Ads Area


রসায়নের পর্যায় সারণী প্রশ্ন উত্তর | Chemistry Stage Table Answer The question

রসায়নের পর্যায় সারণী প্রশ্ন উত্তর | Chemistry Stage Table Answer The question

রসায়নের পর্যায় সারণী প্রশ্ন উত্তর | Chemistry Stage Table Answer The question

রসায়নের পর্যায় সারণী প্রশ্ন উত্তর: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে  এই প্রশ্নোত্তর সুন্দর করে দেওয়া হলো ।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে ।


পর্যায় সারণী প্রশ্ন উত্তর



1. পর্যায় সারনীর ত্রয়ী সূত্র কে প্রদান করেছিলেন ?
উত্তর: ১৮১৭ সালে ডোবেরাইনা।

2. মেন্ডেলিফের পুরানো পর্যায় সারনীর একটি সমস্যা কী ?
উত্তর: আইসোটোপ অনুপস্থিত।

3. পর্যায় সারনীর অষ্টক সূত্র কে প্রদান করেছিলেন ?
উত্তর: ১৮৬৪ সালে নিউল্যান্ডস।

4. পর্যায় সারনী কে প্রদান করেছিলেন ?
উত্তর: ১৮৬৯ সালে মেন্ডেলিফ।

5. পর্যায় সারনীর কার্ভ বা লেখচিত্র কে প্রদান করেছিলেন ?
উত্তর: ১৮৭০ সালে লোথার মেয়ার।

6. মেন্ডেলিফের পুরানো পর্যায় সারনীতে কয়টি মৌল ছিল ?
উত্তর: ৬৩ টি।

7. বর্তমানে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট স্বীকৃত মৌলের সংখ্যা কয়টি ?
উত্তর: ১১৮ টি।

8. মেন্ডেলিফের পুরানো পর্যায় সারনীতে ‘একা বোরন’ কোনটি ?
উত্তর: স্ক্যান্ডিয়াম মৌল।

9. মেন্ডেলিফের পুরানো পর্যায় সারনীতে ‘একা অ্যালুমিনিয়াম’ কোনটি ?
উত্তর: গ্যালিয়াম।

10. মেন্ডেলিফের পুরানো পর্যায় সারনীতে ‘একা সিলিকন’ কোনটি ?
উত্তর: জার্মেনিয়াম।

11. মেন্ডেলিফ পর্যায় সারনীতে কিসের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন ?
উত্তর: ভৌত ও রাসায়নিক ধর্মের উপর।

12. মেন্ডেলিফ পর্যায় সারনীতে কোন মৌলগুলি ব্যতিক্রম অবস্থায় রয়েছে ?
উত্তর: আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল, টেলুরিয়াম, আয়োডিন, থোরিয়াম ও প্রোটেক্টিনিয়াম।

13. আধুনিক পর্যায় সূত্র কে প্রদান করেন ?
উত্তর: মজলে।

14. আধুনিক পর্যায় সারনীতে কটি পর্যায় ও কটি শ্রেনী রয়েছে ?
উত্তর: ৭ টি পর্যায় ও ১৮ টি শ্রেনী।

15. S ব্লকের ব্যতিক্রম মৌলের নাম কী ?
উত্তর: হাইড্রোজেন।

16. কোন মৌলের পারমানবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি ?
উত্তর: বেরেলিয়াম।

17. কোন মৌলের পারমানবিক ব্যাসার্ধ কম ?
উত্তর: সোডিয়াম।

18. কোন মৌলের জারন ক্ষমতা বেশি ?
উত্তর: ফ্লুরিন।

19. পর্যায় সারনীতে মৌলের কোন ধর্মগুলো পূনরাবৃত্ত ঘটে না ?
উত্তর: মৌলের তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা, চৌম্বক ধর্ম, বহুরূপতা।

20. আধুনিক পর্যায় সারনীর রূপকার কাকে বলা হয় ?
উত্তর: নীলস বোর।

21. পর্যায় সারনীর অসম্পূর্ণ  পর্যায় কোনটি ?
উত্তর: সপ্তম পর্যায়।

22. পর্যায় সারনীর অতি দীর্ঘ পর্যায় কাকে বলা হয় ?
উত্তর: ষষ্ঠ পর্যায়।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area