুলির কাজ শুর হয়ে এখনও চলছে । তাই Present Perfect Continuous Tense হয়েছে ।


মনে রাখা প্রয়োজন:

বাংলা ক্রিয়াপদের শেষে ‘ইতেছি’ , ‘ইতেছ’ , ‘ইতেছে’ প্রভৃতি যুক্ত থাকলে এবং সময় উল্লেখ থাকলে Present Perfect Continuous Tense হয় ।


(a) Present Perfect Continuous Tense- এ Subject বা কর্তার Person ও Number অনুযায়ী Verb- এর পূর্বে 'has been' বা 'have been' বসাতে হয় । মূল Verb- এর সঙ্গে 'ing' যোগ করতে হয় ।

(b) Present Perfect Continuous Tense- এ কতক্ষণ ধরে কাজটি চলছে বোঝাতে (Period of time) 'for' এবং কোনো নির্দিষ্ট সময় থেকে কাজটি আরম্ভ হয়েছে বোঝাতে (Point of time) 'since' ব্যবহৃত হয় ।


EXERCISE


1. নীচের Sentence- গুলির Verb কোনটি বর্তমান কালের কোন রূপে আছে তা উল্লেখ করো ।

(a) I read a book.

(b) He has a pen.

(c ) Your, brother is a student.

(d) Everday Jadu walks in the morning.

(e) We are playing football.

(f) The sun is rising.

(g) They are going to school.

(h) I am reading now.

(i) I have come from Kolkata.

(j) My brother has written this book.

(k) The car has stopped.

(I) Has he gone ?

(m) I have been reading for two hours.

(n) They have been staying here for three months.

(o) You have been playing for one hour.

(p) Man has been living on earth for thousands of years.


2. ইংরেজিতে অনুবাদ করো:

(a) আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন ।

(b) কবীরের বাবা কি ইংরেজি পড়ান ?

(c) তারা কি ফুটবল খেলে ?

(d) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে ।

(e) নরেশ এখন গান করছে না ।

(f) তারা আজ কলকাতা যাচ্ছে না ।

(g) লীলা কি গান গাইছে ?

(h) তোমরা কি এখন যাচ্ছ ?

(i) তুমি যাওনি কেন ?

(j) সে এখনও আসেনি ।

(k) অমল কি তার ইংরেজি বইটি হারিয়ে ফেলেছে ?

(l) তুমি কি কখনও কলকাতা গিয়েছ ?

(m) রমেশ সোমবার থেকে এখানে থাকছে না ।

(n) সে কি দু'দিন যাবৎ উপোস করছে ?

(o) আমরা আমাদের দেশের উন্নতির জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি ।

(p) যদু ভোর পাঁচটা থেকে পড়ছে ।


Past Indefinite বা Simple Tense (সাধারণ অতীত ক্রিয়ার কাল)


✅ অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে Verb- এর Past Indefinite Tense হয় ।

যেমন-

গতকাল সে একটা চিঠি লিখেছিল - Yesterday he wrote a letter.

সে দক্ষতার সাথে কাজটি করেছিল - He did the job efficiently.

তাহারা ভাত খাইয়াছিল - They ate rice.

উপরের Sentence- গুলিতে 'wrote' , 'did' , 'ate' এই Verb- গুলি দ্বারা অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝাচ্ছে । তাই এখানে Verb- গুলির Past Indefinite Tense হয়েছে ।


মনে রাখা প্রয়োজন:

বাংলা ক্রিয়ার শেষে 'ইল' , 'ইত' , 'ইলাম' , 'ইলে' , 'ইতে' (ইয়াছিলাম, ইয়াছিলে, ইয়াছিল) প্রভৃতি যুক্ত ক্রিয়াপদের মাধ্যমে কোনো কাজ অতীতে হয়ে গেছে বা হতো এবং তার ফল আর বর্তমান নেই বোঝাতে Past Indefinite Tense ব্যবহৃত হয় ।

(a) Past Indefinite Tense বোঝাতে বা ব্যবহার করতে হলে sentence Subject বা কর্তার মূল verb- এর Past Tense- এর রূপ বসে ।

(b) বাংলায় যদি অতীত কালের সময় উল্লেখ থাকে এবং ক্রিয়ার রূপ Present Perfect Tense- এর মতো হয়, সেক্ষেত্রে ইংরেজি অনুবাদে Past Indefinite Tense হয় ।

যেমন-

সে গত পরশু পুরী রওনা হয়েছে - He started for Puri the day before yesterday.

