Ads Area


India First Start || ভারতের প্রথম কখন কি শুরু হয়

India's First Start / ভারতের প্রথম কখন কি শুরু হয়

India First Start || ভারতের প্রথম কখন কি শুরু হয়- বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge | বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge | নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে //General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে নিচে দেওয়া প্রয়োজনীয় তথ্য় গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন। ভারতের প্রথম কি শুরু হয় এক কথায় দেওয়া হলো। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রতিবছর এই বিষয় থকে প্রশ্ন এসেই থাকে। সুতরাং, নিজেকে এক ধাপ এগিয়ে নিতে বিষয়টি মনযোগ দিয়ে পড়েনিন। All competitive exam General Knowledge in Bengali

ভারতের প্রথম কখন কি শুরু হয়

India First Startup

  • সংবাদপত্র:  ১৭৮০ সালের ২৯ শে জানুয়ারী Mr. James Augustus Hlicky -র সম্পাদনায় বেঙ্গল গেজেট নামে প্রথম সংবাদপত্র ছাপা হয়।


  • বেতার বা রেডিও:  বোম্বাই শহরে সর্বপ্রথম ১৯২৭ সালে বেতার কেন্দ্র স্থাপিত হয়।


  • দূরদর্শন বা টেলিভিসন: ১৯৫৯ সালের ১৫ ই সেপ্টেম্বর দিল্লিতে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্রের উদ্বোধন হয়।


  • সিনেমা: ১৮৯৬ সালে প্রথম নির্বাক চলচ্চিত্র দেখানো হয় বোম্বাই শহরে এবং সবাক চলচ্চিত্র এসেছে আরো অনেক পরে।


  • ছাপাখান: ১৭৭২ সালে মাদ্রাজে পর্তুগীজরা প্রথম ছাপার কাজ শুরু করে।  বাংলাদেশের শ্রীরামপুরে কেরী, মার্শম্যান ও ওয়াটের প্রচেষ্টায় ১৮০১ সালে ছাপাখানা খোলা হয়।


আরও পড়ুন- History of India


  • বিদ্যুৎ: ১৮৯৬ সালে দার্জিলিং- এ সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।


  • ডাকটিকিট: ১৮৫২ সালে ভারতবর্ষের সিন্ধু প্রদেশে প্রথম ডাকটিকিটের প্রচলন হয়। ১৮৫৪ সালে এই ডাক টিকিট সমস্ত ভারতবর্ষে প্রসার লাভ করে।


  • রেলগাড়ি: ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতে প্রথম রেলগাড়ী চলে বোম্বাই থেকে থানে পর্যন্ত।


  • বৈদ্যুতিক রেলগাড়ি: ১৯২৫ সালে বোম্বাই থেকে কুরলা পর্যন্ত সর্বপ্রথম বৈদ্যুতিক রেলগাড়ীর প্রচলন হয়।


  • টেলিফোন: ১৮৮১ সালে কলকাতাতে প্রথম টেলিফোন প্রবর্তন হয়।


  • বিমানবাহী ডাক: ১৯১১ সালে এলাহাবাদ থেকে নৈনী পর্যন্ত বিমানযোগে ডাকের প্রচলন হয়।


আরও পড়ুন- ভারতের প্রথম ডাক পরিষেবা


  • ফুটবল: বোম্বাই শহরে ১৮০২ সালে প্রথম মিলিটারী ও বোম্বাই আইল্যান্ড দুই দলের মধ্যে ফুটবল খেলা শুরু হয়।


  • ক্রিকেট: ১৭৯৩ খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ক্রিকেট খেলার সূত্রপাত হয়।


  • কৃত্রিম উপগ্রহ: ১৯৭৫ সালে ভারতে সর্বপ্রথম রাশিয়ান রকেটের সাহায্যে ভারতের তৈরী ‘ আর্যভট্ট ’ নামে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।


  • আনবিক বোমা বিস্ফোরণ:  ১৯৭৪ সালের ১৮ ই মে রাজস্থানের মরু অঞলে ভারতের প্রথম আনবিকবোমার বিস্ফোরণ ঘটানো হয়।




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area