আমি গতকাল তার চিঠি পেয়েছি – I received his letter yesterday.

(c) অতীতের কোনো অভ্যাস বোঝাতে Past Indefinite Tense হয় ।

যেমন-

শিক্ষকমশায় এখানে আমাদের শিক্ষা দিতেন বা পড়াতেন - The teacher taught us here.

তিনি প্রত্যহ বাগানে বেড়াতেন - He walked everyday in the garden.


Past Continuous Tense (ঘটমান অতীত ক্রিয়ার কাল)


✅ কোন কাজ অতীতকালে চলেছিল বোঝালে Verb- এর Past Continuous Tense হয় ।


আমি একটি বই পড়িতেছিলাম - I was reading a book.

ছাত্রেরা গোলমাল করছিলো - The students were making noise.

সে পুকুরে স্নান করছিলো - He was bathing in the pond.

উপরের Sentence- গুলিতে 'was reading' , 'were making' , 'was bathing' ইত্যাদি verb- গুলি দ্বারা অতীতকালে কাজ চলেছিল বোঝাচ্ছে । তাই Verb গুলির Past Continuous Tense হয়েছে ।


মনে রাখা প্রয়োজন:

ধাতুর সঙ্গে ‘ছিলাম’ , ‘ছিলে’ , ‘ছিল’ (ইতেছিলাম, ইতেছিলে, ইতেছিল) ইত্যাদি বিভক্তিযুক্ত Verb ( ক্রিয়াপদ ) -এর মাধ্যমে অতীতকালে কোনো কাজ হচ্ছিল, চলছিল বা ঘটছিল কিন্তু শেষ হয়নি বোঝালে Past Continuous Tense ব্যবহৃত হয় ।

(a) Past Continuous Tense- এ Subject- এর Personal Number অনুযায়ী মূল Verb- এর was বা were বসে এবং মূল Verb- এর সঙ্গে ‘ing’ যুক্ত হয় ।

(b) was ও were- এর ব্যবহার- I/ he/ Ram was, we/ you/ they were.



Past Perfect Tense (পুরাঘটিত অতীত ক্রিয়ার কাল)


✅ অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল বোঝায়, সেটি Past Perfect Tense হয় ।

ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল - The patient had died before the doctor came.

সূর্য উঠিবার পূর্বে তুমি বাজারে গিয়েছিলে - You had gone to the market before the sun rose.

সে আসিবার পর আমি ভাত খাইয়াছিলাম - I ate rice after he had come.

উপরের Sentence- গুলিতে দুটি করে অতীতকালের ঘটনা আছে । দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছে সেটির Past Perfect Tense হয়েছে । এখানে 'had died' , 'had gone' , 'had come' এই Verb- গুলির Past Perfect Tense হয়েছে ।


মনে রাখা প্রয়োজন:

বাংলায় কোনো একটি ক্রিয়ার শেষে ‘ইয়াছিলাম’ , ‘ইয়াছিলে’ , ‘ইয়াছিল’ যুক্ত থাকে ।

(a) Past Perfect Tense- এ মূল Verb- এর পূর্বে had বসে । তারপর মূল Verb- এর Past Participle বসে ।

(b) দুটি কাজের মধ্যে যে কাজ আগে হয় সেটি before- এর পূর্বে এবং পরে হলে after- এর পরে Past Pefect Tense হয় ।

(c) দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটে সেটির Past Perfect Tense হয়, যে কাজটি পরে ঘটে, সেটির Past Indefinite Tense হয় ।

যেমন-

যখন আমি বাজারে গিয়েছিলাম সে আমার বাড়ি এসেছিল - I had gone to the market when he came to my home.

Also Read-

  • Person কাকে বলে কত প্রকার ও কী কী

Past Perfect Continuous Tense (নিত্যবৃত্ত অতীত ক্রিয়ার কাল)


✅ অতীতকালে কোনো একটি কাজ আরম্ভ হয়ে একটি নির্দিষ্ট সময় বা ঘটনা পর্যন্ত চলছিল (চলিতেছিল) বোঝালে Verb- এর Past Perfect Continuous Tense হয় ।

রহিম দু’বছর ধরে একই শ্রেণিতে পড়ছিল - Rahim had been reading in the same class for two years.

আমি অনেকক্ষণ ধরিয়া অপেক্ষা করিতেছিলাম - I had been waiting for a long time.

তুমি চলে যাবার আগে আমরা ফুটবল খেলছিলাম - We had been playing football before you left.


মনে রাখা প্রয়োজন:

বাংলায় কোনো অতীত কালের কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলিতেছিল বোঝালে এবং ক্রিয়ার শেষে ‘ইতেছিল’ , ‘ইতেছিলে’ , ‘ইতেছিলাম’ ইত্যাদি থাকলে Past Perfect Continuous Tense হয় ।

(a) Past Perfect Continuous Tense- এ মূল Verb- এর আগে 'had been' বসে এবং মূল Verb- এর শেষে ‘ing’ যুক্ত হয় ।

(b) Past Continuous Tense এবং Past Perfect Continuous Tense এর মধ্যে পার্থক্য আছে । অতীতকালে কোনো কাজ অনির্দিষ্ট সময়ে ‘চলিতেছিল’ বোঝাতে Past Continuous Tense হয় । কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালেরই কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত ‘চলিতেছিল’ বোঝাতে Past Perfect Continuous Tense হয় ।



EXERCISE


1. নীচের Sentence গুলির Verb অতীত কালের কোন রূপে আছে তা উল্লেখ করো ।


(a) They played yesterday.

(b) We walked five kilometers.

(c) We went to Kolkata last Monday.

(d) Mihir was ill the day before yesterday.

(e) We were playing Cricket.

(f) They were singing a song.

(g) I was listening to my teachers.

(h) It was raining then.

(i) I had reached the station before the train started.

(j) The train had started before I reached the station.

(k) I had finished my lesson before you came.

(l) The thief had run away before the police came.

(m) Mr. Roy had been teaching in this school for long thirty years.

(n) We had been playing for two hours.

(o) The patient had been writhing in death agony since morning till the evening.

(p) We had not been playing during the afternoon.


2. ইংরেজিতে অনুবাদ করো:

(a) তুমি কি গতবার পরীক্ষা দাওনি ?

(b) তিনি লন্ডনে পড়াশুনা করেছেন ।

(c) তুমি কি লিখতে ছিলে না ?

(d) তার বাবা কি আসতে ছিলেন ?

(e) তোমরা তখন খেলতে ছিলে না ।

(f) আমরা বৃষ্টি থামার আগে যাইনি ।

(g) তুমি যাবার পর আমি গেলাম ।

(h) সে কি অমল আসার আগেই এসেছিল ।

(i) রাম কঠোর পরিশ্রম করত ।

(j) দশরথের চার পুত্র ছিল ।

(k) চোরটি ঘরের মধ্যে ঢুকেছিল ।

(I) বাঘটি বনে বাস করত ।

(m) বালকেরা নদীতে সাঁতার কাটিতেছিল ।

(n) আমি একটি ছবি আঁকিতেছিলাম ।

(o) আমি গত বছর দিল্লি গিয়েছিলাম ।


Future Indefinite বা Simple Tense (সাধারণ ভবিষ্যৎ ক্রিয়ার কাল)


✅ ভবিষ্যতে কোনো কাজ হবে বা কোনো ঘটনা ঘটবে বা ঘটানো হবে এরূপ বোঝাতে Verb (ক্রিয়াপদ) -এর যে পরিবর্তন হয়, তাকে বলা হয় Future Indefinite Tense

যেমন-

ভবিষ্যতে তুমি বিখ্যাত হবে - You will be famous in future.

আগামীকাল আমি কাশ্মীর যাবো - I shall go to Kashmir tomorrow.

তারা ভাত খাবে - They will eat rice.

আমরা সুখী হব - We shall be happy.

উপরের Sentence- গুলিতে 'will be' , 'shall go' , 'will eat' , 'shall be' এই Verb- গুলি দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝাচ্ছে । তাই এইগুলির Future Indefinite Tense নামে পরিচিত হয়েছে ।


মনে রাখা প্রয়োজন:

বাংলা ক্রিয়ার শেষে ‘বো’ , ‘বে’ , ‘ইবে’ , ‘ইব’ ইত্যাদি যুক্ত থাকলে তার ইংরেজি অনুবাদে Future Indefinite Tense হয় ।


(a) Future Indefinite Tense- এ মূল verb- এর পূর্বে Subject বা কর্তার Person অনুযায়ী ‘shall’ বা ‘will’ বসে ।

(b) সাধারণ নিয়মে First Person- এ 'shall' এবং Sencond Person ও Third Person- এ 'will' ব্যবহৃত হয় ।

যেমন – I/ we shall, You/ he/ they/ Shyam will.

(c) কিন্তু আদেশ, প্রতিজ্ঞা, উপদেশ, সংকল্প, ইচ্ছা প্রভৃতি বোঝালে First Person- এ ‘will’ এবং Second Person ও Third Person- এ 'shall' ব্যবহৃত হয় ।

যেমন-

আদেশ (Command): তুমি কখনোই আর এ -কাজ করবে না - You shall not do it further.

প্রতিজ্ঞা (Promise): আমরা এই কাজটি করবই - We will do this work.

উপদেশ (Advice): তুমি সর্বদা সত্যি কথা বলতে চেষ্টা করবে - You shall always try to speak the truth.

সংকল্প (Determination): আমরা আমাদের দেশকে মুক্ত করতে যথাসাধ্য চেষ্টা করব – We will try our best to liberate our country.

ইচ্ছা (Wish): আমি একটি নতুন বই কিনব - I will buy a new book.


Future Continuous বা Future Progressive Tense (পুরাঘটিত ভবিষ্যৎ ক্রিয়ার কাল)


✅ কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে Verb- এর যে রূপ হয় তাকে Future Continuous Tense বলে ।

যেমন- 

আমরা যেতে থাকবো - We shall be going.

তুমি ভাত খাইতে থাকিবে - You will be eating rice.

আমি তোমার জন্য গল্প বলতেই থাকবো - I shall be telling stories for you.

সে স্টেশনে যেতে থাকবে - He will be going to station.

উপরের Sentence- গুলিতে 'shall be going' , 'will be eating' , 'shall be telling' , 'will be going' এই verb- গুলি দ্বারা কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বোঝাচ্ছে । তাই Verb- গুলির Future Continuous Tense হয়েছে ।


মনে রাখা প্রয়োজন:

বাংলা ক্রিয়ার শেষে ‘ইতে থাকিব’ , ‘ইতে থাকিবে’ , ‘ইতে থাকিবি’ ইত্যাদি থাকলে ইংরেজি অনুবাদের সময় Future Continuous হয় ।

(a) Subject- এর পরে Person অনুসারে Shall be/Will be বসিয়ে মূল Verb (ক্রিয়াপদ) -এর সঙ্গে ‘ing’ যুক্ত করতে হয় ।


Future Perfect Tense (পুরাঘটিত ভবিষ্যৎ ক্রিয়ার কাল)


✅ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে বা অন্য কোনো ঘটনা ঘটার আগে কোনো ঘটনা ঘটবে বোঝাতে Verb ( ক্রিয়াপদ ) -এর রূপের যে পরিবর্তন হয়, তাকে Future Perfect Tense বলা হয় । যেমন-

সে আসার আগে আমরা চলে যাব - You will have gone before he comes.

তুমি আসার আগে আমি কাজটি শেষ করে ফেলব - I shall have finished the work before you come.

তুমি কাজটি করে থাকবে - You will have done the work.

উপরের প্রথম দুটি Sentence- এ দুটি কাজের মধ্যে একটি কাজ অপরটির পূর্বে সম্পন্ন হবে বোঝাচ্ছে । তৃতীয় বাক্যে কাজটি ভবিষ্যতের কোনো এক সময়ে সম্পন্ন হয়ে থাকবে বোঝাচ্ছে । তাই Verb- গুলির Future Perfect Tense হয়েছে।


মনে রাখা প্রয়োজন:

বাংলা ক্রিয়ার শেষে ‘ইয়া থাকিব’ , ‘ইয়া থাকিবে’ , ‘ইয়া থাকিবি ’ ইত্যাদি থাকলে ইংরেজি অনুবাদে Future Perfect Tense প্রয়োগ করা হয় ।

(a) Future Perfect Tense- এ Verb- এর আগে Subject বা কর্তার Person অনুসারে Shall have/Will have বসিয়ে মূল Verb- এর Past Participle ব্যবহার করতে হয় ।

(b) দুটি কাজের মধ্যে অধিকতর আগের কাজটি বোঝাতে Future Perfect Tense হয় এবং Verb- এর আগে Shall have/Will have বসে । পরের কাজটি বোঝালে Present Indefinite Tense হয় । 



Future Perfect Continuous Tense (নিত্যবৃত্ত ভবিষ্যৎ ক্রিয়ার কাল)


✅ ভবিষ্যতের দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটির আগে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে সেই Verb- এর Future Perfect Continuous Tense হয় ।

যেমন- 

তারা আসবার আগে আমরা কাজটি করতে থাকব – We shall have been doing the work before they arrive.

শিক্ষক আসার আগে ছাত্রটি পড়তে থাকবে - The student will have been reading before the teacher comes.

সূর্য অস্ত যাওয়ার আগে আমরা খেলতে থাকব - We shall have been playing before the sun sets.

উপরের Sentence- গুলির 'shall have been doing' , 'will have been reading' , 'shall have been playing' Verb- গুলি দ্বারা ভবিষ্যতকালে কাজটি কিছুক্ষণ ধরে চলতে থাকবে বোঝাচ্ছে, তাই এগুলি Future Perfect Continuous Tense হয়েছে ।

(a) Future Perfect Continuous Tense- এ Subject Person অনুযায়ী মূল Verb- এর আগে 'shall have been' বা 'will have been' বসে । মূল Verb- এর সঙ্গে 'ing' যোগ হয় । Sentence- এর মধ্যে অপর Verb- টির Past Indefinite Tense হয় ।


তিনটি Tense এবং তাদের প্রতিটির চারটি করে ভাগ নীচের chart- এ দেখানো হল:

Indefinite

Present Tense

  • I go.
  • He goes.

Past Tense

  • I went.
  • He went.

Future Tense

  • I shall go.
  • He shall go.


Continuous

Present Tense

  • I am going.
  • He is going.

Past Tense

  • I was going.
  • He was going.

Future Tense

  • I shill be going.
  • He will be going.


Perfect

Present Tense

  • I have gone.
  • He has gone.

Past Tense

  • I had gone.
  • He had gone.

Future Tense

  • I shall have gone.
  • He will have gone.


Perfect Continuous

Present Tense

  • I have been going.
  • He has been going.

Past Tense

  • I had been going.
  • He had been going.

Future Tense

  • I shall have been going.
  • He will have been going

EXERCISE


1. নীচের Sentence- গুলির Verb ভবিষ্যত কালের কোন রূপে আছে তা উল্লেখ করো ।

(a) I shall go to Delhi tomorrow.

(b) We shall play football in the afternoon.

(c) He will not go to school today.

(d) The train will come after an hour.

(e) We shall be going.

(f) You will be playing.

(g) It will be raining.

(h) Will they not be singing a song ?

(i) We shall have done the work by tomorrow.

(j) We shall have come before you.

(k) He will have reached home within two hours.

(l) They will have reached Delhi by that time.

(m) We have been reading in this school for five years.

(n) India will have been being the homeland for Indians forever.

(o) The train will have been moving for five hours.


2. ইংরেজিতে অনুবাদ করো:

(a) তুমি কি আমার সাথে যাবে না?

(b) শীতকালে বৃষ্টি হবে না।

(c) যদু আগামীকাল দিল্লি যাবে।

(d) তারা ভাত খাবে।

(e) এই অনুষ্ঠানটি চলতে থাকবে।

(f) তুমি বসে থাকবে না।

(g) তারা আগামীকাল কাজটি শেষ করবে কি?

(h) সুমিত রাত্রে ঘুমাইতে থাকিবে।

(i) সে আসার আগে আমরা চলে যাব।

(j) রাম দশটা পর্যন্ত পড়তে থাকবে।

(k) তুমি ভোরবেলা বেড়াতে থাকবে।

(l) বিড়ালটি ডাকিতে থাকিবে।

(m) অমল কি সারারাত পড়তে থাকবে?

(n) ভালো ছাত্ররা ক্লাস চলাকালীন বাইরে থাকবে না।

(o) তোমরা এই কাজটি করে থাকবে।

(p) সুমিত পরীক্ষায় পাশ করবেই।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area